প্রযুক্তি ডেস্ক
নতুন বছর থেকে ইউজার ইন্টারফেসে পরিবর্তন নিয়ে এসেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। এরই মধ্যে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক সাইড সোয়াইপ সুবিধা চালুর পাশাপাশি ঘোষণা দিয়েছেন। ফলে ব্যবহারকারীরা সোয়াইপ করে অর্থাৎ টুইটস, ট্রেন্ডস, টপিকস, লিস্ট ইত্যাদি পেজ পাশাপাশি রেখে চালাতে পারবেন এবং একটি থেকে অন্যটিতে অনায়াসে যেতে পারবেন।
নিজের টুইটার হ্যান্ডেলে এক পোস্টে মাস্ক জানান, এ বছরের জানুয়ারিতেই টুইটারে নেভিগেশন সুবিধা চালু হবে। এর মাধ্যমে ব্যবহারকারী সহজেই টুইটারের সুপারিশ করা ও অনুসরণ করা টুইট, ট্রেন্ডস এবং বিভিন্ন বিষয় দেখতে পারবেন। পাশাপাশি রেখে চালাতে পারবেন এবং একটি থেকে অন্যটিতে অনায়াসে যেতে পারবেন।
সম্প্রতি ভিউ কাউন্ট সুবিধা চালু করেছিল টুইটার। আগে শুধু ভিডিওর ক্ষেত্রে ভিউ কাউন্ট সুবিধা চালু ছিল। তবে ব্যবহারকারীরা চাইলে টুইটে ভিউ কাউন্টের সুবিধা বন্ধ করতে পারবেন, সেই সুবিধাও আসছে। টুইটার ব্লু গ্রাহকদের জন্য এক ঘণ্টার ফুল এইচডি ভিডিও প্রকাশ করার সুবিধা দিচ্ছে।
এ ছাড়া গত মাসেই ব্যবহারকারীর কনটেন্ট সার্চে আত্মহত্যা প্রতিরোধের হটলাইন ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থার প্রচারণা চালানোর ফিচার সরিয়ে ফেলে আবার ফিরিয়ে এনেছিল টুইটার। হ্যাশট্যাগ দেয়ারইজহেল্প নামে পরিচিত হটলাইন সেবাটি পাঁচ বছর আগে চালু করে টুইটার। এ সেবা চালু থাকায় টুইটারে ব্যবহারকারীরা মানসিক স্বাস্থ্য, এইচআইভি, টিকা, শিশু নির্যাতন, কোভিড-১৯, লিঙ্গভিত্তিক সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগ ও মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গের খোঁজ করলে এসব বিষয় নিয়ে কাজ করা সংগঠন ও সংস্থাগুলোর নাম সবার আগে দেখানো হতো।
নতুন বছর থেকে ইউজার ইন্টারফেসে পরিবর্তন নিয়ে এসেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। এরই মধ্যে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক সাইড সোয়াইপ সুবিধা চালুর পাশাপাশি ঘোষণা দিয়েছেন। ফলে ব্যবহারকারীরা সোয়াইপ করে অর্থাৎ টুইটস, ট্রেন্ডস, টপিকস, লিস্ট ইত্যাদি পেজ পাশাপাশি রেখে চালাতে পারবেন এবং একটি থেকে অন্যটিতে অনায়াসে যেতে পারবেন।
নিজের টুইটার হ্যান্ডেলে এক পোস্টে মাস্ক জানান, এ বছরের জানুয়ারিতেই টুইটারে নেভিগেশন সুবিধা চালু হবে। এর মাধ্যমে ব্যবহারকারী সহজেই টুইটারের সুপারিশ করা ও অনুসরণ করা টুইট, ট্রেন্ডস এবং বিভিন্ন বিষয় দেখতে পারবেন। পাশাপাশি রেখে চালাতে পারবেন এবং একটি থেকে অন্যটিতে অনায়াসে যেতে পারবেন।
সম্প্রতি ভিউ কাউন্ট সুবিধা চালু করেছিল টুইটার। আগে শুধু ভিডিওর ক্ষেত্রে ভিউ কাউন্ট সুবিধা চালু ছিল। তবে ব্যবহারকারীরা চাইলে টুইটে ভিউ কাউন্টের সুবিধা বন্ধ করতে পারবেন, সেই সুবিধাও আসছে। টুইটার ব্লু গ্রাহকদের জন্য এক ঘণ্টার ফুল এইচডি ভিডিও প্রকাশ করার সুবিধা দিচ্ছে।
এ ছাড়া গত মাসেই ব্যবহারকারীর কনটেন্ট সার্চে আত্মহত্যা প্রতিরোধের হটলাইন ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থার প্রচারণা চালানোর ফিচার সরিয়ে ফেলে আবার ফিরিয়ে এনেছিল টুইটার। হ্যাশট্যাগ দেয়ারইজহেল্প নামে পরিচিত হটলাইন সেবাটি পাঁচ বছর আগে চালু করে টুইটার। এ সেবা চালু থাকায় টুইটারে ব্যবহারকারীরা মানসিক স্বাস্থ্য, এইচআইভি, টিকা, শিশু নির্যাতন, কোভিড-১৯, লিঙ্গভিত্তিক সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগ ও মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গের খোঁজ করলে এসব বিষয় নিয়ে কাজ করা সংগঠন ও সংস্থাগুলোর নাম সবার আগে দেখানো হতো।
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
১৭ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
১৭ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
১৭ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
২০ ঘণ্টা আগে