বেশিক্ষণ চার্জ থাকে যে স্মার্টফোনগুলোতে
স্মার্টফোন মানুষের নিত্যদিনের সঙ্গী। অফিসের কাজ, অনলাইন ক্লাস কিংবা বিনোদন সবকিছুই এখন স্মার্টফোনে। স্মার্টফোনের চার্জ হুটহাট শেষ হয়ে গেলে বিপদ। তাই স্মার্টফোনের ব্যাটারি হওয়া চাই উচ্চ ক্ষমতাসম্পন্ন। স্মার্টফোনের ব্যাটারির এমএএইচের মান যত বেশি হবে তত বেশিক্ষণ চার্জ থাকবে। বেশিক্ষণ চার্জ থাকে এ রকম ক