আমরা মিডিয়া ট্রায়াল বেশি করে ফেলছি
সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটছে, যার কারণে নিজের সম্মান নিয়ে শঙ্কায় পড়ে গেছি। নানা সময় নানাজন গ্রেপ্তার হচ্ছে। আর ঘোষণা দেওয়া হচ্ছে, মডেল গ্রেপ্তার, অভিনেত্রী গ্রেপ্তার। এখন তো এত এত মিডিয়া। টিভি, প্রিন্ট, ওটিটি, অনলাইন, আবার শুনি টিকটক করেও নাকি মডেল হয়ে যায় অনেকেই।