প্রযুক্তি ডেস্ক
সম্প্রতি মেটার নতুন একটি অ্যাপের দেখা পাওয়া গেছে। একটি ফাঁস হওয়া মার্কেটিং স্লাইডে অ্যাপটির বিস্তারিত দেখতে পাওয়া যায়। মেটা এটিকে ইনস্টাগ্রামের টেক্সট বেজ অ্যাপ বলছে। তবে টেক্সট বেজড হওয়ায় নতুন এই অ্যাপটি দেখতে একদম টুইটারের মতো।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপটির আলাদা কোনো নাম দেওয়া হয়নি। তবে এর কোডনেম— পিনাইনটু। নতুন অ্যাপটি ব্যবহার করতে হলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়েই লগইন করতে হবে। ফলে বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না ব্যবহারকারীদের।
অ্যাপের ভেতর সর্বোচ্চ ৫০০ ক্যারেক্টারের পোস্ট লেখা যাবে। ছবি বা গানও যুক্ত করা যাবে পোস্টে। ফাঁস হওয়া স্লাইডটিতে মাত্র দুটি স্ক্রিনশট দেখা গেছে। ধারণা করা হচ্ছে, টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে প্ল্যাটফর্মটি আনছে মেটা।
এদিকে, নিজেদের প্রথম এআই চিপ তৈরিতে কাজ করছে টেক জায়ান্ট মেটা। মেটার এই নতুন চিপের নাম ‘মেটা ট্রেনিং অ্যান্ড ইনফারেন্স অ্যাকসেলেটর’ বা এমটিআই চিপ। এক ব্লগ পোস্টে এই চিপ তৈরির ঘোষণা দিয়েছে মেটা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার প্রতিবেদন অনুযায়ী, প্রচলিত এআই চিপগুলো থেকে আরও দক্ষ ও শক্তিশালী হবে মেটার নতুন চিপ। নতুন এই চিপ মেটার মেটাভার্সের পাশাপাশি নতুন এআইভিত্তিক পরিষেবাগুলো বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। মেটা একমাত্র প্রতিষ্ঠান নয়, যেটি নিজস্ব এআই চিপ তৈরি করছে। গুগল, মাইক্রোসফট ও আমাজনও এই ক্ষেত্রে প্রচুর বিনিয়োগ করছে।
এমটিআই চিপের পাশাপাশি ভিডিও ট্রান্সকোডিংয়ে জন্য ‘এমভিএসপি’ বা ‘মেটা স্ক্যালেবল ভিডিও প্রসেসর’ নামের একটি ইন্টিগ্রেটেড সার্কিট চিপ নিয়েও কাজ করছে মেটা।
সম্প্রতি মেটার নতুন একটি অ্যাপের দেখা পাওয়া গেছে। একটি ফাঁস হওয়া মার্কেটিং স্লাইডে অ্যাপটির বিস্তারিত দেখতে পাওয়া যায়। মেটা এটিকে ইনস্টাগ্রামের টেক্সট বেজ অ্যাপ বলছে। তবে টেক্সট বেজড হওয়ায় নতুন এই অ্যাপটি দেখতে একদম টুইটারের মতো।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপটির আলাদা কোনো নাম দেওয়া হয়নি। তবে এর কোডনেম— পিনাইনটু। নতুন অ্যাপটি ব্যবহার করতে হলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়েই লগইন করতে হবে। ফলে বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না ব্যবহারকারীদের।
অ্যাপের ভেতর সর্বোচ্চ ৫০০ ক্যারেক্টারের পোস্ট লেখা যাবে। ছবি বা গানও যুক্ত করা যাবে পোস্টে। ফাঁস হওয়া স্লাইডটিতে মাত্র দুটি স্ক্রিনশট দেখা গেছে। ধারণা করা হচ্ছে, টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে প্ল্যাটফর্মটি আনছে মেটা।
এদিকে, নিজেদের প্রথম এআই চিপ তৈরিতে কাজ করছে টেক জায়ান্ট মেটা। মেটার এই নতুন চিপের নাম ‘মেটা ট্রেনিং অ্যান্ড ইনফারেন্স অ্যাকসেলেটর’ বা এমটিআই চিপ। এক ব্লগ পোস্টে এই চিপ তৈরির ঘোষণা দিয়েছে মেটা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার প্রতিবেদন অনুযায়ী, প্রচলিত এআই চিপগুলো থেকে আরও দক্ষ ও শক্তিশালী হবে মেটার নতুন চিপ। নতুন এই চিপ মেটার মেটাভার্সের পাশাপাশি নতুন এআইভিত্তিক পরিষেবাগুলো বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। মেটা একমাত্র প্রতিষ্ঠান নয়, যেটি নিজস্ব এআই চিপ তৈরি করছে। গুগল, মাইক্রোসফট ও আমাজনও এই ক্ষেত্রে প্রচুর বিনিয়োগ করছে।
এমটিআই চিপের পাশাপাশি ভিডিও ট্রান্সকোডিংয়ে জন্য ‘এমভিএসপি’ বা ‘মেটা স্ক্যালেবল ভিডিও প্রসেসর’ নামের একটি ইন্টিগ্রেটেড সার্কিট চিপ নিয়েও কাজ করছে মেটা।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১০ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১৪ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
১৫ ঘণ্টা আগে