Ajker Patrika

অ্যাপলের চিপে গতি এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তার নিউর‍্যাল ইঞ্জিন

প্রযুক্তি ডেস্ক
অ্যাপলের চিপে গতি এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তার নিউর‍্যাল ইঞ্জিন

ম্যাক মিনি এম ১ সহ অ্যাপলের নতুন ডেস্কটপ আর ল্যাপটপগুলোতে ব্যবহৃত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার নিউর‍্যাল ইঞ্জিন। এই কৃত্রিম বুদ্ধিমত্তার নিউর‍্যাল ইঞ্জিনের কারণেই অ্যাপলের ডিভাইসগুলোতে গতি এসেছে। যেমন ম্যাক মিনি এম ১ কে অনেকেই লাইভ স্ট্রিমিং এর জন্য দারুণ একটি ডেস্কটপ হিসেবে উল্লেখ করেছেন। এই ডিভাইসের প্রসেসরে রয়েছে অসাধারণ এম ১ চিপ। এছাড়াও সঙ্গে রয়েছে ৮ কোর সিপিইউ এবং ১৬ কোর নিউর‍্যাল ইঞ্জিন। 

এখানে নিউর‍্যাল ইঞ্জিনটি অ্যাপলের এই ডিভাইসটিকে করেছে অনন্য। অ্যাপল এই বিশেষ ধরনের চিপ সংশ্লিষ্ট ইঞ্জিনটি ডিজাইন করে তাঁদের নিজস্ব চিপ এম ১ কে মাথায় রেখে। আর অ্যাপলের ডিজাইন অনুযায়ী এই নিউর‍্যাল ইঞ্জিন তৈরি করে তাইওয়ানের বিখ্যাত চিপ নির্মাণকারী প্রতিষ্ঠান টিএসএমসি (তাইওয়ান সেমিকন্ডাকটর ম্যানুফেকচারার কোম্পানি)। 

নিউর‍্যাল ইঞ্জিনের কার্যক্রম অনেকটাই কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট। অ্যাপলের সিইও টিম কুককে এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক চিপ তৈরির পরিকল্পনায় সহযোগিতা করে ইসরায়েলি প্রযুক্তিবিদ জনি স্রোউজি। পুরো নিউর‍্যাল ইঞ্জিন নির্মাণের ক্ষেত্রে অবদান রাখেন তাতার বংশোদ্ভূত কানাডীয় গবেষক রুশ সালাখুতদিনোভ। 

ম্যাক মিনি এম ১ এর নিউর‍্যাল ইঞ্জিনে রয়েছে ডেডিকেটেড নিউর‍্যাল নেটওয়ার্ক হার্ডওয়্যার। এই হার্ডওয়্যার প্রতি সেকেন্ডে ৬০০ বিলিয়ন অপারেশন পরিচালনা করতে পারে। ফেস আইডি, অ্যানিমোজি এবং নানা ধরনের মেশিন লার্নিং কার্যক্রম বাস্তবায়নে এই ডেডিকেটেড নিউর‍্যাল নেটওয়ার্ক হার্ডওয়্যার কাজ করে থাকে। 

এভাবে ম্যাক মিনি এম ১ সহ অ্যাপলের নানারকম ডিভাইসে গতিশীলতা এনেছে নিউর‍্যাল ইঞ্জিন। আর নিউর‍্যাল ইঞ্জিনকে আপগ্রেড করতে প্রতিনিয়তই কাজ করছে অ্যাপলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টিম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত