আসামির অপরাধ কী জানেন না সাক্ষী
চট্টগ্রামে পুলিশ বাদী হয়ে করা অস্ত্র ও মাদকের মামলায় অভিযুক্ত আসামির অপরাধ কী, তা সাক্ষী জানেন না। সম্প্রতি পুলিশের তদন্ত ব্যুরোর (পিবিআই) কাছে এক সাক্ষী এমন জবানবন্দি দিয়েছেন। এতে মামলার এজাহারে বর্ণিত সাক্ষীদের উপস্থিতিতে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনাটি নিয়ে প্রশ্ন উঠেছে।