প্রযুক্তি ডেস্ক
প্রথমে ব্রাউজারের মাধ্যমে ফেসবুক হেল্প সেন্টারে প্রবেশ করুন। তারপর ‘হোয়াট ইজ এ ভেরিফায়েড পেজ অর প্রোফাইল’ লিখে সার্চ করুন। এর পর ‘হাউ পেজেস অর প্রোফাইলস আর ভেরিফায়েড’ অপশনে ক্লিক করুন। এখন ‘হাউ ডু আই রিকোয়েস্ট এ ভেরিফায়েড ব্যাজ’-এ ক্লিক করুন। তারপর কনটাক্ট ফরম সিলেক্ট করে নিন। এই কনটাক্ট ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে।
এই ফরম পূরণের মধ্য দিয়েই আপনার পেজ বা প্রোফাইল ভেরিফাই করার আবেদনটি ফেসবুকের দপ্তরে জমা পড়ল। এবার আপনাকে অপেক্ষা করতে হবে ফেসবুকের দিক থেকে জবাবের জন্য। সব ঠিক থাকলে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল ভেরিফায়েড হবে। ফলে আপনি ব্লু ব্যাজ পাবেন।
ফেসবুক প্রোফাইল ভেরিফাইয়ের জন্য কনটাক্ট ফর্ম পূরণ করবেন যেভাবে—
১. আপনার প্রোফাইল নির্বাচন করুন।
২. নির্ধারিত বক্সে প্রোফাইলের লিংক দিন।
৩. কোন দেশ থেকে এটি পূরণ করা হচ্ছে, তা উল্লেখ করুন।
৪. অফিশিয়াল আইডির (যেমন—জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি) স্ক্যান কপি আপলোড করুন।
৫. এডিশনাল ইনফরমেশন বক্সে কেন ভেরিফাই করতে চান, তা উল্লেখ করুন।
৬. এবার সেন্ড বাটনে ক্লিক করে সাবমিট করুন।
তথ্য সাবমিট করার কয়েক মিনিটের মধ্যেই আপনার আবেদনের অবস্থা জানাবে ফেসবুক।
ফেসবুক পেজ ভেরিফাইয়ের জন্য কনটাক্ট ফরম পূরণ করবেন যেভাবে—
১. আপনার পেজ নির্বাচন করুন।
২. নির্ধারিত বক্সে অফিশিয়াল পেজের লিংক দিন।
৩. কোন দেশ থেকে এটি পূরণ করা হচ্ছে, তা উল্লেখ করুন।
৪. অফিশিয়াল আইডির (যেমন—ট্যাক্স এক্সেম্পশন ডকুমেন্টস, ফোন বা ইউটিলিটি বিল ইত্যাদি) স্ক্যান কপি আপলোড করুন।
৫. এডিশনাল ইনফরমেশন বক্সে কেন ভেরিফাই করতে চান তা উল্লেখ করুন।
৬. এবার সেন্ড বাটনে ক্লিক করে সাবমিট করুন।
তথ্য সাবমিট করার কয়েক মিনিটের মধ্যেই আপনার আবেদনের অবস্থা জানাবে ফেসবুক। তবে মনে রাখতে হবে কনটাক্ট ফরমে ভুল তথ্য দিলে আপনার প্রোফাইল বা পেজ ভেরিফাই হবে না। বরং আপনার প্রোফাইল বা পেজ ডিলিট করে দিতে পারে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক সম্পর্কিত পড়ুন:
প্রথমে ব্রাউজারের মাধ্যমে ফেসবুক হেল্প সেন্টারে প্রবেশ করুন। তারপর ‘হোয়াট ইজ এ ভেরিফায়েড পেজ অর প্রোফাইল’ লিখে সার্চ করুন। এর পর ‘হাউ পেজেস অর প্রোফাইলস আর ভেরিফায়েড’ অপশনে ক্লিক করুন। এখন ‘হাউ ডু আই রিকোয়েস্ট এ ভেরিফায়েড ব্যাজ’-এ ক্লিক করুন। তারপর কনটাক্ট ফরম সিলেক্ট করে নিন। এই কনটাক্ট ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে।
এই ফরম পূরণের মধ্য দিয়েই আপনার পেজ বা প্রোফাইল ভেরিফাই করার আবেদনটি ফেসবুকের দপ্তরে জমা পড়ল। এবার আপনাকে অপেক্ষা করতে হবে ফেসবুকের দিক থেকে জবাবের জন্য। সব ঠিক থাকলে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল ভেরিফায়েড হবে। ফলে আপনি ব্লু ব্যাজ পাবেন।
ফেসবুক প্রোফাইল ভেরিফাইয়ের জন্য কনটাক্ট ফর্ম পূরণ করবেন যেভাবে—
