Ajker Patrika

সুন্দরবনে শাশ্বতর অভিযান

সুন্দরবনে শাশ্বতর অভিযান

রাজ চক্রবর্তী পরিচালিত ‘প্রলয়’ মুক্তি পায় ২০১৩ সালে। এ সিনেমায় পুলিশ কর্মকর্তা অনিমেষ দত্ত চরিত্রে অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। ঠিক ১০ বছর পর তৈরি হলো প্রলয়ের পরবর্তী পর্ব। নাম ‘আবার প্রলয়’। তবে এটি সিনেমা নয়, ওয়েব সিরিজ। আগামী ১১ আগস্ট জি ফাইভে প্রকাশ পাবে সিরিজটি। সুন্দরবনকে ঘিরে তৈরি হয়েছে এবারের গল্প। সিরিজের কাহিনিতে দেখা যাবে, সুন্দরবনে নাবালিকাদের প্রেমের ফাঁদে ফেলে পাচারের ঘটনা বাড়ছে। এ নারী পাচার সমস্যা রুখতে সেখানে হাজির হয় স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অনিমেষ দত্ত। চালায় রুদ্ধশ্বাস অভিযান।

১০ বছর আগে ‘প্রলয়’ তৈরি হয়েছিল শিক্ষক বরুণ বিশ্বাসের খুনের তদন্ত নিয়ে। এতে বরুণ বিশ্বাসের ভূমিকায় অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি এবার এ সিরিজে না থাকলেও যুক্ত হয়েছেন অনেক তারকা শিল্পী। শাশ্বত ছাড়াও আছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, জুন মালিয়া, গৌরব চক্রবর্তী প্রমুখ।

যেহেতু সুন্দরবনের প্রেক্ষাপটে গল্প, তাই সুন্দরবনেই হয়েছে ‘আবার প্রলয়’ সিরিজের বেশির ভাগ অংশের শুটিং। সব মিলিয়ে ৪০-৪২ দিন শাশ্বত শুটিং করেছেন সেখানে। এর মধ্যে ১০ দিন শুধুই অ্যাকশন দৃশ্যের কাজ করেছেন। অভিনেতা জানিয়েছেন, এ সিরিজের আগে এমন অ্যাকশন কখনো করেননি তিনি। শাশ্বত বলেন, ‘শুটিংয়ে পরিশ্রমের কোনো শেষ ছিল না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতাম আমরা। কী আর বলব, এ রকম ফাইট সিকোয়েন্স কখনো করিনি। আগের প্রলয় সিনেমায় আমার এত ফিটনেস দরকার হয়নি, আবার প্রলয় সিরিজে যতটা লেগেছে।’

ইদানীং বাংলা সিনেমা-সিরিজ ছাড়াও বলিউড ও তেলুগু ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করছেন শাশ্বত। ফলে তিনি ভালো করেই জানেন, কনটেন্টের বাজারে এখন প্রতিযোগিতা কত ব্যাপক। সেটা মাথায় রেখেই বললেন, ‘শুধু হিন্দি কিংবা ইংরেজি কেন, যেকোনো ভাষায় ভালো কাজ হলে দর্শক সেগুলোকে খুঁজে নেবেই। ভাষাটা আর কোনো অন্তরায় নয়। না হলে আমি কী করে এত হিন্দি বা তেলুগু ভাষায় কাজ করছি। এখন দুনিয়াটা খুব ছোট হয়ে গেছে। সবাই সবাইকে জানে, চেনে। তাই সিরিয়াসলি কাজ করতে হবে। লোক ঠকানো যাবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত