বিড়ালের দুঃখ বোঝার অ্যাপ আনল জাপান
অ্যাপটির ডেভেলপার কোম্পানি কেয়ারলজির প্রধান গো সাকিওকা বলেছেন, গত মাসে ‘ক্যাট পেইন ডিটেক্টর’ অ্যাপটি আত্মপ্রকাশ করার পর প্রায় ৪৩ হাজার মানুষ এটি ব্যবহার করেছেন। এসব ব্যবহারকারীর বেশির ভাগই জাপানের। তবে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার অসংখ্য মানুষও এই অ্যাপটি ব্যবহার করেছেন।