কুহেলী রহমান
এত দিন মানুষ উইল করে যেত জমিজমাসহ বিভিন্ন সম্পদ। আর এই ডিজিটাল যুগে মানুষ উইল করে ফেসবুক প্রোফাইল! কিন্তু এরও কিছু নিয়মকানুন আছে। ফেসবুক প্রোফাইল বলে চাইলেই দিয়ে দিতে পারবেন না। এর জন্য আপনাকে মানতে হবে কিছু নিয়মকানুন।
কারও মৃত্যুর পর তার প্রোফাইলটি বন্ধ করে দেওয়ার অপশন আছে গুগল কিংবা ফেসবুকের। এসব কর্তৃপক্ষ ওই মৃত ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলের ছবি, তথ্য ও পোস্ট ডিলিট করে দেয়। তবে চাইলে প্রোফাইল সচল রাখার সুযোগও দেয় ফেসবুক। এর জন্য জরুরি কয়েকটি সেটিংস বদলাতে হবে শুধু।
প্রথম ধাপ
প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করে ডান দিকে ওপরে নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এবার সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন বেছে নিন। এরপর বেছে নিতে হবে অ্যাকসেস কন্ট্রোল। তারপর মেমোরিয়ালাইজেশন সেটিংসটিতে ক্লিক করুন। শেষে সিলেক্ট করতে হবে চুজ লিগ্যাসি কনট্র্যাক্টস।
দ্বিতীয় ধাপ
এই সেটিংসটি বেছে নিতে হবে। কারণ কেউ নিজের প্রোফাইলকে মেমোরিয়ালাইজড অ্যাকাউন্ট তৈরি করে সেটি উইল করে দিতে পারবেন। এতে ওই ব্যক্তির মৃত্যুর পরে কে ফেসবুক প্রোফাইলের নিয়ন্ত্রণ পাবেন, সেটি বেছে নেওয়া যাবে। ফেসবুকের নিয়ম অনুযায়ী, সেই প্রোফাইলে কেউ লগইন করতে পারবে না। তবে উইল সূত্রে মনোনীত ব্যক্তির কাছে মৃত ব্যক্তির প্রোফাইলে পিনড পোস্ট, প্রোফাইল ও কভার ছবি বদল করার ক্ষমতা থাকবে। তবে কখনোই মৃত ব্যক্তির প্রোফাইলে লগইন করা যাবে না। সে সুযোগ রাখেনি ফেসবুক। ফলে কার সঙ্গে মেসেঞ্জারে কী কথা বলেছেন, তা গোপন থাকবে মৃত্যুর পরেও।
তবে কোনো ফেসবুক ব্যবহারকারী যদি চান যে মৃত্যুর পরে তাঁর প্রোফাইল চিরতরে ডিলিট হয়ে যাবে, তাহলে সেই একই সেটিংসে গিয়ে ডিলিট পারমানেন্টলি অপশন বেছে নিতে হবে। তবে এর জন্য তৃতীয় কোনো ব্যক্তিকে মৃত্যুর খবরটি ফেসবুককে জানাতে হবে। খবরের সত্যতা যাচাই করার পর সেই অ্যাকাউন্টের প্রোফাইল ছবি, সব তথ্য ও পোস্ট ডিলিট করে দেবে ফেসবুক। কিন্তু ওপরের কোনো সেটিংস আগে থেকে বদল না করলে মৃত্যুর পরেও ফেসবুক প্রোফাইল আর দশটা প্রোফাইলের মতো সচল থাকবে এবং টাইমলাইনে যে কেউ এসে পোস্ট করতে পারবে।
এত দিন মানুষ উইল করে যেত জমিজমাসহ বিভিন্ন সম্পদ। আর এই ডিজিটাল যুগে মানুষ উইল করে ফেসবুক প্রোফাইল! কিন্তু এরও কিছু নিয়মকানুন আছে। ফেসবুক প্রোফাইল বলে চাইলেই দিয়ে দিতে পারবেন না। এর জন্য আপনাকে মানতে হবে কিছু নিয়মকানুন।
কারও মৃত্যুর পর তার প্রোফাইলটি বন্ধ করে দেওয়ার অপশন আছে গুগল কিংবা ফেসবুকের। এসব কর্তৃপক্ষ ওই মৃত ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলের ছবি, তথ্য ও পোস্ট ডিলিট করে দেয়। তবে চাইলে প্রোফাইল সচল রাখার সুযোগও দেয় ফেসবুক। এর জন্য জরুরি কয়েকটি সেটিংস বদলাতে হবে শুধু।
প্রথম ধাপ
প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করে ডান দিকে ওপরে নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এবার সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন বেছে নিন। এরপর বেছে নিতে হবে অ্যাকসেস কন্ট্রোল। তারপর মেমোরিয়ালাইজেশন সেটিংসটিতে ক্লিক করুন। শেষে সিলেক্ট করতে হবে চুজ লিগ্যাসি কনট্র্যাক্টস।
দ্বিতীয় ধাপ
এই সেটিংসটি বেছে নিতে হবে। কারণ কেউ নিজের প্রোফাইলকে মেমোরিয়ালাইজড অ্যাকাউন্ট তৈরি করে সেটি উইল করে দিতে পারবেন। এতে ওই ব্যক্তির মৃত্যুর পরে কে ফেসবুক প্রোফাইলের নিয়ন্ত্রণ পাবেন, সেটি বেছে নেওয়া যাবে। ফেসবুকের নিয়ম অনুযায়ী, সেই প্রোফাইলে কেউ লগইন করতে পারবে না। তবে উইল সূত্রে মনোনীত ব্যক্তির কাছে মৃত ব্যক্তির প্রোফাইলে পিনড পোস্ট, প্রোফাইল ও কভার ছবি বদল করার ক্ষমতা থাকবে। তবে কখনোই মৃত ব্যক্তির প্রোফাইলে লগইন করা যাবে না। সে সুযোগ রাখেনি ফেসবুক। ফলে কার সঙ্গে মেসেঞ্জারে কী কথা বলেছেন, তা গোপন থাকবে মৃত্যুর পরেও।
তবে কোনো ফেসবুক ব্যবহারকারী যদি চান যে মৃত্যুর পরে তাঁর প্রোফাইল চিরতরে ডিলিট হয়ে যাবে, তাহলে সেই একই সেটিংসে গিয়ে ডিলিট পারমানেন্টলি অপশন বেছে নিতে হবে। তবে এর জন্য তৃতীয় কোনো ব্যক্তিকে মৃত্যুর খবরটি ফেসবুককে জানাতে হবে। খবরের সত্যতা যাচাই করার পর সেই অ্যাকাউন্টের প্রোফাইল ছবি, সব তথ্য ও পোস্ট ডিলিট করে দেবে ফেসবুক। কিন্তু ওপরের কোনো সেটিংস আগে থেকে বদল না করলে মৃত্যুর পরেও ফেসবুক প্রোফাইল আর দশটা প্রোফাইলের মতো সচল থাকবে এবং টাইমলাইনে যে কেউ এসে পোস্ট করতে পারবে।
ডিজিটাল যুগে প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে জীবনের নানা দিক। বর্তমানে বিনোদন, শিক্ষা, ব্যবসা কিংবা উপার্জনের ক্ষেত্রেও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর প্রভাব অপরিসীম। এরই মধ্যে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করা একটি প্ল্যাটফর্ম হলো টিকটক। অল্প সময়ে অ্যাপটি তরুণ-তরুণীদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে।
১ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি নিয়ে ভবিষ্যতবাণী করল ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। সান ফ্রান্সিসকোতে এক সাংবাদিকদের সঙ্গে এক নৈশভোজে তিনি বলেন, চ্যাটজিপিটি এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ এর সঙ্গে কথা বলবে। এমনকি, ভবিষ্যতে চ্যাটজিপিটি হয়তো মানুষের সমস্
১৮ ঘণ্টা আগেচীনের বেইজিংয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট গেমস। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) শুরু হওয়া এই আয়োজনে ১৬টি দেশ থেকে ২৮০টি দল অংশ নিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্সে নিজেদের অগ্রগতি তুলে ধরতেই এমন আয়োজন করেছে চীন।
২০ ঘণ্টা আগেস্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তবে শুরুর দিকের স্মার্টফোনগুলোতে এত ফিচার ছিল না এবং এত বিস্তৃত পরিসরেও ব্যবহার করা যেত না। সেই সময়ের স্মার্টফোনগুলো ছিল বড়, ভারী ও সীমিত ক্ষমতার।
২০ ঘণ্টা আগে