কোডিংয়ের জন্য ডেভেলপারদের কাছে জনপ্রিয় মাইক্রোসফটের ভিজ্যুয়াল স্টুডিও। কিন্তু অ্যাপটি আর ম্যাক কম্পিউটার ব্যবহারকারীদের জন্য হালনাগাদ করবে না মাইক্রোসফটে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এক্সডিএ এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে কোড এডিটরটির সর্বশেষ সংস্করণটি (১৭.৬) ম্যাক কম্পিউটার সমর্থন করবে না।
মাইক্রোসফটের এই সিদ্ধান্ত অপ্রত্যাশিত। কারণ কয়েক মাস ধরে মাইক্রোসফট ম্যাক ভিজ্যুয়াল স্টুডিও ১৭–কে মোটামুটি সক্রিয় সমর্থন করছিল। এডিটরটি সর্বশেষ জুন মাসে আপডেট পায়। আপডেটের আগে হট এক্সিট (সংরক্ষণ না করা ফাইলের ব্যাকআপ তৈরি করা)–এর মতো কিছু গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করা হয়, যা এডিটরটি ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে।
অ্যাপটি ম্যাক কম্পিউটারে কী কারণে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হচ্ছে তা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। মাইক্রোসফট বলছে, সর্বশেষ সংস্করণটি শুধু ২০২৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত সমর্থন পাবে।
মাইক্রোসফটের পণ্য হলেও ম্যাকের ভিজ্যুয়াল স্টুডিওতে উইন্ডোজ অ্যাপ ডেভেলপ করা যায় না। মাইক্রোসফট শুধু জামারিন (২০১৬ সালে এটি অধিগ্রহণ করে) প্ল্যাটফর্মে আইওএস অ্যাপ তৈরির সুযোগ দেয়। জামারিন মূলত আইওএস, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ অ্যাপ তৈরির ওপেন সোর্স প্ল্যাটফর্ম।
উইন্ডোজের ভিজ্যুয়াল স্টুডিওতেও ম্যাক অ্যাপ তৈরি করা যায় না। অর্থাৎ উভয় ক্ষেত্রেই ভিজ্যুয়াল স্টুডিওর সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু জামারিন প্ল্যাটফর্মটিতে আইওএস, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ অ্যাপ তৈরি করা যায়। তবে ম্যাকের জন্য অ্যাপ তৈরি করা যায় না।
ম্যাকে ভিজ্যুয়াল স্টুডিও ব্যবহার করতে চাইলে সি# ডেভ কিট এক্সটেনশন ব্যবহারের পরামর্শ দিচ্ছে মাইক্রোসফট। এই এক্সটেনশনটি ম্যাক ও ওয়েব ভার্সনে পাওয়া যায়। এ ছাড়া মাইক্রোসফট বলছে, অ্যাপ ডেভেলপমেন্টের জন্য উইন্ডোজ ভার্চুয়াল মেশিন অথবা মাইক্রোসফট ডেভ বক্স ব্যবহার করা যাবে। এটি ডেভেলপারকে একটি ক্লাউড ভিত্তিক ভার্চুয়াল মেশিনের সুবিধা দেবে। সেখানে জামারিন এবং এফ#–এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে।
কোডিংয়ের জন্য ডেভেলপারদের কাছে জনপ্রিয় মাইক্রোসফটের ভিজ্যুয়াল স্টুডিও। কিন্তু অ্যাপটি আর ম্যাক কম্পিউটার ব্যবহারকারীদের জন্য হালনাগাদ করবে না মাইক্রোসফটে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এক্সডিএ এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে কোড এডিটরটির সর্বশেষ সংস্করণটি (১৭.৬) ম্যাক কম্পিউটার সমর্থন করবে না।
মাইক্রোসফটের এই সিদ্ধান্ত অপ্রত্যাশিত। কারণ কয়েক মাস ধরে মাইক্রোসফট ম্যাক ভিজ্যুয়াল স্টুডিও ১৭–কে মোটামুটি সক্রিয় সমর্থন করছিল। এডিটরটি সর্বশেষ জুন মাসে আপডেট পায়। আপডেটের আগে হট এক্সিট (সংরক্ষণ না করা ফাইলের ব্যাকআপ তৈরি করা)–এর মতো কিছু গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করা হয়, যা এডিটরটি ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে।
অ্যাপটি ম্যাক কম্পিউটারে কী কারণে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হচ্ছে তা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। মাইক্রোসফট বলছে, সর্বশেষ সংস্করণটি শুধু ২০২৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত সমর্থন পাবে।
মাইক্রোসফটের পণ্য হলেও ম্যাকের ভিজ্যুয়াল স্টুডিওতে উইন্ডোজ অ্যাপ ডেভেলপ করা যায় না। মাইক্রোসফট শুধু জামারিন (২০১৬ সালে এটি অধিগ্রহণ করে) প্ল্যাটফর্মে আইওএস অ্যাপ তৈরির সুযোগ দেয়। জামারিন মূলত আইওএস, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ অ্যাপ তৈরির ওপেন সোর্স প্ল্যাটফর্ম।
উইন্ডোজের ভিজ্যুয়াল স্টুডিওতেও ম্যাক অ্যাপ তৈরি করা যায় না। অর্থাৎ উভয় ক্ষেত্রেই ভিজ্যুয়াল স্টুডিওর সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু জামারিন প্ল্যাটফর্মটিতে আইওএস, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ অ্যাপ তৈরি করা যায়। তবে ম্যাকের জন্য অ্যাপ তৈরি করা যায় না।
ম্যাকে ভিজ্যুয়াল স্টুডিও ব্যবহার করতে চাইলে সি# ডেভ কিট এক্সটেনশন ব্যবহারের পরামর্শ দিচ্ছে মাইক্রোসফট। এই এক্সটেনশনটি ম্যাক ও ওয়েব ভার্সনে পাওয়া যায়। এ ছাড়া মাইক্রোসফট বলছে, অ্যাপ ডেভেলপমেন্টের জন্য উইন্ডোজ ভার্চুয়াল মেশিন অথবা মাইক্রোসফট ডেভ বক্স ব্যবহার করা যাবে। এটি ডেভেলপারকে একটি ক্লাউড ভিত্তিক ভার্চুয়াল মেশিনের সুবিধা দেবে। সেখানে জামারিন এবং এফ#–এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে।
ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
২ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
৪ ঘণ্টা আগে