প্রযুক্তি ডেস্ক
নতুন বছর থেকে ইউজার ইন্টারফেসে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছিল মাইক্রো ব্লগিং সাইট টুইটার। চলতি মাসেই ‘নেভিগেশন’ সুবিধা যোগ হয় এই প্ল্যাটফর্মে। এবার নতুন আরও দুটি সুবিধা আনছে টুইটার কর্তৃপক্ষ।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহেই টুইট ডিটেইলসের মধ্যে যুক্ত হবে ‘বুকমার্ক’ বাটন। অর্থাৎ টুইটারের কোনো পেজ পরে সহজে পাওয়ার জন্য লিংক সংরক্ষণ করে রাখা যাবে। দ্বিতীয়ত, দীর্ঘ টুইট করার সুবিধা—বর্তমানের ২৮০ ক্যারেক্টারের (অক্ষর, বিরামচিহ্ন, স্পেস ও অন্যান্য চিহ্নসহ) সীমা বাড়বে।
আগামী ফেব্রুয়ারি থেকে পরের সুবিধা মিললেও এ সংখ্যা বেড়ে কত হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। ২০০৬ সালে টুইটারের শুরুর দিকে সর্বোচ্চ ১৪০ ক্যারেক্টারের টুইট করা যেত। তবে ব্যবহারকারীদের বড় পোস্ট করার চাহিদা থাকায় ২০১৮ সালে এ সীমা বাড়িয়ে ২৮০ করে টুইটার।
এর আগে চলতি মাসেই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক সাইড সোয়াইপ সুবিধা চালুর ঘোষণা দিয়েছিলেন। ফলে ব্যবহারকারীরা সোয়াইপ করে অর্থাৎ টুইটস, ট্রেন্ডস, টপিকস, লিস্ট ইত্যাদি পেজ পাশাপাশি রেখে চালাতে পারবেন এবং একটি থেকে অন্যটিতে অনায়াসে যেতে পারবেন।
গত ডিসেম্বরে, ‘ভিউ কাউন্ট’ সুবিধা চালু করেছিল টুইটার। আগে শুধু ভিডিওর ক্ষেত্রে ভিউ কাউন্ট সুবিধা চালু ছিল। তবে ব্যবহারকারীরা চাইলে টুইটে ভিউ কাউন্টের সুবিধা বন্ধ করতে পারবেন, সেই সুবিধাও আসছে। টুইটার ব্লু গ্রাহকদের জন্য এক ঘণ্টার ফুল এইচডি ভিডিও প্রকাশ করার সুবিধা দিচ্ছে।
এ ছাড়া গত নভেম্বরে ব্যবহারকারীর কনটেন্ট সার্চে আত্মহত্যা প্রতিরোধের হটলাইন ও অন্যান্য সুরক্ষাব্যবস্থার প্রচারণা চালানোর ফিচার সরিয়ে ফেলে আবার ফিরিয়ে এনেছিল টুইটার। হ্যাশট্যাগ দেয়ারইজহেল্প নামে পরিচিত হটলাইন সেবাটি পাঁচ বছর আগে চালু করে টুইটার। এ সেবা চালু থাকায় টুইটারে ব্যবহারকারীরা মানসিক স্বাস্থ্য, এইচআইভি, টিকা, শিশু নির্যাতন, কোভিড-১৯, লিঙ্গভিত্তিক সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগ ও মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গের খোঁজ করলে এসব বিষয় নিয়ে কাজ করা সংগঠন ও সংস্থাগুলোর নাম সবার আগে দেখানো হতো।
নতুন বছর থেকে ইউজার ইন্টারফেসে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছিল মাইক্রো ব্লগিং সাইট টুইটার। চলতি মাসেই ‘নেভিগেশন’ সুবিধা যোগ হয় এই প্ল্যাটফর্মে। এবার নতুন আরও দুটি সুবিধা আনছে টুইটার কর্তৃপক্ষ।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহেই টুইট ডিটেইলসের মধ্যে যুক্ত হবে ‘বুকমার্ক’ বাটন। অর্থাৎ টুইটারের কোনো পেজ পরে সহজে পাওয়ার জন্য লিংক সংরক্ষণ করে রাখা যাবে। দ্বিতীয়ত, দীর্ঘ টুইট করার সুবিধা—বর্তমানের ২৮০ ক্যারেক্টারের (অক্ষর, বিরামচিহ্ন, স্পেস ও অন্যান্য চিহ্নসহ) সীমা বাড়বে।
আগামী ফেব্রুয়ারি থেকে পরের সুবিধা মিললেও এ সংখ্যা বেড়ে কত হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। ২০০৬ সালে টুইটারের শুরুর দিকে সর্বোচ্চ ১৪০ ক্যারেক্টারের টুইট করা যেত। তবে ব্যবহারকারীদের বড় পোস্ট করার চাহিদা থাকায় ২০১৮ সালে এ সীমা বাড়িয়ে ২৮০ করে টুইটার।
এর আগে চলতি মাসেই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক সাইড সোয়াইপ সুবিধা চালুর ঘোষণা দিয়েছিলেন। ফলে ব্যবহারকারীরা সোয়াইপ করে অর্থাৎ টুইটস, ট্রেন্ডস, টপিকস, লিস্ট ইত্যাদি পেজ পাশাপাশি রেখে চালাতে পারবেন এবং একটি থেকে অন্যটিতে অনায়াসে যেতে পারবেন।
গত ডিসেম্বরে, ‘ভিউ কাউন্ট’ সুবিধা চালু করেছিল টুইটার। আগে শুধু ভিডিওর ক্ষেত্রে ভিউ কাউন্ট সুবিধা চালু ছিল। তবে ব্যবহারকারীরা চাইলে টুইটে ভিউ কাউন্টের সুবিধা বন্ধ করতে পারবেন, সেই সুবিধাও আসছে। টুইটার ব্লু গ্রাহকদের জন্য এক ঘণ্টার ফুল এইচডি ভিডিও প্রকাশ করার সুবিধা দিচ্ছে।
এ ছাড়া গত নভেম্বরে ব্যবহারকারীর কনটেন্ট সার্চে আত্মহত্যা প্রতিরোধের হটলাইন ও অন্যান্য সুরক্ষাব্যবস্থার প্রচারণা চালানোর ফিচার সরিয়ে ফেলে আবার ফিরিয়ে এনেছিল টুইটার। হ্যাশট্যাগ দেয়ারইজহেল্প নামে পরিচিত হটলাইন সেবাটি পাঁচ বছর আগে চালু করে টুইটার। এ সেবা চালু থাকায় টুইটারে ব্যবহারকারীরা মানসিক স্বাস্থ্য, এইচআইভি, টিকা, শিশু নির্যাতন, কোভিড-১৯, লিঙ্গভিত্তিক সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগ ও মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গের খোঁজ করলে এসব বিষয় নিয়ে কাজ করা সংগঠন ও সংস্থাগুলোর নাম সবার আগে দেখানো হতো।
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম জেমিনি এখন সরাসরি ছবি বা এডিট সম্পাদনা করতে পারবে। জেমিনির চ্যাট ইন্টারফেস থেকে ব্যবহারকারীরা সহজেই যেকোনো ছবি সম্পাদনার নির্দেশনা দিতে পারবেন। এটি গুগলের পক্ষ থেকে একটি বড় আপডেট, যেখানে ছবির ব্যাকগ্রাউন্ড বদলানো থেকে শুরু করে ছোটখাটো দাগ মুছে ফেলা
১৩ ঘণ্টা আগেচ্যাটজিপিটি কোনো একক এআই মডেলের ওপর ভিত্তি করে তৈরি নয়। বরং এটি বিভিন্ন ধরনের কাজ সম্পাদনের জন্য বিশেষায়িত একাধিক মডেলের সমন্বয়ে গঠিত। প্রতিটি মডেল নিজ নিজ ক্ষেত্রে দক্ষ এবং নির্দিষ্ট কাজে সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করে। ব্যবহারকারীদের সুবিধার্থে ওপেনএআই জানিয়েছে—কোন ধরনের কাজে কোন চ্যাটজিপিটি
১৫ ঘণ্টা আগেবিশ্ববিখ্যাত পেগাসাস স্পাইওয়্যারের নির্মাতা ইসরায়েলি সাইবার গোয়েন্দা প্রতিষ্ঠান এনএসও গ্রুপকে ১৬৭ মিলিয়ন ডলারের বেশি জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। হোয়াটসঅ্যাপে পেগাসাস স্পাইওয়্যার ছড়িয়ে ম্যালওয়্যার হামলার ঘটনায় এ রায় দিয়েছে ক্যালিফোর্নিয়ার একটি জুরি।
১৬ ঘণ্টা আগেঅ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আসছে দারুণ এক চমক। কারণ অ্যান্ড্রয়েড ডিভাইসের ভিজ্যুয়াল ডিজাইন বা চেহারায় আসছে বড় পরিবর্তন। আর সেটি গুগল নিজেই ‘ভুল করে’ আগেভাগেই ফাঁস করেছে।
১৯ ঘণ্টা আগে