১. আপনার প্রোফাইল নির্বাচন করুন।
২. নির্ধারিত বক্সে প্রোফাইলের লিংক দিন।
৩. কোন দেশ থেকে এটি পূরণ করা হচ্ছে, তা উল্লেখ করুন।
৪. অফিশিয়াল আইডির (যেমন—জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি) স্ক্যান কপি আপলোড করুন।
৫. এডিশনাল ইনফরমেশন বক্সে কেন ভেরিফাই করতে চান, তা উল্লেখ করুন।
৬. এবার সেন্ড বাটনে ক্লিক করে সাবমিট করুন।
তথ্য সাবমিট করার কয়েক মিনিটের মধ্যেই আপনার আবেদনের অবস্থা জানাবে ফেসবুক।
ফেসবুক পেজ ভেরিফাইয়ের জন্য কনটাক্ট ফরম পূরণ করবেন যেভাবে—
১. আপনার পেজ নির্বাচন করুন।
২. নির্ধারিত বক্সে অফিশিয়াল পেজের লিংক দিন।
৩. কোন দেশ থেকে এটি পূরণ করা হচ্ছে, তা উল্লেখ করুন।
৪. অফিশিয়াল আইডির (যেমন—ট্যাক্স এক্সেম্পশন ডকুমেন্টস, ফোন বা ইউটিলিটি বিল ইত্যাদি) স্ক্যান কপি আপলোড করুন।
৫. এডিশনাল ইনফরমেশন বক্সে কেন ভেরিফাই করতে চান তা উল্লেখ করুন।
৬. এবার সেন্ড বাটনে ক্লিক করে সাবমিট করুন।
তথ্য সাবমিট করার কয়েক মিনিটের মধ্যেই আপনার আবেদনের অবস্থা জানাবে ফেসবুক। তবে মনে রাখতে হবে কনটাক্ট ফরমে ভুল তথ্য দিলে আপনার প্রোফাইল বা পেজ ভেরিফাই হবে না। বরং আপনার প্রোফাইল বা পেজ ডিলিট করে দিতে পারে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক সম্পর্কিত পড়ুন:
আজ রাতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে গুগলের বছরের সবচেয়ে বড় আয়োজন। এতে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত পিক্সেল ১০ সিরিজ, নতুন স্মার্টঘড়ি পিক্সেল ওয়াচ ৪ এবং ইয়ারবাড পিক্সেল বাডস ২ এ। গত কয়েক সপ্তাহে একের পর এক ফাঁস হওয়া তথ্য ও গুজবের মধ্য দিয়ে আগেভাগেই অনেক কিছু জানা গেছে, তবে আজ রাতের
১৪ ঘণ্টা আগেবাড়ির ছাদে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশবান্ধব উদ্যোগে শামিল হতে চান অনেকেই। তবে চমকপ্রদ বিষয় হলো–এই সোলার প্যানেলই জাতীয় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা সিআইএসএ (CISA) সম্প্রতি জানিয়েছে, টেক্সাসভিত্তিক কোম্পানি ইজি ৪ ইলেক
১৫ ঘণ্টা আগেআইফোন প্রেমীদের জন্য অপেক্ষার অবসান হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। আগামী ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাপলের বার্ষিক কীনোট ইভেন্ট, যেখানে উন্মোচন করা হবে আইফোন ১৭ সিরিজ। এই ইভেন্টে শুধু আইফোন নয়, আরও বেশ কিছু নতুন পণ্যের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১৬ ঘণ্টা আগেবিশ্বজুড়ে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন এক সুবিধা চালু করেছে মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামে এবার ব্যবহার করা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক অনুবাদ ফিচার। এই ফিচারটি ভিডিওতে থাকা কথাবার্তা স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করে নির্মাতার কণ্ঠে ডাবিং করে দেয়।
১৮ ঘণ্টা আগে