প্রযুক্তি ডেস্ক
স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে গিগাবাইট ব্র্যান্ডের গেমিং মনিটর। এটি কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও দারুণ একটি মনিটর। প্রফেশনাল গেমার ও কনটেন্ট ক্রিয়েটররা সব সময়ই আপডেটেড টেকনোলজি ব্যবহার করে থাকেন। গিগাবাইটের এই নতুন মনিটরটিতে হালনাগাদ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
৩২ ইঞ্চি স্ক্রিন সাইজের এই মনিটরের মডেল এম ৩২ কিউ। এই মনিটর দেবে ফুল এইচডি থেকে দ্বিগুণ পিকচার কোয়ালিটি। এই মনিটরে ৯৪ শতাংশ ডিসিআই-পি থ্রি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ফলে ভিউয়ার পাবেন ট্রু কালার। এই মনিটর খুবই রেসপন্সিভ, রেসপন্স টাইম ১ মিলি সেকেন্ড।
ডিসপ্লে ভিউয়িং অ্যাঙ্গেল যথাসম্ভব বেশি রাখার জন্য মনিটরে আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে। রেজল্যুশন ২৫৬০ x ১৪৪০। ঝকেঝকে উজ্জ্বল। রিফ্রেশ রেট ১৪৪ হার্জ।
মোশন ব্লার কমানোর জন্য রয়েছে বিল্ট ইন এইম স্ট্যাবিলাইজার। ফলে গেমাররা ঝকঝকে স্পষ্ট ছবি দেখতে পাবেন।
গেমিং মনিটরের স্ট্যান্ডটির রয়েছে বিভিন্ন কোণে রাখার সুবিধা। মনিটরটিতে রয়েছে একটি এক্সক্লুসিভ ড্যাশবোর্ড, যেখানে হার্ডওয়্যার সম্পর্কিত তথ্য যেমন—সিপিইউ ভোল্টেজ, ক্লক স্পিড, টেম্পারেচারসহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য রিয়েলটাইমে পাওয়া যাবে। এমনকি ড্যাশবোর্ডটি সুবিধামতো কাস্টমাইজও করা যাবে।
গিগাবাইটের এই মনিটরের ইনপুট পোর্ট হিসেবে থাকছে দুটি এইচডিএমআই ২.০, একটি এয়ার ফোন জ্যাক, একটি ডিসপ্লে পোর্ট, ইউএসবি ৩.০ পোর্ট ও ইউএসবি সি পোর্ট। নিখুঁত এবং পরিষ্কার শব্দ পেতে এই মনিটরে রয়েছে ছয় ওয়াটের স্পিকার।
মনিটরটিতে ভেসা মাউন্টিং করা যাবে ১০০ মিমি পর্যন্ত। এ ছাড়া কেনসিনংটন লকের সঙ্গে ওয়াল মাউন্ট করার সুবিধা তো থাকছেই।
স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে গিগাবাইট ব্র্যান্ডের গেমিং মনিটর। এটি কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও দারুণ একটি মনিটর। প্রফেশনাল গেমার ও কনটেন্ট ক্রিয়েটররা সব সময়ই আপডেটেড টেকনোলজি ব্যবহার করে থাকেন। গিগাবাইটের এই নতুন মনিটরটিতে হালনাগাদ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
৩২ ইঞ্চি স্ক্রিন সাইজের এই মনিটরের মডেল এম ৩২ কিউ। এই মনিটর দেবে ফুল এইচডি থেকে দ্বিগুণ পিকচার কোয়ালিটি। এই মনিটরে ৯৪ শতাংশ ডিসিআই-পি থ্রি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ফলে ভিউয়ার পাবেন ট্রু কালার। এই মনিটর খুবই রেসপন্সিভ, রেসপন্স টাইম ১ মিলি সেকেন্ড।
ডিসপ্লে ভিউয়িং অ্যাঙ্গেল যথাসম্ভব বেশি রাখার জন্য মনিটরে আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে। রেজল্যুশন ২৫৬০ x ১৪৪০। ঝকেঝকে উজ্জ্বল। রিফ্রেশ রেট ১৪৪ হার্জ।
মোশন ব্লার কমানোর জন্য রয়েছে বিল্ট ইন এইম স্ট্যাবিলাইজার। ফলে গেমাররা ঝকঝকে স্পষ্ট ছবি দেখতে পাবেন।
গেমিং মনিটরের স্ট্যান্ডটির রয়েছে বিভিন্ন কোণে রাখার সুবিধা। মনিটরটিতে রয়েছে একটি এক্সক্লুসিভ ড্যাশবোর্ড, যেখানে হার্ডওয়্যার সম্পর্কিত তথ্য যেমন—সিপিইউ ভোল্টেজ, ক্লক স্পিড, টেম্পারেচারসহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য রিয়েলটাইমে পাওয়া যাবে। এমনকি ড্যাশবোর্ডটি সুবিধামতো কাস্টমাইজও করা যাবে।
গিগাবাইটের এই মনিটরের ইনপুট পোর্ট হিসেবে থাকছে দুটি এইচডিএমআই ২.০, একটি এয়ার ফোন জ্যাক, একটি ডিসপ্লে পোর্ট, ইউএসবি ৩.০ পোর্ট ও ইউএসবি সি পোর্ট। নিখুঁত এবং পরিষ্কার শব্দ পেতে এই মনিটরে রয়েছে ছয় ওয়াটের স্পিকার।
মনিটরটিতে ভেসা মাউন্টিং করা যাবে ১০০ মিমি পর্যন্ত। এ ছাড়া কেনসিনংটন লকের সঙ্গে ওয়াল মাউন্ট করার সুবিধা তো থাকছেই।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১৫ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৯ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১ দিন আগে