অনলাইন ডেস্ক
প্রতিনিয়ত নানা ধরনের বার্তা আদান-প্রদান করা হয় হোয়াটসঅ্যাপে। এর ফলে প্ল্যাটফর্মটি ব্যবহারের একঘেয়েমি আসতে পারে। তবে হোয়াটসঅ্যাপের চ্যাট থিম পরিবর্তন করে সেটি আরও আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করা যায়। থিম পরিবর্তন করে আপনি চ্যাটের ব্যাকগ্রাউন্ড, ফন্টের রং এবং স্টাইল কাস্টমাইজ করতে পারেন, যা আপনার চ্যাটিং অভিজ্ঞতাকে আরও আনন্দময় ও ব্যক্তিগত করে তোলে।
এ ছাড়া, প্রতিটি চ্যাটের থিম আলাদা রাখলে একনজরে ব্যক্তিগত ও পেশাগত মেসেজের মধ্যে পার্থক্য করা যায়। এটি ভুলক্রমে অন্য কাউকে মেসেজ পাঠানোর সম্ভাবনাও কমিয়ে দেয়। ফলে, আপনার চ্যাট প্ল্যাটফর্ম আরও কার্যকর, সুসংগঠিত হয়ে ওঠে।
চ্যাট থিম দুইভাবে পরিবর্তন করা যায়। একটি হলো—একেবারে সবগুলো চ্যাটে একই (ডিফল্ট) থিম (যুক্ত করা। আরেকটি হলো–প্রতিটি চ্যাট থিম আলাদাভাবে পরিবর্তন করা। ফিচারটি ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি স্মার্টফোনে ইনস্টল থাকতে হবে। নতুন আপডেটে হোয়াটসঅ্যাপে ৩০টি নতুন ওয়ালপেপার যুক্ত হয়েছে।
অ্যান্ড্রয়েডে সবগুলো চ্যাটে একই থিম যুক্ত করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. ওপরের দিকে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। এর ফলে মেনু চালু হবে।
৩. মেনু থেকে ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৪. এখন ‘চ্যাটস’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার ‘ডিফল্ট চ্যাট থিম’ অপশনে ট্যাপ করুন। এখানে চ্যাট থিম কাস্টমাইজ করার জন্য বিভিন্ন অপশন দেখা যাবে—
অ্যান্ড্রয়েডে প্রতিটি চ্যাট থিম আলাদাভাবে পরিবর্তন করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. যে চ্যাটের থিম পরিবর্তন করতে চাইছেন তার ওপর ট্যাপ করুন।
৩. এবার ওপরের দিকে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। এর ফলে মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘চ্যাট থিম’ অপশনে ট্যাপ করুন।
৫. চ্যাটের রং পরিবর্তন—এই অপশনে ট্যাপ করে টেক্সটের রং পরিবর্তন করার জন্য বিভিন্ন ধরনের রং দেখতে পারবেন। পছন্দমতো রঙের ওপর ট্যাপ করুন। এখন ডান পাশে থাকা ‘সূর্যের’ মতো আইকোনে ট্যাপ করে রংটি কালচে বা হালকা করতে পারবেন। রং বাছাই হলে ওপরের টিক চিহ্নে ট্যাপ করুন।
৬. চ্যাট ওয়ালপেপার পরিবর্তন করুন—এই অপশনে ট্যাপ করে চ্যাটের ওয়ালপেপার পরিবর্তন করতে পারবেন। হোয়াটসঅ্যাপে কয়েকটি রঙিন ওয়ালপেপার থাকে, সেগুলো থেকে নির্বাচন করতে পারবেন বা ‘সেট এ কালার’ অপশন থেকে এক রঙের কোনো থিম নির্বাচন করতে পারবেন। সেই সঙ্গে ফোনের গ্যালারি থেকে ওয়ালপেপার নির্বাচন করতে পারবেন। এ জন্য ‘চুজ ফ্রম গ্যালারি’ অপশনটি নির্বাচন করুন। এখন বাম পাশে থাকা ‘সূর্যের মতো আইকোনে ট্যাপ করে ওয়ালপেপারের রংটি কালচে বা হালকা করতে পারবেন। এবার কাঙ্ক্ষিত চ্যাট থিম নির্বাচন করে ওপরের দিকে থাকা সবুজ আইকোনে ট্যাপ করুন।
তবে এবার সবগুলো চ্যাটে একই ধরনের টেক্সটের রং ও ওয়ালপেপার পরিবর্তন করলে শুধু একটি চ্যাটেই এসব পরিবর্তন দেখা যাবে।
প্রতিনিয়ত নানা ধরনের বার্তা আদান-প্রদান করা হয় হোয়াটসঅ্যাপে। এর ফলে প্ল্যাটফর্মটি ব্যবহারের একঘেয়েমি আসতে পারে। তবে হোয়াটসঅ্যাপের চ্যাট থিম পরিবর্তন করে সেটি আরও আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করা যায়। থিম পরিবর্তন করে আপনি চ্যাটের ব্যাকগ্রাউন্ড, ফন্টের রং এবং স্টাইল কাস্টমাইজ করতে পারেন, যা আপনার চ্যাটিং অভিজ্ঞতাকে আরও আনন্দময় ও ব্যক্তিগত করে তোলে।
এ ছাড়া, প্রতিটি চ্যাটের থিম আলাদা রাখলে একনজরে ব্যক্তিগত ও পেশাগত মেসেজের মধ্যে পার্থক্য করা যায়। এটি ভুলক্রমে অন্য কাউকে মেসেজ পাঠানোর সম্ভাবনাও কমিয়ে দেয়। ফলে, আপনার চ্যাট প্ল্যাটফর্ম আরও কার্যকর, সুসংগঠিত হয়ে ওঠে।
চ্যাট থিম দুইভাবে পরিবর্তন করা যায়। একটি হলো—একেবারে সবগুলো চ্যাটে একই (ডিফল্ট) থিম (যুক্ত করা। আরেকটি হলো–প্রতিটি চ্যাট থিম আলাদাভাবে পরিবর্তন করা। ফিচারটি ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি স্মার্টফোনে ইনস্টল থাকতে হবে। নতুন আপডেটে হোয়াটসঅ্যাপে ৩০টি নতুন ওয়ালপেপার যুক্ত হয়েছে।
অ্যান্ড্রয়েডে সবগুলো চ্যাটে একই থিম যুক্ত করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. ওপরের দিকে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। এর ফলে মেনু চালু হবে।
৩. মেনু থেকে ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৪. এখন ‘চ্যাটস’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার ‘ডিফল্ট চ্যাট থিম’ অপশনে ট্যাপ করুন। এখানে চ্যাট থিম কাস্টমাইজ করার জন্য বিভিন্ন অপশন দেখা যাবে—
অ্যান্ড্রয়েডে প্রতিটি চ্যাট থিম আলাদাভাবে পরিবর্তন করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. যে চ্যাটের থিম পরিবর্তন করতে চাইছেন তার ওপর ট্যাপ করুন।
৩. এবার ওপরের দিকে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। এর ফলে মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘চ্যাট থিম’ অপশনে ট্যাপ করুন।
৫. চ্যাটের রং পরিবর্তন—এই অপশনে ট্যাপ করে টেক্সটের রং পরিবর্তন করার জন্য বিভিন্ন ধরনের রং দেখতে পারবেন। পছন্দমতো রঙের ওপর ট্যাপ করুন। এখন ডান পাশে থাকা ‘সূর্যের’ মতো আইকোনে ট্যাপ করে রংটি কালচে বা হালকা করতে পারবেন। রং বাছাই হলে ওপরের টিক চিহ্নে ট্যাপ করুন।
৬. চ্যাট ওয়ালপেপার পরিবর্তন করুন—এই অপশনে ট্যাপ করে চ্যাটের ওয়ালপেপার পরিবর্তন করতে পারবেন। হোয়াটসঅ্যাপে কয়েকটি রঙিন ওয়ালপেপার থাকে, সেগুলো থেকে নির্বাচন করতে পারবেন বা ‘সেট এ কালার’ অপশন থেকে এক রঙের কোনো থিম নির্বাচন করতে পারবেন। সেই সঙ্গে ফোনের গ্যালারি থেকে ওয়ালপেপার নির্বাচন করতে পারবেন। এ জন্য ‘চুজ ফ্রম গ্যালারি’ অপশনটি নির্বাচন করুন। এখন বাম পাশে থাকা ‘সূর্যের মতো আইকোনে ট্যাপ করে ওয়ালপেপারের রংটি কালচে বা হালকা করতে পারবেন। এবার কাঙ্ক্ষিত চ্যাট থিম নির্বাচন করে ওপরের দিকে থাকা সবুজ আইকোনে ট্যাপ করুন।
তবে এবার সবগুলো চ্যাটে একই ধরনের টেক্সটের রং ও ওয়ালপেপার পরিবর্তন করলে শুধু একটি চ্যাটেই এসব পরিবর্তন দেখা যাবে।
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
২ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
৪ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
৬ ঘণ্টা আগে