ইলন মাস্ক অনেক ভালো ভালো কাজ করছেন। তিনি বিশ্বে টেকসই উন্নয়নের মডেল দাঁড় করেছেন। কিন্তু তার টুইটারের বক্তব্যে লোকজন বিভ্রান্ত হয়। তিনি আসলে টুইটার ব্যবহারে বেশ কাঁচা। টিকটকে সমালোচনাকারীদের জবাব দিতে গিয়ে এভাবেই টেসলার প্রধান নির্বাহীকে সমর্থন করেছেন তার বান্ধবী ক্লেয়ার এলিস বাউচার ওরফে গ্রাইমস।
তলোয়ার চালানো প্রশিক্ষণের একটি ভিডিও গত রোববার টিকটকে পোস্ট করেন গ্রাইমস। সেই পোস্টের কমেন্টে ভক্তরা গ্রাইমসের ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন ছুঁড়তে থাকেন। স্বাভাবিকভাবে চলে আসে বিলিয়নেয়ার উদ্যোক্তা ইলন মাস্কের প্রসঙ্গ। ২০১৮ সাল থেকে মাস্ক–গ্রাইমস ডেট করছেন। গত বছরের মে মাসে তাঁদের ঘরে আসে একটি পুত্রসন্তান। ওই সময় তাদের শিশুপুত্রের নাম নিয়ে সামাজিক মাধ্যম তো বটেই গণমাধ্যমেও ব্যাপক হইচই পড়ে যায়। নামের উচ্চারণ নিয়ে নানা রসালো তর্ক–বিতর্ক হয়। কারণ মাস্ক তার ছেলের নাম রেখেছেন, এক্স এই এ–১১ (X AE A-XII)!
টিকটক ব্যবহারকারীদের একের পর এক তীর্যক মন্তব্যের সোজাসাপ্টা জবাব দিয়েছেন কানাডীয় সংগীতশিল্পী, গীতিকার, প্রযোজক গ্রাইমস।
একজন ভক্ত গ্রাইমসকে উদ্দেশ করে বলেন, আক্ষিরক অর্থেই এই পৃথিবী ও মানবতা ধ্বংস করছেন ইলন মাস্ক। আপনি কী করে এমন একটা ব্যক্তির সঙ্গে ঘুমান!
জবাবে সঙ্গীর পক্ষ নিয়ে গ্রাইমস বলেন, তিনি কী করে এমন কাজ করবেন? তিনিতো তাঁর গোটা ক্যারিয়ার টেকসই আর সবুজ পৃথিবী গড়ার জন্য উৎসর্গ করেছেন।
আরেক টিকটক ব্যবহারকারী লিখেছেন, ইলন মাস্ক কি পুরুষদের অধিকার নিশ্চিতে কাজ করছেন নাকি? এমন অস্বস্তিকর প্রশ্নের জবাবও এড়িয়ে যাননি গ্রাইমস। তবে তিনি স্বীকার করেছেন তার সঙ্গী (মাস্ক) টুইটারের ব্যবহারে একেবারেই কাঁচা! গ্রাইমস বলেন, তিনি পুরুষ অধিকারের জন্য লড়ছেন না। এই ক্ষেত্রে বলতে গেলে টুইটার ব্যবহারে এখনো তার হাত পাকেনি। দেখুন স্পেসএক্সের প্রেসিডেন্ট একজন নারী। আর নিউরালিংকে বলতে গেলে তার ডানহাত একজন নারীই। এমন আরো উদাহরণ আছে।
টিকটকে এক ভক্ত গ্রাইমসকে বলেন, তিনি যেন তার সঙ্গীকে ক্ষুধামুক্ত পৃথিবী গড়ার উদ্যোগ নেন। জবাবে ৩৩ বছর বয়সী গ্রাইমস বলেন, শুধু টাকা দিয়ে সবকিছুর সমাধান হয় না। ইলন মাস্ক যে বিষয়ে ভালো জানেন বোঝেন সে দিকেই তিনি দৃষ্টি দিচ্ছেন।
