মায়ের নামে ‘মিরা অ্যাটায়ার’
‘ভোর সাড়ে পাঁচটায় আমার দিন শুরু হয়। তারপর ডিজাইনিংয়ের কাজ, ডেলিভারির পণ্য তৈরি করা, অফিস, রান্নাবান্না—কখন যে ঘড়ির কাঁটা রাত ১২টায় গিয়ে ঠেকে, টেরই পাই না।’
কথাগুলো বলেন মিরা অ্যাটায়ারের স্বত্বাধিকারী পূর্ণিমা ত্রিপুরা পিউ। তিনি ব্যবসার পাশাপাশি চাকরিও করেন।