জাপানে থাকা বিড়ালগুলোকে ভাগ্যবান বলে মনে করা হয়। কারণ, দেশটিতে পোষা প্রাণী হিসেবে এই প্রাণীটি বেশ জনপ্রিয়। মালিকেরা অনেক আদর-যত্নের পাশাপাশি তাদের পেছনে অনেক খরচও করেন। এবার তাদের দুঃখ বোঝারও উপায় খুঁজতে শুরু করেছে জাপান।
টোকিওর একটি প্রযুক্তি ফার্ম এবং একটি বিশ্ববিদ্যালয় হাজার হাজার বিড়ালের ছবিতে অভ্যস্ত একটি অ্যাপ তৈরির জন্য এক হয়েছে। আপনার বিড়াল ব্যথা অনুভব করলে অ্যাপটি তা জানিয়ে দিতে সক্ষম।
অ্যাপটির ডেভেলপার কোম্পানি কেয়ারলজির প্রধান গো সাকিওকা বলেছেন, গত মাসে ‘ক্যাট পেইন ডিটেক্টর’ অ্যাপটি আত্মপ্রকাশ করার পর প্রায় ৪৩ হাজার মানুষ এটি ব্যবহার করেছেন। এসব ব্যবহারকারীর বেশির ভাগই জাপানের। তবে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার অসংখ্য মানুষও এই অ্যাপটি ব্যবহার করেছেন।
অ্যাপ তৈরির প্রথম ধাপে ইউনিভার্সিটি অব নিহনের অন্তর্ভুক্ত কলেজ অব বায়োরিসোর্স সায়েন্সেসের সঙ্গে ছয় হাজার বিড়ালের ছবি সংগ্রহ করার জন্য যৌথভাবে কাজ করেছে কেয়ারলজি। এসব ছবির মাধ্যমে গবেষকেরা বিড়ালের কান, নাক, কাঁপুনি এবং চোখের পাতার অবস্থানগুলো যত্নের সঙ্গে অধ্যয়ন করেন।
পরে তারা সুস্থ বিড়াল এবং অসুস্থতার কারণে ব্যথায় ভুগছে এমন বিড়ালের মধ্যে পার্থক্য পরিমাপ করার জন্য মন্ট্রিল বিশ্ববিদ্যালয় দ্বারা ডিজাইন করা একটি স্কোরিং সিস্টেম ব্যবহার করে।
এরপর অ্যাপ ডেভেলপাররা একটি এআই শনাক্তকরণ সিস্টেমে তথ্যগুলোকে জড়ো করেন। এর সঙ্গে ব্যবহারকারীদের আপলোড করা প্রায় ছয় লাখ ছবি অ্যাপটির দক্ষতাকে আরও বাড়িয়ে তুলছে।
এখন অ্যাপটির সঠিক তথ্য দেওয়ার ক্ষমতা ৯০ শতাংশেরও বেশি বলে দাবি করেছেন সাকিওকা।
জাপান পেট ফুড অ্যাসোসিয়েশনের মতে, ৬০ শতাংশ মালিক তাঁদের বিড়ালকে বছরে একবার পশুচিকিৎসকের কাছে নিয়ে যান। সাকিওকা বলেন, ‘বিড়ালকে পশু হাসপাতালে নিয়ে যেতে হবে কি না মালিককে তা আরও সহজে বুঝতে আমরা সাহায্য করছি।’
জাপানে ইতিমধ্যে কিছু পশুচিকিৎসকও ‘ক্যাট পেইন ডিটেক্টর’ ব্যবহার করতে শুরু করেছে।
জাপানে থাকা বিড়ালগুলোকে ভাগ্যবান বলে মনে করা হয়। কারণ, দেশটিতে পোষা প্রাণী হিসেবে এই প্রাণীটি বেশ জনপ্রিয়। মালিকেরা অনেক আদর-যত্নের পাশাপাশি তাদের পেছনে অনেক খরচও করেন। এবার তাদের দুঃখ বোঝারও উপায় খুঁজতে শুরু করেছে জাপান।
টোকিওর একটি প্রযুক্তি ফার্ম এবং একটি বিশ্ববিদ্যালয় হাজার হাজার বিড়ালের ছবিতে অভ্যস্ত একটি অ্যাপ তৈরির জন্য এক হয়েছে। আপনার বিড়াল ব্যথা অনুভব করলে অ্যাপটি তা জানিয়ে দিতে সক্ষম।
অ্যাপটির ডেভেলপার কোম্পানি কেয়ারলজির প্রধান গো সাকিওকা বলেছেন, গত মাসে ‘ক্যাট পেইন ডিটেক্টর’ অ্যাপটি আত্মপ্রকাশ করার পর প্রায় ৪৩ হাজার মানুষ এটি ব্যবহার করেছেন। এসব ব্যবহারকারীর বেশির ভাগই জাপানের। তবে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার অসংখ্য মানুষও এই অ্যাপটি ব্যবহার করেছেন।
অ্যাপ তৈরির প্রথম ধাপে ইউনিভার্সিটি অব নিহনের অন্তর্ভুক্ত কলেজ অব বায়োরিসোর্স সায়েন্সেসের সঙ্গে ছয় হাজার বিড়ালের ছবি সংগ্রহ করার জন্য যৌথভাবে কাজ করেছে কেয়ারলজি। এসব ছবির মাধ্যমে গবেষকেরা বিড়ালের কান, নাক, কাঁপুনি এবং চোখের পাতার অবস্থানগুলো যত্নের সঙ্গে অধ্যয়ন করেন।
পরে তারা সুস্থ বিড়াল এবং অসুস্থতার কারণে ব্যথায় ভুগছে এমন বিড়ালের মধ্যে পার্থক্য পরিমাপ করার জন্য মন্ট্রিল বিশ্ববিদ্যালয় দ্বারা ডিজাইন করা একটি স্কোরিং সিস্টেম ব্যবহার করে।
এরপর অ্যাপ ডেভেলপাররা একটি এআই শনাক্তকরণ সিস্টেমে তথ্যগুলোকে জড়ো করেন। এর সঙ্গে ব্যবহারকারীদের আপলোড করা প্রায় ছয় লাখ ছবি অ্যাপটির দক্ষতাকে আরও বাড়িয়ে তুলছে।
এখন অ্যাপটির সঠিক তথ্য দেওয়ার ক্ষমতা ৯০ শতাংশেরও বেশি বলে দাবি করেছেন সাকিওকা।
জাপান পেট ফুড অ্যাসোসিয়েশনের মতে, ৬০ শতাংশ মালিক তাঁদের বিড়ালকে বছরে একবার পশুচিকিৎসকের কাছে নিয়ে যান। সাকিওকা বলেন, ‘বিড়ালকে পশু হাসপাতালে নিয়ে যেতে হবে কি না মালিককে তা আরও সহজে বুঝতে আমরা সাহায্য করছি।’
জাপানে ইতিমধ্যে কিছু পশুচিকিৎসকও ‘ক্যাট পেইন ডিটেক্টর’ ব্যবহার করতে শুরু করেছে।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৪ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৫ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৫ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগে