অনলাইন ডেস্ক
ডিজিটাল যুগে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা ক্রমেই জটিল হয়ে উঠছে। ফেসবুকের মেসেঞ্জার অ্যাপে প্রায় প্রতিদিনই অসংখ্য পরিচিত-অপরিচিত মানুষের মেসেজ আসে। তবে আপনি চাইলে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন—কে আপনাকে মেসেজ পাঠাতে পারবে, আর কার মেসেজ সরাসরি ইনবক্সে না এসে মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারে যাবে বা একেবারেই আসবে না।
মেসেঞ্জারে বার্তাগুলো আসা নিয়ন্ত্রণের জন্য সেটিংসের কিছু অপশন নির্বাচন করতে হবে। অপশনগুলো খুঁজে পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. স্মার্টফোন থেকে মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করুন।
২. এবার নিচের ডান দিকে থাকা ‘মেনু’ বাটনে ট্যাপ করুন।
৩. এখন ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৪. এবার স্ক্রল করে ‘প্রাইভেসি অ্যান্ড সেফটি’ অপশন নির্বাচন করুন।
৫. এবার ‘হু ক্যান রিচ ইউ’ সেকশনের নিচে থাকা ‘মেসেজ ডেলিভারি’ অপশনে ট্যাপ করুন।
৬. এখানে তিনটি অপশন দেখা যাবে—
ফ্রেন্ডস অব ফ্রেন্ডস—এই অপশন থেকে শুধু ফেসবুক বন্ধুদের মেসেজ পাঠানোর অনুমতি দিতে পারেন। এতে অপরিচিতদের মেসেজ আসবে না। এ ছাড়া মেসেজগুলো চ্যাটে সরাসরি আসবে কি না মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারে আসবে, তা নির্বাচন করতে পারবে। এ ছাড়া ‘ডু নট রিসিভ রিকোয়েস্ট’ অপশনে ট্যাপ করলে মিউচুয়াল বন্ধুরাও মেসেজ পাঠাতে পারবেন না।
পিপল অন ইউওর ফেসবুক গ্রুপস—ফেসবুক বন্ধুতালিকা না থাকলেও আপনি যে ফেসবুক গ্রুপগুলোর সদস্য, সেই গ্রুপের অন্য সদস্যরা আপনাকে মেসেজ পাঠাতে পারেন। তাই এই সেকশন থেকে ‘ডু নট রিসিভ রিকোয়েস্ট’ অপশনে ট্যাপ করলে গ্রুপের সদস্যরা মেসেজ পাঠাতে পারবেন না। তবে ‘চ্যাটস’ অপশন নির্বাচিত থাকলে বিভিন্ন গ্রুপের সদস্যরা মেসেজ পাঠাতে পারবেন। আর মেসেজগুলো ‘মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারে’ জমা করতে চাইলে ‘মেসেজ রিকোয়েস্ট অপশনে ট্যাপ করুন।
আদার্স অন মেসেঞ্জার: এদিকে আদার্স অন মেসেঞ্জার বলতে বোঝানো হয় এমন ব্যক্তিদের, যারা মেসেঞ্জার ব্যবহার করেন, তবে তাঁরা ফেসবুক বন্ধু নন এবং তাঁরা আপনার কোনো ফেসবুক গ্রুপ, পেজ, বা ইনস্টাগ্রাম কানেকশনের মাধ্যমেও যুক্ত নন। সুতরাং এই ধরনের অপরিচিত ব্যক্তির অনাকাঙ্ক্ষিত মেসেজ না পেতে চাইলে এই সেকশন থেকে ‘ডু নট রিসিভ রিকোয়েস্ট’ অপশনে ট্যাপ করুন।
এভাবে মেসেঞ্জারে কারা আপনাকে বার্তা পাঠাতে পারবেন, তা নির্বাচন করতে পারবেন।
ডিজিটাল যুগে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা ক্রমেই জটিল হয়ে উঠছে। ফেসবুকের মেসেঞ্জার অ্যাপে প্রায় প্রতিদিনই অসংখ্য পরিচিত-অপরিচিত মানুষের মেসেজ আসে। তবে আপনি চাইলে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন—কে আপনাকে মেসেজ পাঠাতে পারবে, আর কার মেসেজ সরাসরি ইনবক্সে না এসে মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারে যাবে বা একেবারেই আসবে না।
মেসেঞ্জারে বার্তাগুলো আসা নিয়ন্ত্রণের জন্য সেটিংসের কিছু অপশন নির্বাচন করতে হবে। অপশনগুলো খুঁজে পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. স্মার্টফোন থেকে মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করুন।
২. এবার নিচের ডান দিকে থাকা ‘মেনু’ বাটনে ট্যাপ করুন।
৩. এখন ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৪. এবার স্ক্রল করে ‘প্রাইভেসি অ্যান্ড সেফটি’ অপশন নির্বাচন করুন।
৫. এবার ‘হু ক্যান রিচ ইউ’ সেকশনের নিচে থাকা ‘মেসেজ ডেলিভারি’ অপশনে ট্যাপ করুন।
৬. এখানে তিনটি অপশন দেখা যাবে—
ফ্রেন্ডস অব ফ্রেন্ডস—এই অপশন থেকে শুধু ফেসবুক বন্ধুদের মেসেজ পাঠানোর অনুমতি দিতে পারেন। এতে অপরিচিতদের মেসেজ আসবে না। এ ছাড়া মেসেজগুলো চ্যাটে সরাসরি আসবে কি না মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারে আসবে, তা নির্বাচন করতে পারবে। এ ছাড়া ‘ডু নট রিসিভ রিকোয়েস্ট’ অপশনে ট্যাপ করলে মিউচুয়াল বন্ধুরাও মেসেজ পাঠাতে পারবেন না।
পিপল অন ইউওর ফেসবুক গ্রুপস—ফেসবুক বন্ধুতালিকা না থাকলেও আপনি যে ফেসবুক গ্রুপগুলোর সদস্য, সেই গ্রুপের অন্য সদস্যরা আপনাকে মেসেজ পাঠাতে পারেন। তাই এই সেকশন থেকে ‘ডু নট রিসিভ রিকোয়েস্ট’ অপশনে ট্যাপ করলে গ্রুপের সদস্যরা মেসেজ পাঠাতে পারবেন না। তবে ‘চ্যাটস’ অপশন নির্বাচিত থাকলে বিভিন্ন গ্রুপের সদস্যরা মেসেজ পাঠাতে পারবেন। আর মেসেজগুলো ‘মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারে’ জমা করতে চাইলে ‘মেসেজ রিকোয়েস্ট অপশনে ট্যাপ করুন।
আদার্স অন মেসেঞ্জার: এদিকে আদার্স অন মেসেঞ্জার বলতে বোঝানো হয় এমন ব্যক্তিদের, যারা মেসেঞ্জার ব্যবহার করেন, তবে তাঁরা ফেসবুক বন্ধু নন এবং তাঁরা আপনার কোনো ফেসবুক গ্রুপ, পেজ, বা ইনস্টাগ্রাম কানেকশনের মাধ্যমেও যুক্ত নন। সুতরাং এই ধরনের অপরিচিত ব্যক্তির অনাকাঙ্ক্ষিত মেসেজ না পেতে চাইলে এই সেকশন থেকে ‘ডু নট রিসিভ রিকোয়েস্ট’ অপশনে ট্যাপ করুন।
এভাবে মেসেঞ্জারে কারা আপনাকে বার্তা পাঠাতে পারবেন, তা নির্বাচন করতে পারবেন।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া চীনের জন্য তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চিপ এইচ ২০–এর একটি পরিবর্তিত ও কম ক্ষমতাসম্পন্ন সংস্করণ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। আগামী দুই মাসের মধ্যেই এই সংস্করণ বাজারে আসবে বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন কোম্পানির ঘনিষ্ঠ তিনটি সূত্র।
৩৯ মিনিট আগেসরকারি নির্দেশনায় জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কথা উল্লেখ করে ভারতে অন্তত চারটি বাংলাদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে ইউটিউব। চ্যানেলগুলো হলো—যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহনা টিভি। ভারত থেকে এই চ্যানেলগুলো দেখতে গেলে ইউটিউবে একটি বার্তা দেখা যাচ্ছে—‘জাতীয় নিরাপত্তা বা...
১১ ঘণ্টা আগেতথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেছেন, বাংলাদেশ এখন শুধু এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) গ্রহণ করতে চায় না, নেতৃত্ব দিতেও প্রস্তুত। আজ বৃহস্পতিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ এআই সামিটে ও হ্যাকাথনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
২ দিন আগেভারতে মুসলমানদের সংবাদভিত্তিক জনপ্রিয় ইনস্টাগ্রামে ভারতীয়দের প্রবেশ বন্ধ করেছে মেটা। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ইনস্টাগ্রামে জনপ্রিয় মুসলিম পেজ ‘@Muslim’—এ ভারতী ব্যবহারকারীরা আর প্রবেশ করতে পারছেন না।
২ দিন আগে