শিশুর জন্য এআই ‘পিনহুইলজিপিটি’
শিশুদের কথা বিবেচনায় রেখে এসেছে নতুন এআই পিনহুইলজিপিটি। নির্মাতাদের দাবি, এই এআই অ্যাপ অনুপযুক্ত কনটেন্ট ব্লক করে দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটগুলো প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের লক্ষ্য করে বানানো। তবে আশার ব্যাপার হচ্ছে, নতুন এ অ্যাপ শিশুদের এআইয়ের দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছে