অনলাইন ডেস্ক
মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
গত বুধবার (১৬ এপ্রিল) এক ব্লগ পোস্টে নতুন ফিচারটি নিয়ে আসার ঘোষণা দেয় টিকটক। নতুন এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিওর সঙ্গে প্রাসঙ্গিক অতিরিক্ত তথ্য ও ব্যাখ্যা যোগ করতে পারবেন, যাতে বিষয়বস্তু আরও ভালোভাবে বোঝা যায়। টিকটকের ভাষায়, এটি তাদের বিদ্যমান তথ্য যাচাইকরণ কার্যক্রম ও কনটেন্ট লেবেলের মতো উদ্যোগগুলোকে সমর্থন দেবে।
টিকটকের মতে, ফুটনোটস ফিচারটি ভিন্ন মতাবলম্বী ব্যবহারকারীদের মধ্যে ঐকমত্য খুঁজতে সাহায্য করবে। ব্যবহারকারীরা একটি পোস্টের নিচে টীকার মতো নোট যোগ করতে পারবেন এবং অন্য ব্যবহারকারীরা তা কতটা সহায়ক—তা মূল্যায়ন করবেন। নোটটি নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর কাছে ‘সহায়ক’ হিসেবে বিবেচিত হলেই তা অন্যদের সামনে আসবে। এরপর আরও ব্যবহারকারী সেটির উপযোগিতা নিয়ে মত দিতে পারবেন।
টিকটকের মতে, জটিল বৈজ্ঞানিক বিষয়, বিভ্রান্তিকর পরিসংখ্যান বা চলমান ঘটনাবলির ভিডিওতে প্রাসঙ্গিক ও নির্ভরযোগ্য তথ্য যুক্ত করতে ফিচারটি বিশেষভাবে উপকারে আসবে।
টিকটকের ব্যবহারকারীরা কনট্রিবিউটর হিসেবে আবেদন করতে পারবেন। তবে কনট্রিবিউটর হওয়ার শর্ত হলো—অংশগ্রহণকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে, যুক্তরাষ্ট্রে বসবাস করতে হবে এবং টিকটকে অন্তত ছয় মাস ধরে সক্রিয় থাকতে হবে। পাশাপাশি, সাম্প্রতিক সময়ে ব্যবহারকারীর বিরুদ্ধে টিকটকের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কোনো অভিযোগ থাকলে তিনি এই কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
আগামী মাসগুলোতে পরীক্ষামূলকভাবে ফিচারটি ব্যবহারকারীদের সামনে আসবে বলে জানিয়েছে টিকটক।
মিথ্যা তথ্য ও ভুয়া খবর ছড়ানোর অভিযোগে অতীতেও সমালোচিত হয়েছে টিকটক। বিশেষ করে স্বাস্থ্য ও নির্বাচনসংক্রান্ত বিষয়বস্তুতে ভুল তথ্য ছড়ানোর প্রবণতা নিয়ে উদ্বেগ ছিল বিশেষজ্ঞদের। নতুন এই ফিচারের মাধ্যমে টিকটক ব্যবহারকারীদের সক্রিয় অংশগ্রহণে এসব ভুল তথ্য প্রতিরোধে একধাপ এগোতে চায়।
বর্তমানে টিকটক ১৩০টি বাজারে, ৬০টিরও বেশি ভাষায় এবং ২০টিরও বেশি স্বীকৃত তথ্য যাচাইকারী সংস্থার সঙ্গে কাজ করছে। তাদের দাবি, ফুটনোটস ফিচারটি এই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।
তবে এই ‘ফুটনোটস’ ফিচারের আগমনে পুরোনো ফিচারগুলো বন্ধ করছে না টিকটক। সার্চ ব্যানার, ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম, কনটেন্ট লেবেলসহ প্রচলিত ব্যবস্থাগুলো সক্রিয় থাকবে আগের মতোই। এসব ফিচারের সঙ্গে ‘ফুটনোটস’ যুক্ত হলে টিকটক আরও বেশি তথ্য মোকাবিলা করতে পারবে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
গত বুধবার (১৬ এপ্রিল) এক ব্লগ পোস্টে নতুন ফিচারটি নিয়ে আসার ঘোষণা দেয় টিকটক। নতুন এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিওর সঙ্গে প্রাসঙ্গিক অতিরিক্ত তথ্য ও ব্যাখ্যা যোগ করতে পারবেন, যাতে বিষয়বস্তু আরও ভালোভাবে বোঝা যায়। টিকটকের ভাষায়, এটি তাদের বিদ্যমান তথ্য যাচাইকরণ কার্যক্রম ও কনটেন্ট লেবেলের মতো উদ্যোগগুলোকে সমর্থন দেবে।
টিকটকের মতে, ফুটনোটস ফিচারটি ভিন্ন মতাবলম্বী ব্যবহারকারীদের মধ্যে ঐকমত্য খুঁজতে সাহায্য করবে। ব্যবহারকারীরা একটি পোস্টের নিচে টীকার মতো নোট যোগ করতে পারবেন এবং অন্য ব্যবহারকারীরা তা কতটা সহায়ক—তা মূল্যায়ন করবেন। নোটটি নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর কাছে ‘সহায়ক’ হিসেবে বিবেচিত হলেই তা অন্যদের সামনে আসবে। এরপর আরও ব্যবহারকারী সেটির উপযোগিতা নিয়ে মত দিতে পারবেন।
টিকটকের মতে, জটিল বৈজ্ঞানিক বিষয়, বিভ্রান্তিকর পরিসংখ্যান বা চলমান ঘটনাবলির ভিডিওতে প্রাসঙ্গিক ও নির্ভরযোগ্য তথ্য যুক্ত করতে ফিচারটি বিশেষভাবে উপকারে আসবে।
টিকটকের ব্যবহারকারীরা কনট্রিবিউটর হিসেবে আবেদন করতে পারবেন। তবে কনট্রিবিউটর হওয়ার শর্ত হলো—অংশগ্রহণকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে, যুক্তরাষ্ট্রে বসবাস করতে হবে এবং টিকটকে অন্তত ছয় মাস ধরে সক্রিয় থাকতে হবে। পাশাপাশি, সাম্প্রতিক সময়ে ব্যবহারকারীর বিরুদ্ধে টিকটকের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কোনো অভিযোগ থাকলে তিনি এই কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
আগামী মাসগুলোতে পরীক্ষামূলকভাবে ফিচারটি ব্যবহারকারীদের সামনে আসবে বলে জানিয়েছে টিকটক।
মিথ্যা তথ্য ও ভুয়া খবর ছড়ানোর অভিযোগে অতীতেও সমালোচিত হয়েছে টিকটক। বিশেষ করে স্বাস্থ্য ও নির্বাচনসংক্রান্ত বিষয়বস্তুতে ভুল তথ্য ছড়ানোর প্রবণতা নিয়ে উদ্বেগ ছিল বিশেষজ্ঞদের। নতুন এই ফিচারের মাধ্যমে টিকটক ব্যবহারকারীদের সক্রিয় অংশগ্রহণে এসব ভুল তথ্য প্রতিরোধে একধাপ এগোতে চায়।
বর্তমানে টিকটক ১৩০টি বাজারে, ৬০টিরও বেশি ভাষায় এবং ২০টিরও বেশি স্বীকৃত তথ্য যাচাইকারী সংস্থার সঙ্গে কাজ করছে। তাদের দাবি, ফুটনোটস ফিচারটি এই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।
তবে এই ‘ফুটনোটস’ ফিচারের আগমনে পুরোনো ফিচারগুলো বন্ধ করছে না টিকটক। সার্চ ব্যানার, ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম, কনটেন্ট লেবেলসহ প্রচলিত ব্যবস্থাগুলো সক্রিয় থাকবে আগের মতোই। এসব ফিচারের সঙ্গে ‘ফুটনোটস’ যুক্ত হলে টিকটক আরও বেশি তথ্য মোকাবিলা করতে পারবে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু গোপন নথি ডার্ক ওয়েবে বিক্রি হতে পারে। এই সন্দেহজনক ঘটনা তদন্ত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। পররাষ্ট্রমন্ত্রী লিন ছিয়া-লুং একটি তদন্ত টিম গঠন করার নির্দেশ দিয়েছেন। যাতে এই তথ্য ফাঁসের উৎস, চ্যানেল এবং পরিধি স্পষ্ট করা যায়।
১৩ ঘণ্টা আগেএকটি অ্যাকাউন্ট বন্ধ হলে আরেকটি খুলছেন হানিন আল-বাতাশ। গত ছয় মাসে তিনি ৮০টিরও বেশি ব্লুস্কাই অ্যাকাউন্ট খুলেছেন বলে জানিয়েছেন। ইসরায়েলের অবরোধে দুর্ভিক্ষের মুখোমুখি গাজাবাসীরা এখন দুধ ও ময়দার মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছেন। জীবন রক্ষার জন্য বিশ্বজুড়ে মানুষের কাছে সহায়তা চেয়ে ব্লুস্কাই
১৩ ঘণ্টা আগেনীতিবিরোধী কনটেন্ট শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো মানুষের দক্ষতা সবচেয়ে নির্ভরযোগ্য বলে প্রমাণিত হয়েছে। বিশেষ করে জটিল বা প্রসঙ্গভিত্তিক কনটেন্ট বিশ্লেষণে মানব কনটেন্ট মডারেটররা এআইয়ের চেয়ে স্পষ্টভাবে এগিয়ে। তবে এই নির্ভুল যাচাইয়ের পেছনে রয়েছে একটি বড়...
১৭ ঘণ্টা আগেদাবা খেলায় ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোককে পরাজিত করল স্যাম অল্টম্যানের ওপেনএআই। দাবা খেলায় কোন এআই সেরা তা নির্ধারণ করতে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
১৮ ঘণ্টা আগে