প্রযুক্তি ডেস্ক
ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকেও এবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। এর আগে ইলন মাস্ক টুইটার কেনার পর তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে ট্রাম্প টুইটারে আর ফেরেননি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, ট্রাম্পকে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের অধিকার ফিরিয়ে দেওয়া হবে কি না, তা ৭ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ বিষয়ে চলতি মাসের শেষ দিকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একজন ব্যক্তির বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
ট্রাম্পের ফেসবুক-ইনস্টাগ্রামে ফিরে আসার বিষয়টি পর্যালোচনার জন্য একটি আলাদা টিম তৈরি করেছে মেটা। টিমে পাবলিক পলিসি এবং কমিউনিকেশন টিমের পাশাপাশি কনটেন্ট পলিসি দলের কর্মীও রয়েছেন।
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার সময় উসকানিমূলক পোস্ট দেওয়ার কারণে ২০২১ সালের জানুয়ারিতে ট্রাম্পকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে ফেসবুক। সংস্থাটির ওভারসাইট বোর্ড সেই নিষেধাজ্ঞা বহাল রাখলেও ‘চিরতরে নিষিদ্ধের’ শাস্তির সমালোচনা করেছিল। তারা বলেছিল, ‘এমন শাস্তির ব্যবস্থা করতে হবে, যা সাধারণ জনগণের ক্ষেত্রেও প্রযোজ্য হয়।’
যৌক্তিক শাস্তি নির্ধারণ করতে ফেসবুক কর্তৃপক্ষকে ছয় মাস সময় দিয়েছিল ওভারসাইট বোর্ড। তবে এক মাসের মধ্যেই ফেসবুক তাদের সিদ্ধান্ত জানায়। সিদ্ধান্ত অনুযায়ী, ট্রাম্পকে দুই বছরের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে নিষিদ্ধ করা হয়, যা ওই বছরের ৭ জানুয়ারি থেকে কার্যকর হয়। চলতি মাসের ৭ তারিখ নিষেধাজ্ঞার দুই বছর পূর্ণ হবে।
সম্প্রতি টুইটারে ট্রাম্পের স্থগিত অ্যাকাউন্ট আবার চালু করেন ইলন মাস্ক। তবে টুইটারে আর ফিরবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘ইলন মাস্ক আমাকে টুইটারে ফেরাতে পোল (মতামত জরিপ) করেছে, এর জন্য আমি অভিভূত। তবে আমি টুইটারে ফিরছি না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ হওয়ার পর ‘ট্রুথ সোশ্যাল’ নামে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম চালু করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তিনি সেখানেই থাকবেন বলে জানিয়েছেন।
ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকেও এবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। এর আগে ইলন মাস্ক টুইটার কেনার পর তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে ট্রাম্প টুইটারে আর ফেরেননি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, ট্রাম্পকে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের অধিকার ফিরিয়ে দেওয়া হবে কি না, তা ৭ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ বিষয়ে চলতি মাসের শেষ দিকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একজন ব্যক্তির বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
ট্রাম্পের ফেসবুক-ইনস্টাগ্রামে ফিরে আসার বিষয়টি পর্যালোচনার জন্য একটি আলাদা টিম তৈরি করেছে মেটা। টিমে পাবলিক পলিসি এবং কমিউনিকেশন টিমের পাশাপাশি কনটেন্ট পলিসি দলের কর্মীও রয়েছেন।
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার সময় উসকানিমূলক পোস্ট দেওয়ার কারণে ২০২১ সালের জানুয়ারিতে ট্রাম্পকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে ফেসবুক। সংস্থাটির ওভারসাইট বোর্ড সেই নিষেধাজ্ঞা বহাল রাখলেও ‘চিরতরে নিষিদ্ধের’ শাস্তির সমালোচনা করেছিল। তারা বলেছিল, ‘এমন শাস্তির ব্যবস্থা করতে হবে, যা সাধারণ জনগণের ক্ষেত্রেও প্রযোজ্য হয়।’
যৌক্তিক শাস্তি নির্ধারণ করতে ফেসবুক কর্তৃপক্ষকে ছয় মাস সময় দিয়েছিল ওভারসাইট বোর্ড। তবে এক মাসের মধ্যেই ফেসবুক তাদের সিদ্ধান্ত জানায়। সিদ্ধান্ত অনুযায়ী, ট্রাম্পকে দুই বছরের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে নিষিদ্ধ করা হয়, যা ওই বছরের ৭ জানুয়ারি থেকে কার্যকর হয়। চলতি মাসের ৭ তারিখ নিষেধাজ্ঞার দুই বছর পূর্ণ হবে।
সম্প্রতি টুইটারে ট্রাম্পের স্থগিত অ্যাকাউন্ট আবার চালু করেন ইলন মাস্ক। তবে টুইটারে আর ফিরবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘ইলন মাস্ক আমাকে টুইটারে ফেরাতে পোল (মতামত জরিপ) করেছে, এর জন্য আমি অভিভূত। তবে আমি টুইটারে ফিরছি না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ হওয়ার পর ‘ট্রুথ সোশ্যাল’ নামে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম চালু করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তিনি সেখানেই থাকবেন বলে জানিয়েছেন।
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের অন্যতম নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অংশীদারত্বের ঘোষণা দেওয়া হবে।
৯ ঘণ্টা আগেদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জাতীয় প্রতিযোগিতা ‘ভিশনএক্সন: এআই-পাওয়ার্ড ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসইডিইউ)।
১১ ঘণ্টা আগেজনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
১ দিন আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৪ দিন আগে