Ajker Patrika

ফেসবুক প্রোফাইল বা পেজ ভেরিফাই করবেন যেভাবে

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৮ মার্চ ২০২২, ১২: ০৯
ফেসবুক প্রোফাইল বা পেজ ভেরিফাই করবেন যেভাবে

প্রথমে ব্রাউজারের মাধ্যমে ফেসবুক হেল্প সেন্টারে প্রবেশ করুন। তারপর ‘হোয়াট ইজ এ ভেরিফায়েড পেজ অর প্রোফাইল’ লিখে সার্চ করুন। এর পর ‘হাউ পেজেস অর প্রোফাইলস আর ভেরিফায়েড’ অপশনে ক্লিক করুন। এখন ‘হাউ ডু আই রিকোয়েস্ট এ ভেরিফায়েড ব্যাজ’-এ ক্লিক করুন। তারপর কনটাক্ট ফরম সিলেক্ট করে নিন। এই কনটাক্ট ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে।

এই ফরম পূরণের মধ্য দিয়েই আপনার পেজ বা প্রোফাইল ভেরিফাই করার আবেদনটি ফেসবুকের দপ্তরে জমা পড়ল। এবার আপনাকে অপেক্ষা করতে হবে ফেসবুকের দিক থেকে জবাবের জন্য। সব ঠিক থাকলে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল ভেরিফায়েড হবে। ফলে আপনি ব্লু ব্যাজ পাবেন। 

ফেসবুক প্রোফাইল ভেরিফাইয়ের জন্য কনটাক্ট ফর্ম পূরণ করবেন যেভাবে—

১. আপনার প্রোফাইল নির্বাচন করুন। 
২. নির্ধারিত বক্সে প্রোফাইলের লিংক দিন। 
৩. কোন দেশ থেকে এটি পূরণ করা হচ্ছে, তা উল্লেখ করুন। 
৪. অফিশিয়াল আইডির (যেমন—জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি) স্ক্যান কপি আপলোড করুন। 
৫. এডিশনাল ইনফরমেশন বক্সে কেন ভেরিফাই করতে চান, তা উল্লেখ করুন। 
৬. এবার সেন্ড বাটনে ক্লিক করে সাবমিট করুন। 

তথ্য সাবমিট করার কয়েক মিনিটের মধ্যেই আপনার আবেদনের অবস্থা জানাবে ফেসবুক। 

ফেসবুক পেজ ভেরিফাইয়ের জন্য কনটাক্ট ফরম পূরণ করবেন যেভাবে—

১. আপনার পেজ নির্বাচন করুন। 
২. নির্ধারিত বক্সে অফিশিয়াল পেজের লিংক দিন। 
৩. কোন দেশ থেকে এটি পূরণ করা হচ্ছে, তা উল্লেখ করুন। 
৪. অফিশিয়াল আইডির (যেমন—ট্যাক্স এক্সেম্পশন ডকুমেন্টস, ফোন বা ইউটিলিটি বিল ইত্যাদি) স্ক্যান কপি আপলোড করুন। 
৫. এডিশনাল ইনফরমেশন বক্সে কেন ভেরিফাই করতে চান তা উল্লেখ করুন। 
৬. এবার সেন্ড বাটনে ক্লিক করে সাবমিট করুন।

তথ্য সাবমিট করার কয়েক মিনিটের মধ্যেই আপনার আবেদনের অবস্থা জানাবে ফেসবুক। তবে মনে রাখতে হবে কনটাক্ট ফরমে ভুল তথ্য দিলে আপনার প্রোফাইল বা পেজ ভেরিফাই হবে না। বরং আপনার প্রোফাইল বা পেজ ডিলিট করে দিতে পারে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুক সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত