বিনোদন প্রতিবেদক
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।
কয়েক দিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল সোমবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর হার্ট অ্যাটাক হয়। এরপর দ্রুত তাঁকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।
গতকাল নির্মাতা শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’র শুটিং করার কথা ছিল আফজাল হোসেনের। তাঁর অসুস্থতার কারণে স্থগিত করা হয়েছে শুটিং। এ বিষয়ে জানতে শিহাব শাহীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়। সেখানে টানা চার দিন শুটিং শেষে আমরা দেশে ফিরি। আজ মঙ্গলবার থেকে আবারও ফিল্মটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল সোমবার রাতে আফজাল ভাই ফোন করে জানান, তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাই হাসপাতালে যাচ্ছেন। পরে জানলাম, হাসপাতালে তিনি হার্ট অ্যাটাক করেছেন। এখন তিনি সিসিইউতে আছেন। তিনি সুস্থ হলে আমরা শুটিংয়ে ফিরব।’
আফজাল হোসেনের বন্ধু অভিনেতা মাসুম বাশার বলেন, ‘আফজাল কয়েক দিন ধরেই অসুস্থ ছিল। সোমবার রাতে শরীরটা বেশি খারাপ হয়ে যায়। হাসপাতালে গেলে সেখানে হার্ট অ্যাটাক করেছে শুনলাম। খুব মন খারাপ হয়ে গেল খবরটা শুনে।’
অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেছেন, ‘আফজাল ভাই অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালের সিসিইউতে আছেন। আমরা দ্রুত তাঁর সুস্থতা কামনা করছি।’
টেলিভিশন ও চলচ্চিত্রে বেশ জনপ্রিয় হলেও আফজাল হোসেনের অভিনয়জীবনের শুরু মঞ্চে। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন তিনি। সত্তরের দশকের শেষ দিকে টেলিভিশন জগতে প্রবেশ করেন তিনি। আশির দশকে হয়ে ওঠেন টেলিভিশন নাটকের জনপ্রিয় এক নাম।
বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পীর রুচিবোধ, পোশাকের স্টাইল, নিজেকে উপস্থাপনের ভঙ্গি—সবই অনুকরণীয় নবীনদের কাছে। আজও তরুণদের ফ্যাশন আইকন হিসেবে অনুসরণীয় রয়েছেন আফজাল হোসেন।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।
কয়েক দিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল সোমবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর হার্ট অ্যাটাক হয়। এরপর দ্রুত তাঁকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।
গতকাল নির্মাতা শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’র শুটিং করার কথা ছিল আফজাল হোসেনের। তাঁর অসুস্থতার কারণে স্থগিত করা হয়েছে শুটিং। এ বিষয়ে জানতে শিহাব শাহীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়। সেখানে টানা চার দিন শুটিং শেষে আমরা দেশে ফিরি। আজ মঙ্গলবার থেকে আবারও ফিল্মটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল সোমবার রাতে আফজাল ভাই ফোন করে জানান, তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাই হাসপাতালে যাচ্ছেন। পরে জানলাম, হাসপাতালে তিনি হার্ট অ্যাটাক করেছেন। এখন তিনি সিসিইউতে আছেন। তিনি সুস্থ হলে আমরা শুটিংয়ে ফিরব।’
আফজাল হোসেনের বন্ধু অভিনেতা মাসুম বাশার বলেন, ‘আফজাল কয়েক দিন ধরেই অসুস্থ ছিল। সোমবার রাতে শরীরটা বেশি খারাপ হয়ে যায়। হাসপাতালে গেলে সেখানে হার্ট অ্যাটাক করেছে শুনলাম। খুব মন খারাপ হয়ে গেল খবরটা শুনে।’
অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেছেন, ‘আফজাল ভাই অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালের সিসিইউতে আছেন। আমরা দ্রুত তাঁর সুস্থতা কামনা করছি।’
টেলিভিশন ও চলচ্চিত্রে বেশ জনপ্রিয় হলেও আফজাল হোসেনের অভিনয়জীবনের শুরু মঞ্চে। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন তিনি। সত্তরের দশকের শেষ দিকে টেলিভিশন জগতে প্রবেশ করেন তিনি। আশির দশকে হয়ে ওঠেন টেলিভিশন নাটকের জনপ্রিয় এক নাম।
বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পীর রুচিবোধ, পোশাকের স্টাইল, নিজেকে উপস্থাপনের ভঙ্গি—সবই অনুকরণীয় নবীনদের কাছে। আজও তরুণদের ফ্যাশন আইকন হিসেবে অনুসরণীয় রয়েছেন আফজাল হোসেন।
গত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৩ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৩ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ‘এলএ ডাইভারসিটি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এ জোড়া পুরস্কার জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আ থিং অ্যাবাউট কাশেম’। এ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছেন ইন্তেখাব দিনার। পাশাপাশি সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন বিজন ইমতিয়াজ।
১৩ ঘণ্টা আগে