অনলাইন ডেস্ক
মেসেজিং ও ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন বিশ্বের কোটি কোটি মানুষ। পরিবার, বন্ধু, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান বা সামাজিক সংগঠনগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের জন্য হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলারও সুযোগ রয়েছে। এ ধরনের গ্রুপগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অ্যাডমিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন বা একাধিক অ্যাডমিন নিযুক্ত করা হয়, যাঁদের দায়িত্ব হলো গ্রুপের শৃঙ্খলা রক্ষা, সদস্যদের পরিচালনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া।
অ্যাডমিন হলেন সেই ব্যক্তি, যিনি গ্রুপের কার্যক্রম নিয়ন্ত্রণ করেন, গ্রুপের সদস্য হওয়ার যোগ্যতা যাচাই করেন এবং গ্রুপের নিয়মাবলি প্রতিষ্ঠা করেন। যদি আপনার গ্রুপে নতুন একজন অ্যাডমিন নিযুক্ত করার প্রয়োজন হয়, তাহলে সহজে তা করা সম্ভব।
একটি গ্রুপে অনির্দিষ্টসংখ্যক অ্যাডমিন থাকতে পারেন এবং যেকোনো অ্যাডমিন একজন সদস্যকে অ্যাডমিন বানাতে পারেন। তবে যিনি গ্রুপ তৈরি করছেন, তিনি গ্রুপ থেকে বের না হওয়া পর্যন্ত তিনি একজন অ্যাডমিন হিসেবেই থাকবেন।
গ্রুপের একজন সদস্যকে অ্যাডমিন বানাবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট খুলুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা ‘তিন ডট’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন মেনু থেকে ‘গ্রুপ ইনফো’ অপশনে ট্যাপ করুন।
৪. পরের পেজে নিচের দিকে স্ক্রল করুন। ‘মেম্বারস’ সেকশনে নিচে গ্রুপের সব সদস্যকে দেখা যাবে।
৫. এখন পছন্দমতো কোনো সদস্যের নামের ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে একটি মেনু চালু হবে।
৬. মেনু থেকে ‘মেক গ্রুপ অ্যাডমিন অপশন নির্বাচন করুন। এভাবে সহজে গ্রুপের যেকোনো সদস্যকে গ্রুপ অ্যাডমিন বানাতে পারবেন।
একাধিক ব্যক্তিকে গ্রুপ অ্যাডমিন বানাবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট খুলুন।
২. এরপর গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
৩. এবার নিচের দিকে স্ক্রল করে ‘গ্রুপ পারমিশন’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. এবার ‘এডিট গ্রুপ অ্যাডমিনস’ অপশনে ট্যাপ করুন।
৫. পরের পেজে গ্রুপের সদস্যদের দেখা যাবে। এখন যাঁদের অ্যাডমিন বানাতে চান, তাঁদের নামের ওপর ট্যাপ করুন।
৬. এবার নিচের দিকে থাকা ‘টিক’ চিহ্নে ট্যাপ। ফলে একই সঙ্গে একাধিক ব্যক্তিকে অ্যাডমিন বানাতে পারবেন।
কাউকে অ্যাডমিনের দায়িত্ব থেকে বাদ দেবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটটি খুলুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা ‘তিন ডট’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন মেনু থেকে ‘গ্রুপ ইনফো’ অপশনে ট্যাপ করুন।
৪. পরের পেজে নিচের দিকে স্ক্রল করুন। ‘মেম্বারস’ সেকশনে নিচে গ্রুপের সব সদস্যকে দেখা যাবে।
৫. এখন যাঁকে অ্যাডমিনের দায়িত্ব থেকে বাদ দেবেন, তাঁর নামের ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে একটি মেনু চালু হবে।
৬. মেনু থেকে ‘ডিসমিস অ্যাজ অ্যাডমিন’ অপশনে ট্যাপ করুন।
মেসেজিং ও ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন বিশ্বের কোটি কোটি মানুষ। পরিবার, বন্ধু, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান বা সামাজিক সংগঠনগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের জন্য হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলারও সুযোগ রয়েছে। এ ধরনের গ্রুপগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অ্যাডমিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন বা একাধিক অ্যাডমিন নিযুক্ত করা হয়, যাঁদের দায়িত্ব হলো গ্রুপের শৃঙ্খলা রক্ষা, সদস্যদের পরিচালনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া।
অ্যাডমিন হলেন সেই ব্যক্তি, যিনি গ্রুপের কার্যক্রম নিয়ন্ত্রণ করেন, গ্রুপের সদস্য হওয়ার যোগ্যতা যাচাই করেন এবং গ্রুপের নিয়মাবলি প্রতিষ্ঠা করেন। যদি আপনার গ্রুপে নতুন একজন অ্যাডমিন নিযুক্ত করার প্রয়োজন হয়, তাহলে সহজে তা করা সম্ভব।
একটি গ্রুপে অনির্দিষ্টসংখ্যক অ্যাডমিন থাকতে পারেন এবং যেকোনো অ্যাডমিন একজন সদস্যকে অ্যাডমিন বানাতে পারেন। তবে যিনি গ্রুপ তৈরি করছেন, তিনি গ্রুপ থেকে বের না হওয়া পর্যন্ত তিনি একজন অ্যাডমিন হিসেবেই থাকবেন।
গ্রুপের একজন সদস্যকে অ্যাডমিন বানাবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট খুলুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা ‘তিন ডট’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন মেনু থেকে ‘গ্রুপ ইনফো’ অপশনে ট্যাপ করুন।
৪. পরের পেজে নিচের দিকে স্ক্রল করুন। ‘মেম্বারস’ সেকশনে নিচে গ্রুপের সব সদস্যকে দেখা যাবে।
৫. এখন পছন্দমতো কোনো সদস্যের নামের ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে একটি মেনু চালু হবে।
৬. মেনু থেকে ‘মেক গ্রুপ অ্যাডমিন অপশন নির্বাচন করুন। এভাবে সহজে গ্রুপের যেকোনো সদস্যকে গ্রুপ অ্যাডমিন বানাতে পারবেন।
একাধিক ব্যক্তিকে গ্রুপ অ্যাডমিন বানাবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট খুলুন।
২. এরপর গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
৩. এবার নিচের দিকে স্ক্রল করে ‘গ্রুপ পারমিশন’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. এবার ‘এডিট গ্রুপ অ্যাডমিনস’ অপশনে ট্যাপ করুন।
৫. পরের পেজে গ্রুপের সদস্যদের দেখা যাবে। এখন যাঁদের অ্যাডমিন বানাতে চান, তাঁদের নামের ওপর ট্যাপ করুন।
৬. এবার নিচের দিকে থাকা ‘টিক’ চিহ্নে ট্যাপ। ফলে একই সঙ্গে একাধিক ব্যক্তিকে অ্যাডমিন বানাতে পারবেন।
কাউকে অ্যাডমিনের দায়িত্ব থেকে বাদ দেবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটটি খুলুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা ‘তিন ডট’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন মেনু থেকে ‘গ্রুপ ইনফো’ অপশনে ট্যাপ করুন।
৪. পরের পেজে নিচের দিকে স্ক্রল করুন। ‘মেম্বারস’ সেকশনে নিচে গ্রুপের সব সদস্যকে দেখা যাবে।
৫. এখন যাঁকে অ্যাডমিনের দায়িত্ব থেকে বাদ দেবেন, তাঁর নামের ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে একটি মেনু চালু হবে।
৬. মেনু থেকে ‘ডিসমিস অ্যাজ অ্যাডমিন’ অপশনে ট্যাপ করুন।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে