শাওমির প্রথম সিনেম্যাটিক ভিশনের স্মার্টফোন শাওমি ১৪ সিভি ফোনটি ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছে। ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এস জেন ৩ চিপসেট রয়েছে ও ক্যামেরাতে লাইকা ব্র্যান্ডের ক্যামেরা সেন্সর রয়েছে। সেই সঙ্গে অ্যামলেড কার্ভ ডিসপ্লে রয়েছে।
শাওমির ১৪ সিভির দাম
শাওমির ১৪ সিভি মডেলের ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৪৭ হাজার ৯৯ রুপি বা ৬৭ হাজার ১৭৬ টাকা। আর ৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৪২ হাজার ৯৯৯ রুপি বা ৬০ হাজার ১৭৮ টাকা।
শাওমি ১৪ ক্যামেরার সুবিধা
শাওমি ১৪ একটি ফোনেই সব ধরনের সুবিধা দেওয়া চেষ্টা করেছে কোম্পানিটি। এতে শক্তিশালী চিপসেট ব্যবহার করা হয়েছে। ফলে এতে মাল্টিটাস্কিংয়ে কোনো অসুবিধা হবে না।
ফোনটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো এর ক্যামেরা। এর পেছনে তিনটি ক্যামেরা রয়েছে এবং ক্যামেরার লেন্স হিসেবে লাইকা সেন্সর ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা দিয়ে দুটি স্টাইলে ছবি তোলা যাবে—লাইকা অথেনটিক ও লাইকা ভাইব্রেন্ট। উজ্জ্বল রঙের ছবি তোলার জন্য লাইকা ভাইব্রেন্ট স্টাইলে ছবি তুলতে হবে।
খুব কমসংখ্যক ফোনে দুটি সেলফি ক্যামেরা থাকে। শাওমির এই ফোনে ডুয়েল ক্যামেরা দিয়ে আরও উন্নত মানের সেলফি তোলা যাবে।
ফোনটির গড়ন খুবই চিকন ও হালকা। তবে এর ডিসপ্লে অনেক ভালো। এর উজ্জ্বলতার ক্ষমতা হলো তিন হাজার নিটস। ফোনটির ডিসপ্লেতে সব ধরনের মিডিয়া দেখতে ভালো লাগবে। ফোনে অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ১৪। তবে পরবর্তী সফটওয়্যারগুলো আপডেট হবে। এতে ৪৭০০ এমএইচ ব্যাটারি ও ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকার কারণে ফোনটি খুবই দ্রুত চার্জ হবে।
ফোনটিতে পাবজি ও কল অব ডিউটির মতো বড় গেমগুলো অনায়াসে খেলা যাবে।
ফোনটির অসুবিধা
অনেকে প্রযুক্তি বিশ্লেষকের মতে, ব্যাটারির চার্জ বেশিক্ষণ থাকবে না। কারণ, এতে শক্তিশালী প্রসেসর ও রিফ্রেশ রেট বেশি রয়েছে। ফোনটিতে কোনো মেমোরি কার্ড বা মাইক্রোএসডি কার্ড স্লট নেই। তাই এর স্টোরেজ বাড়ানো যাবে না। যারা ফোনের মধ্যে অনেক ছবি, ভিডিও ও ফাইল জমা রাখেন—তাঁরা এ জন্য সমস্যার সম্মুখীন হতে পারে।
আর ফোনটির ব্যাক প্যানেল বা পেছনের অংশ কাচের। তাই এটি সাবধানে ধরে রাখতে হবে। কারণ, এটি কাচ কিছুটা পিচ্ছিল হয়।
শাওমি ১৪ সিভির স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা—৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা ও ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা।
সেলফি ক্যামেরা: ডুয়েল ক্যামেরা ৩২ মেগাপিক্সেল।
নেটওয়ার্ক: ৫জি।
ওজন: ১৭৭ গ্রাম।
পুরুত্ব: ৭ দশমিক ৪ এমএম।
সিম: ডুয়েল সিম।
ডিসপ্লে: ৬ দশমিক ৫৫ ইঞ্চির অ্যামলেড ডিসপ্লে, এইচডিআর ১০ +।
প্রোটেকশন: কর্নিং গোরিলা গ্লাস ভিকটাস ২।
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ।
ব্রাইটনেস: ৩০০০ নিটস।
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস।
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ এস জেন ৩।
সিপিইউ: অক্টা কোর।
জিপিইউ: অ্যাডরেনো ৭৩৫।
মেমোরি: ৮ জিবি ও ১২ জিবি।
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি ও ৫১২ জিবি।
ব্লুটুথ: ৫.৪।
এনএফসি: আছে।
ইনফারেড পোর্ট: আছে।
ইউএসবি: ইউএসবি সি।
ব্যাটারি: ৪৭০০ এমএএইচ।
চার্জিং: ৬৭ ওয়াট।
রঙ: সবুজ, নীল ও কালো।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
শাওমির প্রথম সিনেম্যাটিক ভিশনের স্মার্টফোন শাওমি ১৪ সিভি ফোনটি ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছে। ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এস জেন ৩ চিপসেট রয়েছে ও ক্যামেরাতে লাইকা ব্র্যান্ডের ক্যামেরা সেন্সর রয়েছে। সেই সঙ্গে অ্যামলেড কার্ভ ডিসপ্লে রয়েছে।
শাওমির ১৪ সিভির দাম
শাওমির ১৪ সিভি মডেলের ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৪৭ হাজার ৯৯ রুপি বা ৬৭ হাজার ১৭৬ টাকা। আর ৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৪২ হাজার ৯৯৯ রুপি বা ৬০ হাজার ১৭৮ টাকা।
শাওমি ১৪ ক্যামেরার সুবিধা
শাওমি ১৪ একটি ফোনেই সব ধরনের সুবিধা দেওয়া চেষ্টা করেছে কোম্পানিটি। এতে শক্তিশালী চিপসেট ব্যবহার করা হয়েছে। ফলে এতে মাল্টিটাস্কিংয়ে কোনো অসুবিধা হবে না।
ফোনটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো এর ক্যামেরা। এর পেছনে তিনটি ক্যামেরা রয়েছে এবং ক্যামেরার লেন্স হিসেবে লাইকা সেন্সর ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা দিয়ে দুটি স্টাইলে ছবি তোলা যাবে—লাইকা অথেনটিক ও লাইকা ভাইব্রেন্ট। উজ্জ্বল রঙের ছবি তোলার জন্য লাইকা ভাইব্রেন্ট স্টাইলে ছবি তুলতে হবে।
খুব কমসংখ্যক ফোনে দুটি সেলফি ক্যামেরা থাকে। শাওমির এই ফোনে ডুয়েল ক্যামেরা দিয়ে আরও উন্নত মানের সেলফি তোলা যাবে।
ফোনটির গড়ন খুবই চিকন ও হালকা। তবে এর ডিসপ্লে অনেক ভালো। এর উজ্জ্বলতার ক্ষমতা হলো তিন হাজার নিটস। ফোনটির ডিসপ্লেতে সব ধরনের মিডিয়া দেখতে ভালো লাগবে। ফোনে অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ১৪। তবে পরবর্তী সফটওয়্যারগুলো আপডেট হবে। এতে ৪৭০০ এমএইচ ব্যাটারি ও ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকার কারণে ফোনটি খুবই দ্রুত চার্জ হবে।
ফোনটিতে পাবজি ও কল অব ডিউটির মতো বড় গেমগুলো অনায়াসে খেলা যাবে।
ফোনটির অসুবিধা
অনেকে প্রযুক্তি বিশ্লেষকের মতে, ব্যাটারির চার্জ বেশিক্ষণ থাকবে না। কারণ, এতে শক্তিশালী প্রসেসর ও রিফ্রেশ রেট বেশি রয়েছে। ফোনটিতে কোনো মেমোরি কার্ড বা মাইক্রোএসডি কার্ড স্লট নেই। তাই এর স্টোরেজ বাড়ানো যাবে না। যারা ফোনের মধ্যে অনেক ছবি, ভিডিও ও ফাইল জমা রাখেন—তাঁরা এ জন্য সমস্যার সম্মুখীন হতে পারে।
আর ফোনটির ব্যাক প্যানেল বা পেছনের অংশ কাচের। তাই এটি সাবধানে ধরে রাখতে হবে। কারণ, এটি কাচ কিছুটা পিচ্ছিল হয়।
শাওমি ১৪ সিভির স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা—৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা ও ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা।
সেলফি ক্যামেরা: ডুয়েল ক্যামেরা ৩২ মেগাপিক্সেল।
নেটওয়ার্ক: ৫জি।
ওজন: ১৭৭ গ্রাম।
পুরুত্ব: ৭ দশমিক ৪ এমএম।
সিম: ডুয়েল সিম।
ডিসপ্লে: ৬ দশমিক ৫৫ ইঞ্চির অ্যামলেড ডিসপ্লে, এইচডিআর ১০ +।
প্রোটেকশন: কর্নিং গোরিলা গ্লাস ভিকটাস ২।
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ।
ব্রাইটনেস: ৩০০০ নিটস।
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস।
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ এস জেন ৩।
সিপিইউ: অক্টা কোর।
জিপিইউ: অ্যাডরেনো ৭৩৫।
মেমোরি: ৮ জিবি ও ১২ জিবি।
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি ও ৫১২ জিবি।
ব্লুটুথ: ৫.৪।
এনএফসি: আছে।
ইনফারেড পোর্ট: আছে।
ইউএসবি: ইউএসবি সি।
ব্যাটারি: ৪৭০০ এমএএইচ।
চার্জিং: ৬৭ ওয়াট।
রঙ: সবুজ, নীল ও কালো।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
২০ ঘণ্টা আগে