Ajker Patrika

ফেসবুকের ভাষা বাংলায় পরিবর্তন করবেন যেভাবে

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ মে ২০২৫, ০৮: ৪৬
অ্যান্ড্রয়েড ফোন থেকে ফেসবুক অ্যাপ চালু করুন। ছবি: সংগৃহীত
অ্যান্ড্রয়েড ফোন থেকে ফেসবুক অ্যাপ চালু করুন। ছবি: সংগৃহীত

ডিজিটাল জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ফেসবুক। পরিবার, বন্ধু, সহকর্মী বা দূরের আত্মীয়—সবার সঙ্গে সহজে যোগাযোগ রাখার মাধ্যম হলো এই সোশ্যাল মিডিয়া। তবে ইংরেজির পরিবর্তে বাংলা ভাষায় ফেসবুক ব্যবহার করা যায় তা অনেকেই জানে না। যারা ইংরেজিতে অনভিজ্ঞ বা স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাঁদের জন্য এটি অত্যন্ত উপযোগী একটি ফিচার। বাংলায় ফেসবুক ব্যবহার করলে মেনু, নির্দেশনা, নোটিফিকেশন—সবকিছু বাংলায় দেখা যাবে। ফলে ফেসবুক ব্যবহার আরও সহজ ও সাবলীল হয়।

অ্যান্ড্রয়েড ফোন থেকে

১. অ্যান্ড্রয়েড ফোন থেকে ফেসবুক অ্যাপ চালু করুন।

২. ডান দিকে ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে বা তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন। এর ফলে মেনু চালু হবে।

২. মেনুতে নিচের স্ক্রল করুন এবং ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ নির্বাচন করুন।

৩. এরপর ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।

৪. আবারও নিচের দিকে স্ক্রল করে ‘ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিওন’ অপশন নির্বাচন করুন।

৫. পরের স্ক্রিনে প্রথম অপশনেই ভাষা বদল করার অপশন দেখতে পাবেন। এতে ট্যাপ করুন।

৬. এখন স্ক্রল করে ‘বাংলা’ ভাষা নির্বাচন করুন।

৭. ওপরের দিকে থাকা ‘সেভ’ বাটনে ট্যাপ করুন। এভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ভাষা বদল হয়ে যাবে।

আইফোন থেকে

১. আইফোন থেকে ফেসবুক অ্যাপ চালু করুন।

২. ডান দিকে নিচের দিকে থাকা প্রোফাইল ছবিতে বা তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন। এর ফলে মেনু চালু হবে।

২. মেনুতে নিচের স্ক্রল করুন এবং ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ নির্বাচন করুন।

৩. এরপর ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।

৪. আবারও নিচের দিকে স্ক্রল করে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিওন অপশন নির্বাচন করুন।

৫. পরের স্ক্রিনে প্রথম অপশনেই ভাষা বদল করার অপশন দেখতে পাবেন। এতে ট্যাপ করুন।

৬. এখন স্ক্রল করে ‘বাংলা’ ভাষা নির্বাচন করুন।

৭. ওপরের দিকে থাকা ‘সেভ’ বাটনে ট্যাপ করুন। এভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ভাষা বদল হয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

পাকিস্তানে হামলায় ভারত কি ‘ব্রহ্মস’ ছুড়েছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত