Ajker Patrika

স্বামীকে খুঁজতে সাহায্য চাইলেন অপি করিম

স্বামীকে খুঁজতে সাহায্য চাইলেন অপি করিম

একজন সফল ব্যবসায়ী ও শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা আনিস আহমেদ। আগামী নির্বাচনে গণজাগরণ পার্টি থেকে এমপি মনোনয়নপ্রত্যাশী সে। হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। অফিস থেকে বের হওয়ার পর তার আর কোনো খবর নেই। কোথাও স্বামীর খোঁজ পাচ্ছে না রেজওয়ানা। পরিচিত সব জায়গায় খোঁজার পরও সন্ধান না পেয়ে মহা দুশ্চিন্তায় পড়ে যায় পুরো পরিবার। এটা কোনো ষড়যন্ত্র নাকি কোনো দুর্ঘটনা? কিছুই বুঝে উঠতে পারছে না রেজওয়ানা, চাইছে সবার সাহায্য।

ওয়েব সিরিজ ‘অদৃশ্য’-এর প্রমো ভিডিওতে এভাবেই স্বামীর সন্ধান চাইলেন রেজওয়ানা চরিত্রে অভিনয় করা অপি করিম। শেষ পর্যন্ত রেজওয়ানা তার স্বামীকে ফিরে পাবে কি না, ফিরে এলেও তাকে কে অপহরণ করেছে আর কেনই-বা তাকে ছেড়ে দেওয়া হয়—সেসব প্রশ্নের উত্তর জানা যাবে এ সিরিজে।

‘অদৃশ্য’ সিরিজ দিয়েই ওটিটিতে অভিনয়ে ফিরছেন অপি করিম। সর্বশেষ ২০১৯ মালে অমিতাভ রেজা চৌধুরীর ‘ঢাকা মেট্রো’ ওয়েব সিরিজে দেখা গিয়েছিল তাঁকে।

‘অদৃশ্য’ পরিচালনা করেছেন শাফায়েত মনসুর রানা। চলতি মাসেই ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাওয়ার কথা সিরিজটির। গতকাল প্রকাশ করা হয় একটি প্রমোশনাল ভিডিও। সেখানেই নিখোঁজ স্বামীকে খোঁজার জন্য সবাইকে পাশে থাকার অনুরোধ করেন অপি করিম।

সিরিজটি নিয়ে এখনই কোনো কথা বলতে রাজি নন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। তবে জানা গেছে, অপি করিমের স্বামী আনিস আহমেদের চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এ সিরিজ দিয়েই ওটিটিতে অভিষেক হচ্ছে তাঁর। এ ছাড়া পাঁচ বছর পর পর্দায় একসঙ্গে জুটি বেঁধেছেন মাহফুজ-অপি। শেষবার এ জুটিকে দেখা গেছে সাগর জাহানের ‘নীল গ্রহ’ নামের নাটকে।

এ বছর সিনেমায়ও ফিরেছেন মাহফুজ। গত ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘প্রহেলিকা’। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এতে মাহফুজের বিপরীতে আছেন শবনম বুবলী। প্রহেলিকা সিনেমায় মনা চরিত্রে মাহফুজের অভিনয় প্রশংসিত হয়েছে। সিনেমাটির প্রচারের সময় মাহফুজ জানিয়েছিলেন, পছন্দমতো চরিত্র পেলে অভিনয়ে নিয়মিত পাওয়া যাবে তাঁকে। অদৃশ্য সিরিজে তারই প্রতিফলন পাওয়া গেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত