অন্য মডেলগুলোর চেয়ে আইফোনে প্রো মডেলে বরাবরই বিশেষ ফিচার যুক্ত করে অ্যাপল। এবার আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো মডেলের ক্যামেরাতেও আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও অপটিক্যাল জুমসহ আর্কষণীয় ৪টি নতুন ফিচার যুক্ত হতে পারে।
১. উন্নত আল্ট্রা ওয়াইড ক্যামেরা
একাধিক প্রতিবেদন থেকে জানা যায়, আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্সে ৪৮ মেগাপিক্সেল (এমপি) আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর যুক্ত করা হবে। গত বছরে বাজারে ছাড়া আইফোন ১৫ প্রো ফোনে ১২ মেগাপিক্সেল (এমপি) আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর রয়েছে ।
এই পরিবর্তনের মাধ্যমে আইফোন ১৬ প্রো মডেলগুলোতে কম আলোতে আরও ভালো ছবি তোলা যাবে। পাশাপাশি ছবির বিষয়গুলো ও রং আরও নিখুঁতভাবে ফুটে উঠবে। এছাড়া আরও ভালো রেজল্যুশনে ছবি তুলতে পারার ফলে ছবি এডিট করার পরও ছবিগুলো ফেটে যাবে না।
৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সরের মাধ্যমে স্পেশিয়াল ভিডিও আরও ভালোভাবে রেকর্ড করা যাবে। কারণ এই ফিচার ব্যবহার করার জন্য প্রধান ও আল্ট্রা ওয়াইড লেন্সের প্রয়োজন হয়। আইফোন ১৬ প্রো তে এই নতুন লেন্স যুক্ত করা হলে স্পেশিয়াল ভিডিও ৪কে রেজল্যুশনে রেকর্ড করা সম্ভব হবে।
২. অপটিক্যাল ও ডিজিটাল জুমের ক্ষমতা বাড়ানো
আইফোনের ১৫ প্রো ম্যাক্সের টেটাপ্রিজম ক্যামেরার মাধ্যমে ৫ গুণ অপটিক্যাল জুম ও ২৫ গুণ ডিজিটাল জুম করা যায়। তবে নতুন আইফোন ১৬ প্রো মডেলেও এই সুবিধা দেওয়া হতে পারে। ফলে আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স দুটি মডেলেই এবার ৫ গুণ পর্যন্ত অপটিক্যাল জুম ও ২৫ গুণ ডিজিটাল জুমের সুবিধা থাকবে।
আবার এক তথ্যসূত্র থেকে জানা যায়, আইফোন ১৬ প্রো ম্যাক্সে ‘পেরিস্কোপ আল্ট্রা লং টেলিফোটো কম্বিনশন’ ফিচার যুক্ত করা হতে পারে।
৩. অ্যান্টি রিফ্লেক্টিভ কোটিং
উজ্জ্বল আলোতে আইফোনে ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় লেন্সে আলোর শিখা পড়তে দেখা যায়। ফলে লেন্সের অভ্যন্তরীণ প্রতিফলন ছবিতে দেখা যায়। এটি একটি হার্ডওয়্যার সমস্যা যা বাজারের বেশিরভাগ স্মার্টফোনের ক্যামেরাকে প্রভাবিত করে। তবে আইফোন ১৬ প্রো এই সমস্যা সমাধানে কাজ করছে।
বিভিন্ন ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আইফোন ১৬ প্রো মডেলের ক্যামেরায় নতুন ‘অটোমিক লেয়ার ডিপোসিজশন’ (এএলডি) প্রযুক্তি ব্যবহার করা হবে। এর মাধ্যমে লেন্সের ক্যামেরার আবরণে একটি হালকা স্তর যুক্ত হবে। এটি লেন্সের অভ্যন্তরীণ প্রতিফলনকে কমিয়ে দেবে।
৪. প্রধান ক্যামেরায় নতুন সেন্সরের ব্যবহার
আইফোন ১৬ প্রো–এর ক্যামেরায় সনির উন্নত লেন্স ব্যবহার করা হবে। এগুলো কম আলোতে ভালো ছবি তুলতে সাহায্য করবে।
সনির নতুন ক্যামেরা সেন্সর ফোটো ডায়োড ও পিক্সেল ট্রানসিস্টরকে আলাদা করে। অন্যান্য লেন্সে এগুলো সাধারণ একই স্তরে থাকে। এই পরিবর্তনের ফলে ফোটো ডায়োডগুলো আরও বিস্তৃত আলো ধারণ করতে পারবে। সনি দাবি করে, এটি অন্যান্য ক্যামেরা লেন্সের তুলনায় দ্বিগুণ বেশি আলো ধারণ করতে পারবে। বেশি আলো ধারণ করার ফলে ছবিগুলো আরও সুস্পষ্ট হবে।
তবে আইফোন ১৬ প্রো এর দুটি মডেলেই কি সনির এই সেন্সর ব্যবহার করা হবে কিনা তা স্পষ্ট নয়। চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েবুতে বলা হয়, আইফোন ১৬ প্রো ম্যাক্সে এই উন্নত ক্যামেরা সেন্সর ব্যবহার করা হতে পারে।
অন্য মডেলগুলোর চেয়ে আইফোনে প্রো মডেলে বরাবরই বিশেষ ফিচার যুক্ত করে অ্যাপল। এবার আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো মডেলের ক্যামেরাতেও আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও অপটিক্যাল জুমসহ আর্কষণীয় ৪টি নতুন ফিচার যুক্ত হতে পারে।
১. উন্নত আল্ট্রা ওয়াইড ক্যামেরা
একাধিক প্রতিবেদন থেকে জানা যায়, আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্সে ৪৮ মেগাপিক্সেল (এমপি) আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর যুক্ত করা হবে। গত বছরে বাজারে ছাড়া আইফোন ১৫ প্রো ফোনে ১২ মেগাপিক্সেল (এমপি) আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর রয়েছে ।
এই পরিবর্তনের মাধ্যমে আইফোন ১৬ প্রো মডেলগুলোতে কম আলোতে আরও ভালো ছবি তোলা যাবে। পাশাপাশি ছবির বিষয়গুলো ও রং আরও নিখুঁতভাবে ফুটে উঠবে। এছাড়া আরও ভালো রেজল্যুশনে ছবি তুলতে পারার ফলে ছবি এডিট করার পরও ছবিগুলো ফেটে যাবে না।
৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সরের মাধ্যমে স্পেশিয়াল ভিডিও আরও ভালোভাবে রেকর্ড করা যাবে। কারণ এই ফিচার ব্যবহার করার জন্য প্রধান ও আল্ট্রা ওয়াইড লেন্সের প্রয়োজন হয়। আইফোন ১৬ প্রো তে এই নতুন লেন্স যুক্ত করা হলে স্পেশিয়াল ভিডিও ৪কে রেজল্যুশনে রেকর্ড করা সম্ভব হবে।
২. অপটিক্যাল ও ডিজিটাল জুমের ক্ষমতা বাড়ানো
আইফোনের ১৫ প্রো ম্যাক্সের টেটাপ্রিজম ক্যামেরার মাধ্যমে ৫ গুণ অপটিক্যাল জুম ও ২৫ গুণ ডিজিটাল জুম করা যায়। তবে নতুন আইফোন ১৬ প্রো মডেলেও এই সুবিধা দেওয়া হতে পারে। ফলে আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স দুটি মডেলেই এবার ৫ গুণ পর্যন্ত অপটিক্যাল জুম ও ২৫ গুণ ডিজিটাল জুমের সুবিধা থাকবে।
আবার এক তথ্যসূত্র থেকে জানা যায়, আইফোন ১৬ প্রো ম্যাক্সে ‘পেরিস্কোপ আল্ট্রা লং টেলিফোটো কম্বিনশন’ ফিচার যুক্ত করা হতে পারে।
৩. অ্যান্টি রিফ্লেক্টিভ কোটিং
উজ্জ্বল আলোতে আইফোনে ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় লেন্সে আলোর শিখা পড়তে দেখা যায়। ফলে লেন্সের অভ্যন্তরীণ প্রতিফলন ছবিতে দেখা যায়। এটি একটি হার্ডওয়্যার সমস্যা যা বাজারের বেশিরভাগ স্মার্টফোনের ক্যামেরাকে প্রভাবিত করে। তবে আইফোন ১৬ প্রো এই সমস্যা সমাধানে কাজ করছে।
বিভিন্ন ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আইফোন ১৬ প্রো মডেলের ক্যামেরায় নতুন ‘অটোমিক লেয়ার ডিপোসিজশন’ (এএলডি) প্রযুক্তি ব্যবহার করা হবে। এর মাধ্যমে লেন্সের ক্যামেরার আবরণে একটি হালকা স্তর যুক্ত হবে। এটি লেন্সের অভ্যন্তরীণ প্রতিফলনকে কমিয়ে দেবে।
৪. প্রধান ক্যামেরায় নতুন সেন্সরের ব্যবহার
আইফোন ১৬ প্রো–এর ক্যামেরায় সনির উন্নত লেন্স ব্যবহার করা হবে। এগুলো কম আলোতে ভালো ছবি তুলতে সাহায্য করবে।
সনির নতুন ক্যামেরা সেন্সর ফোটো ডায়োড ও পিক্সেল ট্রানসিস্টরকে আলাদা করে। অন্যান্য লেন্সে এগুলো সাধারণ একই স্তরে থাকে। এই পরিবর্তনের ফলে ফোটো ডায়োডগুলো আরও বিস্তৃত আলো ধারণ করতে পারবে। সনি দাবি করে, এটি অন্যান্য ক্যামেরা লেন্সের তুলনায় দ্বিগুণ বেশি আলো ধারণ করতে পারবে। বেশি আলো ধারণ করার ফলে ছবিগুলো আরও সুস্পষ্ট হবে।
তবে আইফোন ১৬ প্রো এর দুটি মডেলেই কি সনির এই সেন্সর ব্যবহার করা হবে কিনা তা স্পষ্ট নয়। চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েবুতে বলা হয়, আইফোন ১৬ প্রো ম্যাক্সে এই উন্নত ক্যামেরা সেন্সর ব্যবহার করা হতে পারে।
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
২ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
৩ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৪ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
৪ দিন আগে