প্রযুক্তি ডেস্ক
নিজস্ব সাউন্ড লাইব্রেরির ভান্ডার বড় করতে নতুন করে একাধিক মিউজিক লেবেলের সঙ্গে চুক্তি করেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট। এই লাইব্রেরির মাধ্যমে বিভিন্ন গানের ক্লিপ নিজের স্ন্যাপ বা স্টোরিতে ব্যবহার করতে পারেন ব্যবহারকারীরা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, স্ন্যাপচ্যাট জানিয়েছে, চুক্তিতে অংশগ্রহণকারী লেবেলগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেডমাস্টার্স, নেদারল্যান্ডসের বুমা/স্টেমরা ও সুইসা ডিজিটাল লাইসেন্সিং এজি।
স্ন্যাচ্যাট আরও জানায়, ইউনাইটেডমাস্টার্স মিউজিক লেবেলের সঙ্গে চুক্তি করা একদল বাছাইকৃত গায়ক ও গীতিকারের কাজও সাউন্ড লাইব্রেরিতে পাওয়া যাবে। আর স্থানীয় শিল্পীদের গান যোগ হবে বুমা/স্টেমরা ও সুইসা ডিজিটালের লাইব্রেরি থেকে।
ইউনাইটেড মাস্টার্সের সঙ্গে কাজ করা উদীয়মান শিল্পীরা ‘সাউন্ড ক্রিয়েটর ফান্ড’— এর মাধ্যমে বিভিন্ন অনুদানের জন্য বিবেচিত হবেন।
এদিকে প্ল্যাটফর্মে অগমেন্টেড রিয়্যালিটি (এআর) প্রযুক্তির মাধ্যমে পণ্য কেনাবেচার সুবিধা এনেছে স্ন্যাপচ্যাট। নতুন এই সুবিধার নাম ‘শপিং স্যুট’ লেন্স। নতুন এই সুবিধার মাধ্যমে অ্যাপটিতে বিভিন্ন প্রতিষ্ঠান অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তিনির্ভর ভার্চু য়াল দোকান খুলে পণ্য বিক্রি করতে পারবে। ক্রেতারাও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য কেনার আগে সেগুলো নিজের ছবিতে যুক্ত করে পরখ করে দেখার সুযোগ পাবেন।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তিতে পণ্য কেনাবেচার সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানও উপকৃত হবে। স্ন্যাপচ্যাট জানিয়েছে, ভার্চুয়াল দোকানে পরিধানসামগ্রী পছন্দের পর নিজের ছবি পাঠালে ‘শপিং স্যুট’ লেন্স স্বয়ংক্রিয়ভাবে পোশাকটি ছবিতে যুক্ত করবে। ত্রিমাত্রিক প্রযুক্তিতে দেখা যাবে পোশাকটি পরলে কেমন দেখাবে। ফলে ব্যবহারকারী কেনাকাটার ক্ষেত্রে আরও স্বাচ্ছন্দ্যবোধ করবেন।
নিজস্ব সাউন্ড লাইব্রেরির ভান্ডার বড় করতে নতুন করে একাধিক মিউজিক লেবেলের সঙ্গে চুক্তি করেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট। এই লাইব্রেরির মাধ্যমে বিভিন্ন গানের ক্লিপ নিজের স্ন্যাপ বা স্টোরিতে ব্যবহার করতে পারেন ব্যবহারকারীরা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, স্ন্যাপচ্যাট জানিয়েছে, চুক্তিতে অংশগ্রহণকারী লেবেলগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেডমাস্টার্স, নেদারল্যান্ডসের বুমা/স্টেমরা ও সুইসা ডিজিটাল লাইসেন্সিং এজি।
স্ন্যাচ্যাট আরও জানায়, ইউনাইটেডমাস্টার্স মিউজিক লেবেলের সঙ্গে চুক্তি করা একদল বাছাইকৃত গায়ক ও গীতিকারের কাজও সাউন্ড লাইব্রেরিতে পাওয়া যাবে। আর স্থানীয় শিল্পীদের গান যোগ হবে বুমা/স্টেমরা ও সুইসা ডিজিটালের লাইব্রেরি থেকে।
ইউনাইটেড মাস্টার্সের সঙ্গে কাজ করা উদীয়মান শিল্পীরা ‘সাউন্ড ক্রিয়েটর ফান্ড’— এর মাধ্যমে বিভিন্ন অনুদানের জন্য বিবেচিত হবেন।
এদিকে প্ল্যাটফর্মে অগমেন্টেড রিয়্যালিটি (এআর) প্রযুক্তির মাধ্যমে পণ্য কেনাবেচার সুবিধা এনেছে স্ন্যাপচ্যাট। নতুন এই সুবিধার নাম ‘শপিং স্যুট’ লেন্স। নতুন এই সুবিধার মাধ্যমে অ্যাপটিতে বিভিন্ন প্রতিষ্ঠান অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তিনির্ভর ভার্চু য়াল দোকান খুলে পণ্য বিক্রি করতে পারবে। ক্রেতারাও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য কেনার আগে সেগুলো নিজের ছবিতে যুক্ত করে পরখ করে দেখার সুযোগ পাবেন।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তিতে পণ্য কেনাবেচার সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানও উপকৃত হবে। স্ন্যাপচ্যাট জানিয়েছে, ভার্চুয়াল দোকানে পরিধানসামগ্রী পছন্দের পর নিজের ছবি পাঠালে ‘শপিং স্যুট’ লেন্স স্বয়ংক্রিয়ভাবে পোশাকটি ছবিতে যুক্ত করবে। ত্রিমাত্রিক প্রযুক্তিতে দেখা যাবে পোশাকটি পরলে কেমন দেখাবে। ফলে ব্যবহারকারী কেনাকাটার ক্ষেত্রে আরও স্বাচ্ছন্দ্যবোধ করবেন।
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
৫ ঘণ্টা আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৩ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
৩ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৪ দিন আগে