Ajker Patrika

বিশ্বব্যাপী ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামের সার্ভার ডাউন

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২৩: ৪১
বিশ্বব্যাপী ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামের সার্ভার ডাউন

ফেসবুক মালিকানাধীন সব সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মের সার্ভার ডাউন হয়েছে। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব প্ল্যাটফর্মের সার্ভারই ডাউন পাওয়া যাচ্ছে। 

ওয়েবসাইটগুলোর সার্ভারের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তথ্যদানকারী ওয়েবসাইট ‘ডাউন ডিটেক্টর’ জানাচ্ছে, ফেসবুকের সব প্ল্যাটফর্মেই সমস্যা হয়েছে। সেখানে মন্তব্যের ঘরে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, মালয়েশিয়া, মেক্সিকো, ব্রাজিল এবং অন্যান্য দেশ থেকে ফেসবুকে ঢুকতে না পারার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা। 

বাংলাদেশ সময় সোমবার রাত পৌনে ১০টা থেকেই এই সমস্যা পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে কোনো বার্তাও দেওয়া হচ্ছে না। 

ফেসবুক টুইট করে বলেছে, কিছু মানুষ আমাদের অ্যাপস এবং প্রোডাক্টে প্রবেশের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা যতো দ্রুত সম্ভব পুরো সিস্টেম স্বাভাবিক অবস্থায় আনতে চেষ্টা করছি। যে কোনো সমস্যার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। 

অনলাইন নেটওয়ার্ক বিশেষজ্ঞরা ধারণা করছেন, এটি ডিএনএস সম্পর্কিত কোনো সমস্যা হতে পারে। অথবা ফেসবুকের ডোমেইন নেম সম্পর্কিতও হতে পারে।

ডিএনএসকে ইন্টারনেটে একটি অ্যাড্রেস বুক বা ফোনবুকের সঙ্গে তুলনা করা যেতে পারে। কম্পিটারে ওয়েবব্রাউজারে যে ওয়েবসাইটটি খোঁজা হচ্ছে সেটি নির্দেশ করে দেয় ডিএনএস।

অর্থাৎ ডিএনএস সার্ভারে রেকর্ডগুলো পরীক্ষা করে এবং এরপরে কম্পিউটারকে ওয়েবসাইটটি কোথায় রয়েছে তা বলে দেয়। ডিএনএস বিভিন্ন ধরনের ট্রান্সলেটর হিসেবেও কাজ করে। এটি ডোমেইনের রেকর্ড রাখে এবং এটি সাইটের আইপি ঠিকানার সঙ্গে মেলানো হয়। এরপর ডোমেইনের অবস্থান সনাক্ত করতে কম্পিউটারের ওয়েবব্রাউজারকে সহযোগিতা করে।

চলতি বছর ডিএনএসের সমস্যার কারণে একাধিকবার সারা বিশ্বেই ইন্টারনেটে সমস্যা হয়েছিল। একটি ঘটনায় জানা গিয়েছিল, একজন গ্রাহক তার সিস্টেমের সেটিংয়ে সামান্য পরিবর্তন আনতে গিয়ে বিপুল সংখ্যক ওয়েবসাইটে সমস্যা বাঁধিয়ে ফেলেন।

এ ধরনের সমস্যা অবশ্য বিরল। বিশেষ করে ফেসবুকের মতো বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এভাবে দীর্ঘ সময় সিস্টেম অকেজো থাকাটা নজিরবিহীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত