আজকের পত্রিকা ডেস্ক
মেসেজিং ও ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন বিশ্বের কোটি কোটি মানুষ। পরিবার, বন্ধু, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান বা সামাজিক সংগঠনগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের জন্য হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলারও সুযোগ রয়েছে। এ ধরনের গ্রুপগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অ্যাডমিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন বা একাধিক অ্যাডমিন নিযুক্ত করা হয়, যাঁদের দায়িত্ব হলো গ্রুপের শৃঙ্খলা রক্ষা, সদস্যদের পরিচালনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া।
অ্যাডমিন হলেন সেই ব্যক্তি, যিনি গ্রুপের কার্যক্রম নিয়ন্ত্রণ করেন, গ্রুপের সদস্য হওয়ার যোগ্যতা যাচাই করেন এবং গ্রুপের নিয়মাবলি প্রতিষ্ঠা করেন। যদি আপনার গ্রুপে নতুন একজন অ্যাডমিন নিযুক্ত করার প্রয়োজন হয়, তাহলে সহজে তা করা সম্ভব।
একটি গ্রুপে অনির্দিষ্টসংখ্যক অ্যাডমিন থাকতে পারেন এবং যেকোনো অ্যাডমিন একজন সদস্যকে অ্যাডমিন বানাতে পারেন। তবে যিনি গ্রুপ তৈরি করছেন, তিনি গ্রুপ থেকে বের না হওয়া পর্যন্ত তিনি একজন অ্যাডমিন হিসেবেই থাকবেন।
গ্রুপের একজন সদস্যকে অ্যাডমিন বানাবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট খুলুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা ‘তিন ডট’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন মেনু থেকে ‘গ্রুপ ইনফো’ অপশনে ট্যাপ করুন।
৪. পরের পেজে নিচের দিকে স্ক্রল করুন। ‘মেম্বারস’ সেকশনে নিচে গ্রুপের সব সদস্যকে দেখা যাবে।
৫. এখন পছন্দমতো কোনো সদস্যের নামের ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে একটি মেনু চালু হবে।
৬. মেনু থেকে ‘মেক গ্রুপ অ্যাডমিন অপশন নির্বাচন করুন। এভাবে সহজে গ্রুপের যেকোনো সদস্যকে গ্রুপ অ্যাডমিন বানাতে পারবেন।
একাধিক ব্যক্তিকে গ্রুপ অ্যাডমিন বানাবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট খুলুন।
২. এরপর গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
৩. এবার নিচের দিকে স্ক্রল করে ‘গ্রুপ পারমিশন’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. এবার ‘এডিট গ্রুপ অ্যাডমিনস’ অপশনে ট্যাপ করুন।
৫. পরের পেজে গ্রুপের সদস্যদের দেখা যাবে। এখন যাঁদের অ্যাডমিন বানাতে চান, তাঁদের নামের ওপর ট্যাপ করুন।
৬. এবার নিচের দিকে থাকা ‘টিক’ চিহ্নে ট্যাপ। ফলে একই সঙ্গে একাধিক ব্যক্তিকে অ্যাডমিন বানাতে পারবেন।
কাউকে অ্যাডমিনের দায়িত্ব থেকে বাদ দেবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটটি খুলুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা ‘তিন ডট’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন মেনু থেকে ‘গ্রুপ ইনফো’ অপশনে ট্যাপ করুন।
৪. পরের পেজে নিচের দিকে স্ক্রল করুন। ‘মেম্বারস’ সেকশনে নিচে গ্রুপের সব সদস্যকে দেখা যাবে।
৫. এখন যাঁকে অ্যাডমিনের দায়িত্ব থেকে বাদ দেবেন, তাঁর নামের ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে একটি মেনু চালু হবে।
৬. মেনু থেকে ‘ডিসমিস অ্যাজ অ্যাডমিন’ অপশনে ট্যাপ করুন।
মেসেজিং ও ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন বিশ্বের কোটি কোটি মানুষ। পরিবার, বন্ধু, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান বা সামাজিক সংগঠনগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের জন্য হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলারও সুযোগ রয়েছে। এ ধরনের গ্রুপগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অ্যাডমিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন বা একাধিক অ্যাডমিন নিযুক্ত করা হয়, যাঁদের দায়িত্ব হলো গ্রুপের শৃঙ্খলা রক্ষা, সদস্যদের পরিচালনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া।
অ্যাডমিন হলেন সেই ব্যক্তি, যিনি গ্রুপের কার্যক্রম নিয়ন্ত্রণ করেন, গ্রুপের সদস্য হওয়ার যোগ্যতা যাচাই করেন এবং গ্রুপের নিয়মাবলি প্রতিষ্ঠা করেন। যদি আপনার গ্রুপে নতুন একজন অ্যাডমিন নিযুক্ত করার প্রয়োজন হয়, তাহলে সহজে তা করা সম্ভব।
একটি গ্রুপে অনির্দিষ্টসংখ্যক অ্যাডমিন থাকতে পারেন এবং যেকোনো অ্যাডমিন একজন সদস্যকে অ্যাডমিন বানাতে পারেন। তবে যিনি গ্রুপ তৈরি করছেন, তিনি গ্রুপ থেকে বের না হওয়া পর্যন্ত তিনি একজন অ্যাডমিন হিসেবেই থাকবেন।
গ্রুপের একজন সদস্যকে অ্যাডমিন বানাবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট খুলুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা ‘তিন ডট’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন মেনু থেকে ‘গ্রুপ ইনফো’ অপশনে ট্যাপ করুন।
৪. পরের পেজে নিচের দিকে স্ক্রল করুন। ‘মেম্বারস’ সেকশনে নিচে গ্রুপের সব সদস্যকে দেখা যাবে।
৫. এখন পছন্দমতো কোনো সদস্যের নামের ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে একটি মেনু চালু হবে।
৬. মেনু থেকে ‘মেক গ্রুপ অ্যাডমিন অপশন নির্বাচন করুন। এভাবে সহজে গ্রুপের যেকোনো সদস্যকে গ্রুপ অ্যাডমিন বানাতে পারবেন।
একাধিক ব্যক্তিকে গ্রুপ অ্যাডমিন বানাবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট খুলুন।
২. এরপর গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
৩. এবার নিচের দিকে স্ক্রল করে ‘গ্রুপ পারমিশন’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. এবার ‘এডিট গ্রুপ অ্যাডমিনস’ অপশনে ট্যাপ করুন।
৫. পরের পেজে গ্রুপের সদস্যদের দেখা যাবে। এখন যাঁদের অ্যাডমিন বানাতে চান, তাঁদের নামের ওপর ট্যাপ করুন।
৬. এবার নিচের দিকে থাকা ‘টিক’ চিহ্নে ট্যাপ। ফলে একই সঙ্গে একাধিক ব্যক্তিকে অ্যাডমিন বানাতে পারবেন।
কাউকে অ্যাডমিনের দায়িত্ব থেকে বাদ দেবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটটি খুলুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা ‘তিন ডট’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন মেনু থেকে ‘গ্রুপ ইনফো’ অপশনে ট্যাপ করুন।
৪. পরের পেজে নিচের দিকে স্ক্রল করুন। ‘মেম্বারস’ সেকশনে নিচে গ্রুপের সব সদস্যকে দেখা যাবে।
৫. এখন যাঁকে অ্যাডমিনের দায়িত্ব থেকে বাদ দেবেন, তাঁর নামের ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে একটি মেনু চালু হবে।
৬. মেনু থেকে ‘ডিসমিস অ্যাজ অ্যাডমিন’ অপশনে ট্যাপ করুন।
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
২ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
৩ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৪ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
৪ দিন আগে