অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া চীনের জন্য তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চিপ এইচ ২০–এর একটি পরিবর্তিত ও কম ক্ষমতাসম্পন্ন সংস্করণ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। আগামী দুই মাসের মধ্যেই এই সংস্করণ বাজারে আসবে বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন কোম্পানির ঘনিষ্ঠ তিনটি সূত্র।
চীনে চিপ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের সরকারের কঠোর বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে। মূল এইচ ২০ চিপটি চীনে বিক্রির জন্য এখন রপ্তানি লাইসেন্সের আওতাভুক্ত হয়ে পড়েছে। ফলে কোম্পানিটি পরিবর্তিত সংস্করণটি তৈরি করছে।
এক সূত্র জানিয়েছে, নতুন এই চিপে মূল সংস্করণের তুলনায় অনেকাংশেই ক্ষমতা কম থাকবে। বিশেষ করে কমে যাবে মেমোরির পরিমাণ। তবে কেউ চাইলে নিজস্ব ব্যবস্থায় চিপের মডিউল কনফিগারেশন পরিবর্তন করে কিছুটা পারফরম্যান্স বৃদ্ধি করতে পারবেন।
তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি এনভিডিয়া।
চীনের বাজারে এনভিডিয়ার অবস্থান কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝাতে গত মাসে বেইজিং সফর করেন কোম্পানিটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। সফরে তিনি চীনের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং চীনের বাজারকে কোম্পানির জন্য ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করেন।
২০২২ সাল থেকে চীনের কাছে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, এসব চিপ সামরিক কাজে ব্যবহার হতে পারে।
গত ২৬ জানুয়ারি শেষ হওয়া অর্থবছরে এনভিডিয়ার মোট বিক্রির ১৩ শতাংশই এসেছে চীন থেকে। অর্থমূল্যে যা প্রায় ১৭ বিলিয়ন ডলার। বিশাল এ আয়ই প্রমাণ করে, চীন এনভিডিয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ একটি বাজার।
চীনে চিপ রপ্তানিতে কঠোর বিধিনিষেধ আরোপের পর গত ২০২৩ সালের অক্টোবরেই এনভিডিয়া বাজারে আনে এইচ ২০ চিপ। চীনের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন টেনসেন্ট, আলিবাবা ও টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স এ চিপের বড় অর্ডার দিয়েছে। চীনা স্টার্টআপ ‘ডিপসিক’ এর মতো প্রতিষ্ঠানের সাশ্রয়ী মূল্যের এআই মডেলের চাহিদা বাড়ার প্রেক্ষিতে এসব অর্ডার দেওয়া হচ্ছে।
গত মাসের রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত এইচ ২০ চিপের অর্ডার এসেছে ১৮ বিলিয়ন ডলারের বেশি। চীনের বাজার থেকে গত অর্থবছরে এনভিডিয়ার আয় হয়েছে ১৭ বিলিয়ন ডলার, যা তাদের মোট বিক্রির ১৩ শতাংশ।
এনভিডিয়া এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ—দুই পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া চীনের জন্য তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চিপ এইচ ২০–এর একটি পরিবর্তিত ও কম ক্ষমতাসম্পন্ন সংস্করণ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। আগামী দুই মাসের মধ্যেই এই সংস্করণ বাজারে আসবে বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন কোম্পানির ঘনিষ্ঠ তিনটি সূত্র।
চীনে চিপ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের সরকারের কঠোর বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে। মূল এইচ ২০ চিপটি চীনে বিক্রির জন্য এখন রপ্তানি লাইসেন্সের আওতাভুক্ত হয়ে পড়েছে। ফলে কোম্পানিটি পরিবর্তিত সংস্করণটি তৈরি করছে।
এক সূত্র জানিয়েছে, নতুন এই চিপে মূল সংস্করণের তুলনায় অনেকাংশেই ক্ষমতা কম থাকবে। বিশেষ করে কমে যাবে মেমোরির পরিমাণ। তবে কেউ চাইলে নিজস্ব ব্যবস্থায় চিপের মডিউল কনফিগারেশন পরিবর্তন করে কিছুটা পারফরম্যান্স বৃদ্ধি করতে পারবেন।
তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি এনভিডিয়া।
চীনের বাজারে এনভিডিয়ার অবস্থান কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝাতে গত মাসে বেইজিং সফর করেন কোম্পানিটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। সফরে তিনি চীনের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং চীনের বাজারকে কোম্পানির জন্য ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করেন।
২০২২ সাল থেকে চীনের কাছে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, এসব চিপ সামরিক কাজে ব্যবহার হতে পারে।
গত ২৬ জানুয়ারি শেষ হওয়া অর্থবছরে এনভিডিয়ার মোট বিক্রির ১৩ শতাংশই এসেছে চীন থেকে। অর্থমূল্যে যা প্রায় ১৭ বিলিয়ন ডলার। বিশাল এ আয়ই প্রমাণ করে, চীন এনভিডিয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ একটি বাজার।
চীনে চিপ রপ্তানিতে কঠোর বিধিনিষেধ আরোপের পর গত ২০২৩ সালের অক্টোবরেই এনভিডিয়া বাজারে আনে এইচ ২০ চিপ। চীনের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন টেনসেন্ট, আলিবাবা ও টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স এ চিপের বড় অর্ডার দিয়েছে। চীনা স্টার্টআপ ‘ডিপসিক’ এর মতো প্রতিষ্ঠানের সাশ্রয়ী মূল্যের এআই মডেলের চাহিদা বাড়ার প্রেক্ষিতে এসব অর্ডার দেওয়া হচ্ছে।
গত মাসের রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত এইচ ২০ চিপের অর্ডার এসেছে ১৮ বিলিয়ন ডলারের বেশি। চীনের বাজার থেকে গত অর্থবছরে এনভিডিয়ার আয় হয়েছে ১৭ বিলিয়ন ডলার, যা তাদের মোট বিক্রির ১৩ শতাংশ।
এনভিডিয়া এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ—দুই পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
প্রযুক্তি বিশ্বের বহুল প্রতীক্ষিত সম্মেলনে ‘গুগল আইও ২০২৫’ শুরু হচ্ছে আগামী ২০ মে। দুই দিনব্যাপী এই সম্মেলনে গুগল তার বিভিন্ন পণ্যের হালনাগাদ, নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবন তুলে ধরবে।
২২ মিনিট আগেসরকারি নির্দেশনায় জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কথা উল্লেখ করে ভারতে অন্তত চারটি বাংলাদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে ইউটিউব। চ্যানেলগুলো হলো—যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহনা টিভি। ভারত থেকে এই চ্যানেলগুলো দেখতে গেলে ইউটিউবে একটি বার্তা দেখা যাচ্ছে—‘জাতীয় নিরাপত্তা বা...
১৪ ঘণ্টা আগেতথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেছেন, বাংলাদেশ এখন শুধু এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) গ্রহণ করতে চায় না, নেতৃত্ব দিতেও প্রস্তুত। আজ বৃহস্পতিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ এআই সামিটে ও হ্যাকাথনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
২ দিন আগেভারতে মুসলমানদের সংবাদভিত্তিক জনপ্রিয় ইনস্টাগ্রামে ভারতীয়দের প্রবেশ বন্ধ করেছে মেটা। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ইনস্টাগ্রামে জনপ্রিয় মুসলিম পেজ ‘@Muslim’—এ ভারতী ব্যবহারকারীরা আর প্রবেশ করতে পারছেন না।
২ দিন আগে