বিনোদন প্রতিবেদক
সময়ের চেয়ে অনেক এগিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর উপন্যাস কিংবা ছোটগল্প আজও সমান প্রাসঙ্গিক। দশকের পর দশক ধরে রবীন্দ্রনাথের লেখা প্রাণ পেয়েছে নাটক-সিনেমায়। তাঁর সৃষ্টি করা চরিত্রে অভিনয়ের জন্য মুখিয়ে থাকেন প্রত্যেকেই। আজ ২৫ শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীতে তারকাদের কাছে প্রশ্ন, তাঁর গল্প-উপন্যাসের কোন চরিত্র তাঁদের পছন্দ?
অপুর চরিত্রটি আমাকে মুগ্ধ করেছে
ফেরদৌস, অভিনেতা
রবীন্দ্রনাথের গল্পগুলো রূপান্তরের প্রয়োজন হয় না। সমাপ্তি গল্প অবলম্বনে ‘অবুঝ বউ’ সিনেমায় অভিনয় করেছি আমি। ২০১০ সালে মুক্তি পায় সিনেমাটি। বানিয়েছিলেন নারগিস আক্তার। ‘সমাপ্তি’ গল্পের অপূর্বকৃষ্ণ রায় অপুর চরিত্রটা আমাকে মুগ্ধ করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর যে শুধু নায়িকাদের কেন্দ্র করেই গল্প লিখেছেন এমন নয়। ছেলেদের জন্যও অনেক চ্যালেঞ্জিং চরিত্র সৃষ্টি করেছেন। আরেকটি চরিত্র আমাকে ভীষণ টানে। সেটি হলো ‘শেষের কবিতা’র অমিত রায়। কোনদিন যদি সুযোগ পাই, এ চরিত্রে অভিনয় করতে চাইবো ভীষণভাবে।
নন্দিনী আর আমি আলাদা কেউ নই
অপি করিম, অভিনেত্রী
ছোটবেলায় টিভিতে রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’ নাটক দেখেছিলাম। সেই নাটকে দিলশাদ খানম অভিনয় করেছিলেন নন্দিনী চরিত্রে। এত ভালো লেগেছিল! বড় হয়ে একদিন আমিই যে নন্দিনী চরিত্রে অভিনয় করব, ভাবতেও পারিনি। হঠাৎ করেই এই স্বপ্নের চরিত্রে অভিনয়ের সুযোগ এসে যায়। নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় মঞ্চে ‘রক্তকরবী’ নাটকের অর্ধশতাধিক প্রদর্শনীতে অভিনয় করেছি। এ পর্যন্ত যত চরিত্রে কাজ করেছি, তাঁর মধ্যে সেরা চরিত্র নন্দিনী। নন্দিনী হয়ে যতবার মঞ্চে উঠেছি, ততবারই নতুন মনে হয়েছে। চরিত্রটির সঙ্গে একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছি। মনে হয়েছে নন্দিনী আর আমি যেন আলাদা কেউ নই।
কিশোরী চরিত্র এখন কীভাবে করব!
জয়া আহসান, অভিনেত্রী
রবীন্দ্রনাথের সৃষ্টি করা অনেক চরিত্রই আমার পছন্দ। টিভি নাটকে রবীন্দ্রনাথের গল্পে বেশকিছু নাটকে কাজ করেছি। এমন তো অনেক চরিত্রই আছে, যেগুলোতে আমি অভিনয় করতে চাই। তবে এ মুহূর্তে এমন একটি চরিত্রের কথা মনে পড়ছে, যেটা আমি কখনো করতে পারব না। তা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘পোস্টমাস্টার’ এর রতন। কিশোরীর চরিত্রটি এখন কী করে করব? এ আমার চিরদিনের আফসোস। যদি কখনো কেউ সম্ভব করতে পারে, আমি অবশ্যই চাইবো পর্দায় রতন হতে।
ছিদাম আমার অনেক পছন্দের
রিয়াজ আহমেদ, অভিনেতা
বাংলাদেশে প্রথম রবীন্দ্রসাহিত্য নিয়ে কাজ করতে এগিয়ে আসেন চাষী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথের ‘শাস্তি’ গল্প অবলম্বনে ‘কাঠগড়া’ নামের একটি সিনেমার কাজ শুরু করেছিলেন। কিন্তু অনেক রকম জটিলতার কারণে শেষ করতে পারেননি। ২০০৪ সালে তিনি আবারো উদ্যোগ নেন। ‘শাস্তি’ সিনেমায় আমি অভিনয় করি। গল্পের দুইভাইয়ের একভাই ছিলাম আমি। চরিত্রের নাম ছিদাম। ওই চরিত্রটি আমার অনেক পছন্দের। যখনই রবীন্দ্রনাথের ‘শাস্তি’ গল্প পড়েছি, প্রতিবার আমার মনে হতো, যদি এ চরিত্রটি করতে পারতাম! চাষী ভাইয়ের কল্যাণে আমার ওই স্বপ্নটি পূরণ হয়।লাবণ্য হতে চাই
সারিকা সাবরিন, অভিনেত্রী
রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমার পরিচয় সেই ছোটবেলায়। বাবা-মা দুজনেরই বই পড়ার অভ্যাস। বাসায় রবীন্দ্রনাথের অনেক বই ছিল। একটু বড় হয়ে ঐ বইগুলো পড়েছি। আমার প্রিয় উপন্যাস হলো রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’। অনেকবার এ উপন্যাসটি পড়েছি। লাবণ্য চরিত্রটি আমার খুব পছন্দের। যদি কখনো সুযোগ আসে, পর্দায় লাবণ্য হতে চাই আমি। কেনো যেন মনে হয়, এই চরিত্রে অন্যদের চেয়ে আমি ভালো অভিনয় করতে পারব।
সময়ের চেয়ে অনেক এগিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর উপন্যাস কিংবা ছোটগল্প আজও সমান প্রাসঙ্গিক। দশকের পর দশক ধরে রবীন্দ্রনাথের লেখা প্রাণ পেয়েছে নাটক-সিনেমায়। তাঁর সৃষ্টি করা চরিত্রে অভিনয়ের জন্য মুখিয়ে থাকেন প্রত্যেকেই। আজ ২৫ শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীতে তারকাদের কাছে প্রশ্ন, তাঁর গল্প-উপন্যাসের কোন চরিত্র তাঁদের পছন্দ?
অপুর চরিত্রটি আমাকে মুগ্ধ করেছে
ফেরদৌস, অভিনেতা
রবীন্দ্রনাথের গল্পগুলো রূপান্তরের প্রয়োজন হয় না। সমাপ্তি গল্প অবলম্বনে ‘অবুঝ বউ’ সিনেমায় অভিনয় করেছি আমি। ২০১০ সালে মুক্তি পায় সিনেমাটি। বানিয়েছিলেন নারগিস আক্তার। ‘সমাপ্তি’ গল্পের অপূর্বকৃষ্ণ রায় অপুর চরিত্রটা আমাকে মুগ্ধ করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর যে শুধু নায়িকাদের কেন্দ্র করেই গল্প লিখেছেন এমন নয়। ছেলেদের জন্যও অনেক চ্যালেঞ্জিং চরিত্র সৃষ্টি করেছেন। আরেকটি চরিত্র আমাকে ভীষণ টানে। সেটি হলো ‘শেষের কবিতা’র অমিত রায়। কোনদিন যদি সুযোগ পাই, এ চরিত্রে অভিনয় করতে চাইবো ভীষণভাবে।
নন্দিনী আর আমি আলাদা কেউ নই
অপি করিম, অভিনেত্রী
ছোটবেলায় টিভিতে রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’ নাটক দেখেছিলাম। সেই নাটকে দিলশাদ খানম অভিনয় করেছিলেন নন্দিনী চরিত্রে। এত ভালো লেগেছিল! বড় হয়ে একদিন আমিই যে নন্দিনী চরিত্রে অভিনয় করব, ভাবতেও পারিনি। হঠাৎ করেই এই স্বপ্নের চরিত্রে অভিনয়ের সুযোগ এসে যায়। নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় মঞ্চে ‘রক্তকরবী’ নাটকের অর্ধশতাধিক প্রদর্শনীতে অভিনয় করেছি। এ পর্যন্ত যত চরিত্রে কাজ করেছি, তাঁর মধ্যে সেরা চরিত্র নন্দিনী। নন্দিনী হয়ে যতবার মঞ্চে উঠেছি, ততবারই নতুন মনে হয়েছে। চরিত্রটির সঙ্গে একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছি। মনে হয়েছে নন্দিনী আর আমি যেন আলাদা কেউ নই।
কিশোরী চরিত্র এখন কীভাবে করব!
জয়া আহসান, অভিনেত্রী
রবীন্দ্রনাথের সৃষ্টি করা অনেক চরিত্রই আমার পছন্দ। টিভি নাটকে রবীন্দ্রনাথের গল্পে বেশকিছু নাটকে কাজ করেছি। এমন তো অনেক চরিত্রই আছে, যেগুলোতে আমি অভিনয় করতে চাই। তবে এ মুহূর্তে এমন একটি চরিত্রের কথা মনে পড়ছে, যেটা আমি কখনো করতে পারব না। তা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘পোস্টমাস্টার’ এর রতন। কিশোরীর চরিত্রটি এখন কী করে করব? এ আমার চিরদিনের আফসোস। যদি কখনো কেউ সম্ভব করতে পারে, আমি অবশ্যই চাইবো পর্দায় রতন হতে।
ছিদাম আমার অনেক পছন্দের
রিয়াজ আহমেদ, অভিনেতা
বাংলাদেশে প্রথম রবীন্দ্রসাহিত্য নিয়ে কাজ করতে এগিয়ে আসেন চাষী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথের ‘শাস্তি’ গল্প অবলম্বনে ‘কাঠগড়া’ নামের একটি সিনেমার কাজ শুরু করেছিলেন। কিন্তু অনেক রকম জটিলতার কারণে শেষ করতে পারেননি। ২০০৪ সালে তিনি আবারো উদ্যোগ নেন। ‘শাস্তি’ সিনেমায় আমি অভিনয় করি। গল্পের দুইভাইয়ের একভাই ছিলাম আমি। চরিত্রের নাম ছিদাম। ওই চরিত্রটি আমার অনেক পছন্দের। যখনই রবীন্দ্রনাথের ‘শাস্তি’ গল্প পড়েছি, প্রতিবার আমার মনে হতো, যদি এ চরিত্রটি করতে পারতাম! চাষী ভাইয়ের কল্যাণে আমার ওই স্বপ্নটি পূরণ হয়।লাবণ্য হতে চাই
সারিকা সাবরিন, অভিনেত্রী
রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমার পরিচয় সেই ছোটবেলায়। বাবা-মা দুজনেরই বই পড়ার অভ্যাস। বাসায় রবীন্দ্রনাথের অনেক বই ছিল। একটু বড় হয়ে ঐ বইগুলো পড়েছি। আমার প্রিয় উপন্যাস হলো রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’। অনেকবার এ উপন্যাসটি পড়েছি। লাবণ্য চরিত্রটি আমার খুব পছন্দের। যদি কখনো সুযোগ আসে, পর্দায় লাবণ্য হতে চাই আমি। কেনো যেন মনে হয়, এই চরিত্রে অন্যদের চেয়ে আমি ভালো অভিনয় করতে পারব।
ভারতের পাকিস্তানে সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ নামটির ট্রেডমার্ক পাওয়ার আবেদন করেছিল আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তবে পরে সেই আবেদন প্রত্যাহার করা হয়েছে।
১১ ঘণ্টা আগে১১ মে মা দিবস। দিবসটিকে সামনে রেখে মাকে নিয়ে গান গাইলেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। এবারই প্রথম মাকে নিয়ে গাইলেন তিনি। কামরুল নান্নুর লেখা ‘নাড়ির বন্ধন’ শিরোনামের গানটির সুর করেছেন মুরাদ নূর। সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সামিনা চৌধুরী। ১১ মে গানটি প্রকাশ করা হবে সামিনা
১৪ ঘণ্টা আগেশামীম হাসান সরকার ও অহনা রহমানের প্রেমের সম্পর্ক নিয়ে পানি কম ঘোলা হয়নি একসময়। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ভাইরালও হয়েছে তাঁদের সম্পর্কের খবর। তবে প্রেমের কথা কখনো স্বীকার করেননি তাঁরা। জানিয়েছেন, তাঁরা ভালো বন্ধু। গত মঙ্গলবার শামীম হাসান গণমাধ্যমকে জানালেন, একসময় তাঁদের মধ্যে প্রেম ছিল।
১৫ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন বেশ পুরোনো। গত মাসে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই দেশের উত্তেজনা গড়িয়েছে যুদ্ধে। গত মঙ্গলবার পাকিস্তানে হামলা চালায় ভারত, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানও দিচ্ছে জবাব। পাকিস্তানে হামলার সমর্থন জানিয়েছেন ভারতের বেশির ভাগ শোবিজ
১৫ ঘণ্টা আগে