আবারও আসছে ‘ওয়েলকাম’
‘ওয়েলকাম’ জানাতে ফের পর্দায় হাজির হচ্ছেন অনিল কাপুর, নানা পাটেকর এবং পরেশ রাওয়াল। এ নিয়ে তৃতীয়বার। জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম’-এর তিন নম্বর ছবি এটি। ২০২২-এর মাঝামাঝি থেকেই ছবির শুটিং শুরু হবে। তিন নম্বর ছবিতেও থাকছে ‘মজনু ভাই’, ‘উদয় ভাই’ ও ‘ডা. ঘুঙরু’র মতো জনপ্রিয় চরিত্রগুলো।