রিয়েলমির সাশ্রয়ী স্মার্টফোন রিয়েলমি নারজো ৬০ এক্স ও রিয়েলমির হেডফোন বাডস টি৩০০ একইদিনে বাজারে আসছে। আগামী ৬ সেপ্টেম্বর স্মার্ট ফোন ও হেডফোনটি ভারতের বাজারে কিনতে পাওয়া যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কোম্পানির প্রচারণামূলক পোস্টারে দেখা যায়, ফোনটি সবুজ রংয়ের হবে। মডেলটির ব্যাক প্যানেলের বাম পাশে ওপরের দিকে সামান্য উঁচু গোলাকার ক্যামেরা রয়েছে।
রিয়েলমি এক্স প্ল্যাটফর্মে বলে, লঞ্চিং ইভেন্টে রিয়েলমি বাডস টি৩০০ দেখা যাবে। এয়ারবাডটি সাদা ও কালো রংয়ের হবে বলে জানানো হয়।
রিয়েলমি নারজো ৬০ এক্সের সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা। প্রাইমারি সেন্সর ৬৪ মেগাপিক্সেল ও পোর্ট্রেট লেন্সসহ সেকেন্ডারি সেন্সর ২ মেগাপিক্সেল।
সামনের ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
ডিসপ্লে: ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি+ (২৪০০ x ১০৮০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে
রিফ্রেশ রেট: ১২০ হার্জ
ব্রাইটনেস লেভেল: ৬৮০ নিটস
ফিঙ্গারপ্রিন্ট সেন্স: সাইড–মাউনটেড
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ বেস রিয়ালমি ইউআই ৪.০
চিপসেট: অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ +
মেমোরি: ৮ জিবি এলপিডিডিআর৪ এক্স র্যাম
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি (ইউএফএস ২.১)
নেটওয়ার্ক: ৫জি
ইউএসবি: টাইপ সি ২.০ পোর্ট
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট সুপারভক ফাস্ট চার্জিং
রিয়েলমি বাডস টি৩০০
বাডস টি৩০০ তে ১২.৪ এমএম অডিও ড্রাইভার থাকবে। কোম্পানি দাবি করছে, বাডসটি মাত্র ১০ মিনিটের চার্জে ৭ ঘন্টা পর্যন্ত চালানো যাবে।
গত জুলাইতে রিয়েলমি নারজো ৬০ ৫জি ও রিয়েলমি নারজো ৬০ প্রো ৫জি বাজারে আসে। নারজো ৬০ ৫জি মডেলটিতে চিপসেট হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ আর প্রো ভ্যারিয়েন্টে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ ব্যবহার করা হয়। মডেল দুটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। বেস ও প্রো মডেলে যথাক্রমে ৩৩ ওয়াট সুপারভক ও ৬৭ ওয়াট সুপারভক ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।
রিয়েলমির সাশ্রয়ী স্মার্টফোন রিয়েলমি নারজো ৬০ এক্স ও রিয়েলমির হেডফোন বাডস টি৩০০ একইদিনে বাজারে আসছে। আগামী ৬ সেপ্টেম্বর স্মার্ট ফোন ও হেডফোনটি ভারতের বাজারে কিনতে পাওয়া যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কোম্পানির প্রচারণামূলক পোস্টারে দেখা যায়, ফোনটি সবুজ রংয়ের হবে। মডেলটির ব্যাক প্যানেলের বাম পাশে ওপরের দিকে সামান্য উঁচু গোলাকার ক্যামেরা রয়েছে।
রিয়েলমি এক্স প্ল্যাটফর্মে বলে, লঞ্চিং ইভেন্টে রিয়েলমি বাডস টি৩০০ দেখা যাবে। এয়ারবাডটি সাদা ও কালো রংয়ের হবে বলে জানানো হয়।
রিয়েলমি নারজো ৬০ এক্সের সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা। প্রাইমারি সেন্সর ৬৪ মেগাপিক্সেল ও পোর্ট্রেট লেন্সসহ সেকেন্ডারি সেন্সর ২ মেগাপিক্সেল।
সামনের ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
ডিসপ্লে: ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি+ (২৪০০ x ১০৮০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে
রিফ্রেশ রেট: ১২০ হার্জ
ব্রাইটনেস লেভেল: ৬৮০ নিটস
ফিঙ্গারপ্রিন্ট সেন্স: সাইড–মাউনটেড
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ বেস রিয়ালমি ইউআই ৪.০
চিপসেট: অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ +
মেমোরি: ৮ জিবি এলপিডিডিআর৪ এক্স র্যাম
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি (ইউএফএস ২.১)
নেটওয়ার্ক: ৫জি
ইউএসবি: টাইপ সি ২.০ পোর্ট
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট সুপারভক ফাস্ট চার্জিং
রিয়েলমি বাডস টি৩০০
বাডস টি৩০০ তে ১২.৪ এমএম অডিও ড্রাইভার থাকবে। কোম্পানি দাবি করছে, বাডসটি মাত্র ১০ মিনিটের চার্জে ৭ ঘন্টা পর্যন্ত চালানো যাবে।
গত জুলাইতে রিয়েলমি নারজো ৬০ ৫জি ও রিয়েলমি নারজো ৬০ প্রো ৫জি বাজারে আসে। নারজো ৬০ ৫জি মডেলটিতে চিপসেট হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ আর প্রো ভ্যারিয়েন্টে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ ব্যবহার করা হয়। মডেল দুটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। বেস ও প্রো মডেলে যথাক্রমে ৩৩ ওয়াট সুপারভক ও ৬৭ ওয়াট সুপারভক ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে