অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া চীনের জন্য তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চিপ এইচ ২০–এর একটি পরিবর্তিত ও কম ক্ষমতাসম্পন্ন সংস্করণ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। আগামী দুই মাসের মধ্যেই এই সংস্করণ বাজারে আসবে বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন কোম্পানির ঘনিষ্ঠ তিনটি সূত্র।
চীনে চিপ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের সরকারের কঠোর বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে। মূল এইচ ২০ চিপটি চীনে বিক্রির জন্য এখন রপ্তানি লাইসেন্সের আওতাভুক্ত হয়ে পড়েছে। ফলে কোম্পানিটি পরিবর্তিত সংস্করণটি তৈরি করছে।
এক সূত্র জানিয়েছে, নতুন এই চিপে মূল সংস্করণের তুলনায় অনেকাংশেই ক্ষমতা কম থাকবে। বিশেষ করে কমে যাবে মেমোরির পরিমাণ। তবে কেউ চাইলে নিজস্ব ব্যবস্থায় চিপের মডিউল কনফিগারেশন পরিবর্তন করে কিছুটা পারফরম্যান্স বৃদ্ধি করতে পারবেন।
তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি এনভিডিয়া।
চীনের বাজারে এনভিডিয়ার অবস্থান কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝাতে গত মাসে বেইজিং সফর করেন কোম্পানিটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। সফরে তিনি চীনের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং চীনের বাজারকে কোম্পানির জন্য ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করেন।
২০২২ সাল থেকে চীনের কাছে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, এসব চিপ সামরিক কাজে ব্যবহার হতে পারে।
গত ২৬ জানুয়ারি শেষ হওয়া অর্থবছরে এনভিডিয়ার মোট বিক্রির ১৩ শতাংশই এসেছে চীন থেকে। অর্থমূল্যে যা প্রায় ১৭ বিলিয়ন ডলার। বিশাল এ আয়ই প্রমাণ করে, চীন এনভিডিয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ একটি বাজার।
চীনে চিপ রপ্তানিতে কঠোর বিধিনিষেধ আরোপের পর গত ২০২৩ সালের অক্টোবরেই এনভিডিয়া বাজারে আনে এইচ ২০ চিপ। চীনের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন টেনসেন্ট, আলিবাবা ও টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স এ চিপের বড় অর্ডার দিয়েছে। চীনা স্টার্টআপ ‘ডিপসিক’ এর মতো প্রতিষ্ঠানের সাশ্রয়ী মূল্যের এআই মডেলের চাহিদা বাড়ার প্রেক্ষিতে এসব অর্ডার দেওয়া হচ্ছে।
গত মাসের রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত এইচ ২০ চিপের অর্ডার এসেছে ১৮ বিলিয়ন ডলারের বেশি। চীনের বাজার থেকে গত অর্থবছরে এনভিডিয়ার আয় হয়েছে ১৭ বিলিয়ন ডলার, যা তাদের মোট বিক্রির ১৩ শতাংশ।
এনভিডিয়া এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ—দুই পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া চীনের জন্য তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চিপ এইচ ২০–এর একটি পরিবর্তিত ও কম ক্ষমতাসম্পন্ন সংস্করণ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। আগামী দুই মাসের মধ্যেই এই সংস্করণ বাজারে আসবে বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন কোম্পানির ঘনিষ্ঠ তিনটি সূত্র।
চীনে চিপ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের সরকারের কঠোর বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে। মূল এইচ ২০ চিপটি চীনে বিক্রির জন্য এখন রপ্তানি লাইসেন্সের আওতাভুক্ত হয়ে পড়েছে। ফলে কোম্পানিটি পরিবর্তিত সংস্করণটি তৈরি করছে।
এক সূত্র জানিয়েছে, নতুন এই চিপে মূল সংস্করণের তুলনায় অনেকাংশেই ক্ষমতা কম থাকবে। বিশেষ করে কমে যাবে মেমোরির পরিমাণ। তবে কেউ চাইলে নিজস্ব ব্যবস্থায় চিপের মডিউল কনফিগারেশন পরিবর্তন করে কিছুটা পারফরম্যান্স বৃদ্ধি করতে পারবেন।
তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি এনভিডিয়া।
চীনের বাজারে এনভিডিয়ার অবস্থান কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝাতে গত মাসে বেইজিং সফর করেন কোম্পানিটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। সফরে তিনি চীনের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং চীনের বাজারকে কোম্পানির জন্য ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করেন।
২০২২ সাল থেকে চীনের কাছে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, এসব চিপ সামরিক কাজে ব্যবহার হতে পারে।
গত ২৬ জানুয়ারি শেষ হওয়া অর্থবছরে এনভিডিয়ার মোট বিক্রির ১৩ শতাংশই এসেছে চীন থেকে। অর্থমূল্যে যা প্রায় ১৭ বিলিয়ন ডলার। বিশাল এ আয়ই প্রমাণ করে, চীন এনভিডিয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ একটি বাজার।
চীনে চিপ রপ্তানিতে কঠোর বিধিনিষেধ আরোপের পর গত ২০২৩ সালের অক্টোবরেই এনভিডিয়া বাজারে আনে এইচ ২০ চিপ। চীনের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন টেনসেন্ট, আলিবাবা ও টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স এ চিপের বড় অর্ডার দিয়েছে। চীনা স্টার্টআপ ‘ডিপসিক’ এর মতো প্রতিষ্ঠানের সাশ্রয়ী মূল্যের এআই মডেলের চাহিদা বাড়ার প্রেক্ষিতে এসব অর্ডার দেওয়া হচ্ছে।
গত মাসের রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত এইচ ২০ চিপের অর্ডার এসেছে ১৮ বিলিয়ন ডলারের বেশি। চীনের বাজার থেকে গত অর্থবছরে এনভিডিয়ার আয় হয়েছে ১৭ বিলিয়ন ডলার, যা তাদের মোট বিক্রির ১৩ শতাংশ।
এনভিডিয়া এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ—দুই পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
চীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
৬ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৭ ঘণ্টা আগে