Ajker Patrika

ব্যবহারকারীর পাসওয়ার্ড সংরক্ষণ, মেটাকে ১০ কোটি ডলার জরিমানা

ব্যবহারকারীর পাসওয়ার্ড সংরক্ষণ, মেটাকে ১০ কোটি ডলার জরিমানা

প্রধান ইউরোপীয় ইউনিয়নের ব্যক্তিগত গোপনীয়তা নিয়ন্ত্রক সংস্থা সামাজিক মিডিয়া জায়ান্ট মেটাকে বিপুল অঙ্কের জরিমানা করেছে। সুরক্ষা বা এনক্রিপশন ছাড়াই অসাবধানতাবশত কিছু ব্যবহারকারীর পাসওয়ার্ড সংরক্ষণ করার দায়ে আজ শুক্রবার ৯ কোটি ১০ লাখ ইউরো বা ১০ কোটি ১৫ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। 

পাঁচ বছর আগে ফেসবুকের মালিক কোম্পানি মেটা আয়ারল্যান্ডের ডেটা সুরক্ষা কমিশনকে (ডিপিসি) জানিয়েছিল, তারা কিছু পাসওয়ার্ড সংরক্ষণ করেছে। এরপরই মেটার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। মেটা সেই সময়ে ঘটনাটি প্রকাশ্যে স্বীকার করেছিল এবং ডিপিসি বলেছিল, সংরক্ষণ করা পাসওয়ার্ড তারা তৃতীয় পক্ষের সঙ্গে কখনো শেয়ার করেনি। 

আইরিশ ডিপিসি ডেপুটি কমিশনার গ্রাহাম ডয়েল একটি বিবৃতিতে বলেছেন, এটি ব্যাপকভাবে স্বীকৃত যে, ব্যবহারকারীর পাসওয়ার্ড সংরক্ষণ করা উচিত নয়। এই ধরনের ডেটা অ্যাকসেস থাকলে ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের ঝুঁকি থাকে। 

মেটার একজন মুখপাত্র বলেছেন, কোম্পানি ২০১৯ সালে একটি নিরাপত্তা পর্যালোচনার সময় বিষয়টি শনাক্ত করে। এরপর তাৎক্ষণিকভাবে তারা ব্যবস্থান নিয়েছে। এর মধ্যে পাসওয়ার্ডগুলোর কোনো অপব্যবহার হয়েছে বা ভুলভাবে তৃতীয় পক্ষকে অ্যাকসেস দেওয়ার হয়েছে, এমন কোনো প্রমাণ তারা পায়নি। 

আজ এক বিবৃতিতে মুখপাত্র যোগ বলে, পুরো তদন্তের সময় মেটা ডিপিসিকে সহযোগিতা করেছে। 

ডিপিসি হলো ইউরোপীয় ইউনিয়নে মার্কিন ইন্টারনেট কোম্পানিগুলোর প্রধান নিয়ন্ত্রক সংস্থা। এটি আয়ারল্যান্ডে থাকার কারণ হলো, বেশির কোম্পানিই এই দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে তাদের কার্যক্রম পরিচালনা করে। 

এই নিয়ন্ত্রক সংস্থা এখনো পর্যন্ত মেটাকে মোট ২৫০ কোটি ইউরো জরিমানা করেছে। ইইউ–এর জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) ২০১৮ সালে প্রবর্তন করা হয়। এর অধীনে আইন লঙ্ঘনের দায়ে ২০২৩ সালে মেটাকে রেকর্ড ১২০ কোটি ইউরো জরিমানা করা হয়। অবশ্যে মেটা এর বিরুদ্ধে আপিল করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত