আবারও কি শংকর চরিত্রে ফিরছেন দেব
সম্প্রতি শুরু হয়েছে দেব অভিনীত অভিজিৎ সেনের সিনেমা ‘প্রধান’এর শুটিং। এর মধ্যেই টালিউডে ঘুরছে নতুন খবর। আবারও প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ-এর সিনেমায় ফিরছেন দেব। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, দেবের কাছ থেকে প্রাথমিক সম্মতি পেয়ে প্রযোজনা প্রতিষ্ঠান। শিগগিরই হতে পারে সিনেমাটির ঘোষণা।