ইলন মাস্ক অনেক ভালো ভালো কাজ করছেন। তিনি বিশ্বে টেকসই উন্নয়নের মডেল দাঁড় করেছেন। কিন্তু তার টুইটারের বক্তব্যে লোকজন বিভ্রান্ত হয়। তিনি আসলে টুইটার ব্যবহারে বেশ কাঁচা। টিকটকে সমালোচনাকারীদের জবাব দিতে গিয়ে এভাবেই টেসলার প্রধান নির্বাহীকে সমর্থন করেছেন তার বান্ধবী ক্লেয়ার এলিস বাউচার ওরফে গ্রাইমস।
তলোয়ার চালানো প্রশিক্ষণের একটি ভিডিও গত রোববার টিকটকে পোস্ট করেন গ্রাইমস। সেই পোস্টের কমেন্টে ভক্তরা গ্রাইমসের ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন ছুঁড়তে থাকেন। স্বাভাবিকভাবে চলে আসে বিলিয়নেয়ার উদ্যোক্তা ইলন মাস্কের প্রসঙ্গ। ২০১৮ সাল থেকে মাস্ক–গ্রাইমস ডেট করছেন। গত বছরের মে মাসে তাঁদের ঘরে আসে একটি পুত্রসন্তান। ওই সময় তাদের শিশুপুত্রের নাম নিয়ে সামাজিক মাধ্যম তো বটেই গণমাধ্যমেও ব্যাপক হইচই পড়ে যায়। নামের উচ্চারণ নিয়ে নানা রসালো তর্ক–বিতর্ক হয়। কারণ মাস্ক তার ছেলের নাম রেখেছেন, এক্স এই এ–১১ (X AE A-XII)!
টিকটক ব্যবহারকারীদের একের পর এক তীর্যক মন্তব্যের সোজাসাপ্টা জবাব দিয়েছেন কানাডীয় সংগীতশিল্পী, গীতিকার, প্রযোজক গ্রাইমস।
একজন ভক্ত গ্রাইমসকে উদ্দেশ করে বলেন, আক্ষিরক অর্থেই এই পৃথিবী ও মানবতা ধ্বংস করছেন ইলন মাস্ক। আপনি কী করে এমন একটা ব্যক্তির সঙ্গে ঘুমান!
জবাবে সঙ্গীর পক্ষ নিয়ে গ্রাইমস বলেন, তিনি কী করে এমন কাজ করবেন? তিনিতো তাঁর গোটা ক্যারিয়ার টেকসই আর সবুজ পৃথিবী গড়ার জন্য উৎসর্গ করেছেন।
আরেক টিকটক ব্যবহারকারী লিখেছেন, ইলন মাস্ক কি পুরুষদের অধিকার নিশ্চিতে কাজ করছেন নাকি? এমন অস্বস্তিকর প্রশ্নের জবাবও এড়িয়ে যাননি গ্রাইমস। তবে তিনি স্বীকার করেছেন তার সঙ্গী (মাস্ক) টুইটারের ব্যবহারে একেবারেই কাঁচা! গ্রাইমস বলেন, তিনি পুরুষ অধিকারের জন্য লড়ছেন না। এই ক্ষেত্রে বলতে গেলে টুইটার ব্যবহারে এখনো তার হাত পাকেনি। দেখুন স্পেসএক্সের প্রেসিডেন্ট একজন নারী। আর নিউরালিংকে বলতে গেলে তার ডানহাত একজন নারীই। এমন আরো উদাহরণ আছে।
টিকটকে এক ভক্ত গ্রাইমসকে বলেন, তিনি যেন তার সঙ্গীকে ক্ষুধামুক্ত পৃথিবী গড়ার উদ্যোগ নেন। জবাবে ৩৩ বছর বয়সী গ্রাইমস বলেন, শুধু টাকা দিয়ে সবকিছুর সমাধান হয় না। ইলন মাস্ক যে বিষয়ে ভালো জানেন বোঝেন সে দিকেই তিনি দৃষ্টি দিচ্ছেন।
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
১৫ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
১৬ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১ দিন আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১ দিন আগে