হোয়াটসঅ্যাপে নিয়মিত স্ট্যাটাস দিতে পছন্দ করেন অনেকেই। তাই আরও স্বাচ্ছন্দ্যে স্ট্যাটাস দিতে নতুন দুটি ফিচার নিয়ে এল প্ল্যাটফরমটির মূল কোম্পানি মেটা। প্রথমটি হলো স্ট্যাটাস আপডেট লাইক করার সুযোগ এবং দ্বিতীয়টি হলো প্রাইভেট মেনশন। লাইক ফিচারের মাধ্যমে প্রতিক্রিয়া দেখানো যাবে এবং প্রাইভেট মেনশনের মাধ্যমে স্ট্যাটাসের গোপনীয়তা বজায় রাখতে পারবেন ব্যবহারকারীরা।
কিছুদিন আগে শুধু হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণে পাওয়া যেত ফিচার দুটি। তবে এখন সব ডিভাইসের জন্য আনুষ্ঠানিকভাবে ফিচারগুলো চালু করা হয়েছে।
স্ট্যাটাস শেয়ার করা ব্যক্তিকে লাইক রিঅ্যাকশন পাঠানোর সুযোগ দেয় স্ট্যাটাস লাইক ফিচারটি। এ জন্য হোয়াটসঅ্যাপ ক্যাপশন বারটির পাশে থাকা হার্ট আইকনে ট্যাপ করতে হবে। আর ট্যাপ করলেই লাইক নোটিফিকেশন পোস্ট করা ব্যক্তির কাছে চলে যাবে। তবে লাইকগুলো প্রাইভেট থাকবে। অর্থাৎ যে ব্যক্তি লাইক করেছেন এবং যার স্ট্যাটাস লাইক করা হয়েছে, তারাই বিষয়টি জানবে। তারা একটি ‘ভিউয়ার্স লিস্ট’ বা তালিকা দেখতে পারবে। স্ট্যাটাস আপডেটের প্রতিক্রিয়া দেখানোর বিষয়টিকে আরও সহজ করেছে এই ফিচার।
হোয়াটসঅ্যাপের জন্য আরেকটি নতুন ফিচার হলো—‘প্রাইভেট মেনশন’। এটা ঠিক ইনস্টাগ্রাম স্টোরিতে কাউকে ট্যাগ করার মতো। তবে এখানে যাকে মেনশন করা হবে, তিনিই শুধু স্ট্যাটাসটি দেখতে পারবেন। সহজভাবে বললে, আপনি যাকে মেনশন করবেন, কেবল সেই ব্যক্তি শুধু আপনার স্ট্যাটাস দেখবেন আর বাকিরা আপনার স্ট্যাটাস দেখতে পারবেন না। স্ট্যাটাসে অন্য কাউকে মেনশন করলেই তৎক্ষণাৎ নোটিফিকেশন চলে যাবে তাঁর কাছে।
মেনশন করা অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাসটি আবার শেয়ার করা যাবে। কিন্তু এর পরও অন্যরা এ সম্পর্কে জানবেন না। দুজন মানুষের মধ্যে গোপনীয়তা বজায় রাখার জন্য এটি একটি দারুণ ফিচার। এই নতুন ফিচারগুলো এখন সবার জন্য চালু হচ্ছে। পর্যায়ক্রমে আপনার ডিভাইসে ফিচার দুটি পাওয়া যাবে।
নতুন ফিচারগুলো নিশ্চিতভাবেই হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেওয়ার বিষয়টিকে আরও আকর্ষণীয় করে তুলবে। কয়েক সপ্তাহ আগে চ্যানেল ফিচারের জন্যও নতুন আপডেট আনে হোয়াটসঅ্যাপ। আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা এখন ক্যাটাগরি অনুযায়ী নতুন চ্যানেল অনুসরণ করতে পারবেন। এই ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে—পিপল, অর্গানাইজেশন, লাইফস্টাইল, স্পোর্টস, এন্টারটেইনমেন্ট, বিজনেস ও নিউজ অ্যান্ড ইনফরমেশন।
সম্প্রতি ভিডিও কলের জন্য নতুন ‘ফিল্টার’ ও ‘ব্যাকগ্রাউন্ড’ যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। তাই এখন হোয়াটসঅ্যাপের নতুন ১০টি ফিল্টার ও ১০টি ব্যাকগ্রাউন্ডের মধ্য থেকে পছন্দমতো অপশন নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা। ফিল্টারগুলোর মধ্যে রয়েছে—ওয়ার্ম, কুল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিসআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস এবং ডুও টোন। ব্যাকগ্রাউন্ডের অপশনগুলোর মধ্যে রয়েছে—ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবেলস, ফুডি, স্মুস, বিচ, সানসেট, সেলিব্রেশন এবং ফোরেস্ট।
তথ্যসূত্র: নাইন টু ফাইভ ম্যাক
হোয়াটসঅ্যাপে নিয়মিত স্ট্যাটাস দিতে পছন্দ করেন অনেকেই। তাই আরও স্বাচ্ছন্দ্যে স্ট্যাটাস দিতে নতুন দুটি ফিচার নিয়ে এল প্ল্যাটফরমটির মূল কোম্পানি মেটা। প্রথমটি হলো স্ট্যাটাস আপডেট লাইক করার সুযোগ এবং দ্বিতীয়টি হলো প্রাইভেট মেনশন। লাইক ফিচারের মাধ্যমে প্রতিক্রিয়া দেখানো যাবে এবং প্রাইভেট মেনশনের মাধ্যমে স্ট্যাটাসের গোপনীয়তা বজায় রাখতে পারবেন ব্যবহারকারীরা।
কিছুদিন আগে শুধু হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণে পাওয়া যেত ফিচার দুটি। তবে এখন সব ডিভাইসের জন্য আনুষ্ঠানিকভাবে ফিচারগুলো চালু করা হয়েছে।
স্ট্যাটাস শেয়ার করা ব্যক্তিকে লাইক রিঅ্যাকশন পাঠানোর সুযোগ দেয় স্ট্যাটাস লাইক ফিচারটি। এ জন্য হোয়াটসঅ্যাপ ক্যাপশন বারটির পাশে থাকা হার্ট আইকনে ট্যাপ করতে হবে। আর ট্যাপ করলেই লাইক নোটিফিকেশন পোস্ট করা ব্যক্তির কাছে চলে যাবে। তবে লাইকগুলো প্রাইভেট থাকবে। অর্থাৎ যে ব্যক্তি লাইক করেছেন এবং যার স্ট্যাটাস লাইক করা হয়েছে, তারাই বিষয়টি জানবে। তারা একটি ‘ভিউয়ার্স লিস্ট’ বা তালিকা দেখতে পারবে। স্ট্যাটাস আপডেটের প্রতিক্রিয়া দেখানোর বিষয়টিকে আরও সহজ করেছে এই ফিচার।
হোয়াটসঅ্যাপের জন্য আরেকটি নতুন ফিচার হলো—‘প্রাইভেট মেনশন’। এটা ঠিক ইনস্টাগ্রাম স্টোরিতে কাউকে ট্যাগ করার মতো। তবে এখানে যাকে মেনশন করা হবে, তিনিই শুধু স্ট্যাটাসটি দেখতে পারবেন। সহজভাবে বললে, আপনি যাকে মেনশন করবেন, কেবল সেই ব্যক্তি শুধু আপনার স্ট্যাটাস দেখবেন আর বাকিরা আপনার স্ট্যাটাস দেখতে পারবেন না। স্ট্যাটাসে অন্য কাউকে মেনশন করলেই তৎক্ষণাৎ নোটিফিকেশন চলে যাবে তাঁর কাছে।
মেনশন করা অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাসটি আবার শেয়ার করা যাবে। কিন্তু এর পরও অন্যরা এ সম্পর্কে জানবেন না। দুজন মানুষের মধ্যে গোপনীয়তা বজায় রাখার জন্য এটি একটি দারুণ ফিচার। এই নতুন ফিচারগুলো এখন সবার জন্য চালু হচ্ছে। পর্যায়ক্রমে আপনার ডিভাইসে ফিচার দুটি পাওয়া যাবে।
নতুন ফিচারগুলো নিশ্চিতভাবেই হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেওয়ার বিষয়টিকে আরও আকর্ষণীয় করে তুলবে। কয়েক সপ্তাহ আগে চ্যানেল ফিচারের জন্যও নতুন আপডেট আনে হোয়াটসঅ্যাপ। আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা এখন ক্যাটাগরি অনুযায়ী নতুন চ্যানেল অনুসরণ করতে পারবেন। এই ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে—পিপল, অর্গানাইজেশন, লাইফস্টাইল, স্পোর্টস, এন্টারটেইনমেন্ট, বিজনেস ও নিউজ অ্যান্ড ইনফরমেশন।
সম্প্রতি ভিডিও কলের জন্য নতুন ‘ফিল্টার’ ও ‘ব্যাকগ্রাউন্ড’ যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। তাই এখন হোয়াটসঅ্যাপের নতুন ১০টি ফিল্টার ও ১০টি ব্যাকগ্রাউন্ডের মধ্য থেকে পছন্দমতো অপশন নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা। ফিল্টারগুলোর মধ্যে রয়েছে—ওয়ার্ম, কুল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিসআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস এবং ডুও টোন। ব্যাকগ্রাউন্ডের অপশনগুলোর মধ্যে রয়েছে—ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবেলস, ফুডি, স্মুস, বিচ, সানসেট, সেলিব্রেশন এবং ফোরেস্ট।
তথ্যসূত্র: নাইন টু ফাইভ ম্যাক
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১০ ঘণ্টা আগে