আবির আহসান রুদ্র
প্রযুক্তির এই যুগে বার্তা পাঠানোর অন্যতম মাধ্যম হোয়াটসঅ্যাপ। প্রায় সব ধরনের বার্তা অ্যাপটিতে আদান-প্রদান হয়। ব্যক্তিগত বা গোপনীয় বার্তা যাতে কেউ দেখতে না পারে, সে জন্য সম্প্রতি নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ।
যা থাকছে নতুন ফিচারে
হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারের মাধ্যমে যেকোনো ব্যক্তিগত বার্তা ও গ্রুপ চ্যাট লক করে রাখা যাবে। এ জন্য নির্ধারিত বার্তাগুলো বাছাই করার পর লক করে নিলেই সেগুলো বিশেষভাবে সুরক্ষিত ফোল্ডারে চলে যাবে। পুনরায় লক করা বার্তাগুলো দেখতে হোয়াটসঅ্যাপের ইনবক্সে ঢুকে গোপন ফোল্ডারটিতে যেতে হবে। এরপর পাসওয়ার্ড বা বায়োমেট্রিক ডেটা দিয়ে সুরক্ষিত ফোল্ডার থেকে বার্তাগুলো আনলক করা যাবে।
যদি কোনো লক করা চ্যাটে পুনরায় বার্তা আসে, তবে ওই বার্তা ডিভাইসের নোটিফিকেশনে দেখাবে না। তার মানে, মোবাইল ফোন যদি অন্য কারও হাতে থাকে, তাতেও চিন্তার কোনো কারণ নেই। হোয়াটসঅ্যাপে লক করা কোনো বার্তাই মোবাইল ফোনে দেখা যাবে না। ফলে অন্য কেউ চাইলেও হোয়াটসঅ্যাপে ঢুকে লক করা বার্তা দেখতে পারবে না।
চ্যাট লক ব্যবহার কেন জরুরি
নতুন আসা এই ফিচার অ্যাপটির কোনো নিরাপত্তাবিষয়ক আপডেট নয়। এটি মূলত বার্তাগুলো নিরাপদ রাখার ফিচার। এর মূল উদ্দেশ্য, অনেক সময় আমাদের হাতের স্মার্টফোন নানা কারণে অন্যের হাতে থাকে। আর তখনই দেখা যায়, হুট করে ব্যক্তিগত কিংবা গোপনীয় বার্তা চলে আসে। এতে বিব্রত হওয়ার পাশাপাশি গোপন তথ্য প্রকাশ হওয়ার ঝুঁকি থেকে যায়। এমন সমস্যা থেকে মুক্তি পেতে চ্যাট লক হতে পারে ভালো সমাধান।
ফিচারটি কখন চালু হবে
গত সপ্তাহের শুরুতে হোয়াটসঅ্যাপ চ্যাট লক ফিচারটি চালু করে। মেটার ঘোষণা অনুযায়ী, ফিচারটি সারা বিশ্বে চালু হওয়ার কথা থাকলেও সব জায়গায় এখনই তা চালু হচ্ছে না। বিশ্বজুড়ে এই সেবা চালু হতে বেশ কিছুদিন সময় লাগবে।
খুব শিগগির চ্যাট লকের সহযোগী আরও কিছু ফিচার নিয়ে আসছে মেটা। যেমন ব্যবহারকারীর অন্যান্য ডিভাইসের জন্য চ্যাট লকের ব্যবস্থা। এ ছাড়া চ্যাট লকের জন্য আলাদা পাসওয়ার্ড চালু করার কথাও ভাবছে মেটা। এই ফিচার চালু হলে আর ফোন লকের পাসওয়ার্ডের ওপর হোয়াটসঅ্যাপকে নির্ভর করতে হবে না।
প্রযুক্তির এই যুগে বার্তা পাঠানোর অন্যতম মাধ্যম হোয়াটসঅ্যাপ। প্রায় সব ধরনের বার্তা অ্যাপটিতে আদান-প্রদান হয়। ব্যক্তিগত বা গোপনীয় বার্তা যাতে কেউ দেখতে না পারে, সে জন্য সম্প্রতি নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ।
যা থাকছে নতুন ফিচারে
হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারের মাধ্যমে যেকোনো ব্যক্তিগত বার্তা ও গ্রুপ চ্যাট লক করে রাখা যাবে। এ জন্য নির্ধারিত বার্তাগুলো বাছাই করার পর লক করে নিলেই সেগুলো বিশেষভাবে সুরক্ষিত ফোল্ডারে চলে যাবে। পুনরায় লক করা বার্তাগুলো দেখতে হোয়াটসঅ্যাপের ইনবক্সে ঢুকে গোপন ফোল্ডারটিতে যেতে হবে। এরপর পাসওয়ার্ড বা বায়োমেট্রিক ডেটা দিয়ে সুরক্ষিত ফোল্ডার থেকে বার্তাগুলো আনলক করা যাবে।
যদি কোনো লক করা চ্যাটে পুনরায় বার্তা আসে, তবে ওই বার্তা ডিভাইসের নোটিফিকেশনে দেখাবে না। তার মানে, মোবাইল ফোন যদি অন্য কারও হাতে থাকে, তাতেও চিন্তার কোনো কারণ নেই। হোয়াটসঅ্যাপে লক করা কোনো বার্তাই মোবাইল ফোনে দেখা যাবে না। ফলে অন্য কেউ চাইলেও হোয়াটসঅ্যাপে ঢুকে লক করা বার্তা দেখতে পারবে না।
চ্যাট লক ব্যবহার কেন জরুরি
নতুন আসা এই ফিচার অ্যাপটির কোনো নিরাপত্তাবিষয়ক আপডেট নয়। এটি মূলত বার্তাগুলো নিরাপদ রাখার ফিচার। এর মূল উদ্দেশ্য, অনেক সময় আমাদের হাতের স্মার্টফোন নানা কারণে অন্যের হাতে থাকে। আর তখনই দেখা যায়, হুট করে ব্যক্তিগত কিংবা গোপনীয় বার্তা চলে আসে। এতে বিব্রত হওয়ার পাশাপাশি গোপন তথ্য প্রকাশ হওয়ার ঝুঁকি থেকে যায়। এমন সমস্যা থেকে মুক্তি পেতে চ্যাট লক হতে পারে ভালো সমাধান।
ফিচারটি কখন চালু হবে
গত সপ্তাহের শুরুতে হোয়াটসঅ্যাপ চ্যাট লক ফিচারটি চালু করে। মেটার ঘোষণা অনুযায়ী, ফিচারটি সারা বিশ্বে চালু হওয়ার কথা থাকলেও সব জায়গায় এখনই তা চালু হচ্ছে না। বিশ্বজুড়ে এই সেবা চালু হতে বেশ কিছুদিন সময় লাগবে।
খুব শিগগির চ্যাট লকের সহযোগী আরও কিছু ফিচার নিয়ে আসছে মেটা। যেমন ব্যবহারকারীর অন্যান্য ডিভাইসের জন্য চ্যাট লকের ব্যবস্থা। এ ছাড়া চ্যাট লকের জন্য আলাদা পাসওয়ার্ড চালু করার কথাও ভাবছে মেটা। এই ফিচার চালু হলে আর ফোন লকের পাসওয়ার্ডের ওপর হোয়াটসঅ্যাপকে নির্ভর করতে হবে না।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
২ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে