আধুনিক স্মার্টফোন বলতে ২০০০ সালের আগে সে অর্থে এমন কোনো ডিভাইসের অস্তিত্ব ছিল না। তবে নব্বইয়ের দশক থেকেই একাধিক কোম্পানি বেশ কিছু আধুনিক ফিচারসহ টাচ ফোন বাজারে আনতে শুরু করে। এর মধ্যে এই দশকের শুরুর দিকে আইবিএমের ইঞ্জিনিয়ার ফ্রাঙ্ক ক্যানোভা প্রথম জোর দিয়ে বলেন, চিপ ও ওয়্যারলেস প্রযুক্তির উন্নয়ন এরই মধ্যে এতটা ঘটে গেছে যে ডিভাইসগুলো হাতের মুঠোয় ধরেই অপারেট করা যাবে।
সত্যিকারের স্মার্টফোন বলা যায় এমন একটি প্রোটোটাইপ প্রথম প্রকাশ করে আইবিএম। ১৯৯২ সালের নভেম্বরে কম্পিউটার শিল্পের মেলা কোডেক্স একটি প্রোটোটাইপ দেখান ক্যানোভা। ‘অ্যাঙ্গলার’ নামে ওই ডিভাইসটিতে অনেক কাজই করা যেত। পরে সেটির একটি সংস্করণ বাজারে আনে বেল সাউথ নামে এক কোম্পানি। সেটি ১৯৯৪ সালের ঘটনা। ডিভাইসটির নাম দেওয়া হয় সাইমন পারসোনাল কমিউনিকেটর। টাচস্ক্রিন যুক্ত এই ফোন দিয়ে কল করার পাশাপাশি ফ্যাক্স ও ই-মেইল করা যেত। এ ছাড়া অ্যাড্রেসবুক, ক্যালেন্ডার, অ্যাপয়েন্টমেন্ট শিডিউলার, ক্যালকুলেটর, ওয়ার্ল্ড টাইম ক্লক এবং নোটপ্যাড ছিল। এ ছাড়া তখনো পর্যন্ত কেউ কল্পনা করেনি এমন ফিচার যেমন—ম্যাপ, শেয়ারবাজারের আপডেট এবং খবর পড়ার মতো ব্যবস্থাও ছিল।
এত গেল আধুনিক স্মার্টফোনের মোটামুটি জন্ম ইতিহাস। তবে তারও অনেক আগে ১৯৬৩ সালে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল ম্যানসফিল্ড টেলিফোন কোম্পানি। এই কোম্পানির পত্রিকা ম্যানসফিল্ড নিউজ-জার্নালে ওই বছরের ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) সংখ্যায় একটি ফোনের ছবিসহ প্রতিবেদন ছাপা হয়। এটিকে ভবিষ্যৎ মোবাইল ফোন নিয়ে প্রাচীনতম সংবাদ প্রতিবেদন বলা যেতে পারে। সেখানে বলা হয়, কোম্পানিটি এমন একটি ফোন তৈরি করছে যেটি পকেটে বহন করা যাবে।
সেই প্রতিবেদনে বলা হয়, শিগগিরই এমন টেলিফোন আসবে যেটি মানুষ পকেটে বহন করতে পারবে। অবশ্য এটি কালই বাজারে এসে পড়বে এমনটি ভাবা ঠিক হবে না।
কোম্পানির কমার্শিয়াল ব্যবস্থাপক ফ্রেডেরিক হান্টসম্যান বলেন, অদূর ভবিষ্যতে এই টেলিফোনের বাণিজ্যিক উৎপাদন সম্ভব হবে। এখন পর্যন্ত এটি গবেষণাগার পর্যায়ে রয়েছে। এই টেলিফোনের বাহক যে কোনো স্থান থেকে কল করতে বা রিসিভ করতে পারবেন। এ ছাড়া ভবিষ্যতে এর সঙ্গে যুক্ত হবে লাউডস্পিকার, সঙ্গে থাকবে ছবি দেখার ব্যবস্থা। গৃহিণীরা এটিকে ইন্টারকম স্টেশন হিসেবেও ব্যবহার করতে পারবেন।
ছবি দেখার ফিচারযুক্ত টেলিফোনে মাইক্রোফোনের মাধ্যমে আলাপ করা যাবে এবং লাউডস্পিকার চালু করে ছোট্ট টেলিভিশন ক্যামেরার মাধ্যমে দুইপাশে পরস্পরের ছবি দেখা যাবে। এ ছাড়া টেপ রেকর্ডারও যুক্ত হবে যাতে উভয় পক্ষের আলাপ রেকর্ড করা যাবে। তখন যেহেতু মোবাইল ক্যামেরা, ভিডিও কলের ধারণা ছিল না সে কারণে হান্টসম্যান সম্ভবত এসব ফিচার বলতে ভিডিও চ্যাটকেই বোঝাতে চেয়েছেন।
যুক্তরাষ্ট্রের ম্যানসফিল্ড, ওহাইও নিউজ জার্নালে ১৯৬৩ সালের ১৮ এপ্রিল এই সংবাদ প্রকাশ করা হলেও এ ধরনের সেলফোনের ভবিষ্যদ্বাণী অবশ্য একাধিকজন এর বহু আগেই করে ফেলেছিলেন।
১৯২৬ সালে কিংবদন্তি প্রযুক্তিবিদ নিকোলা টেসলা বলেছিলেন, ভবিষ্যতে এমন ডিভাইস আসবে যেটি দিয়ে মানুষ দুনিয়ার সব খান থেকে যোগাযোগ রক্ষা করতে পারবেন। সেই ডিভাইস পোশাকের পকেটেই আঁটবে।
তথ্যসূত্র: নিউজপেপারস ডটকম, এবিসি নিউজ, স্নোপস ডটকম
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:
আধুনিক স্মার্টফোন বলতে ২০০০ সালের আগে সে অর্থে এমন কোনো ডিভাইসের অস্তিত্ব ছিল না। তবে নব্বইয়ের দশক থেকেই একাধিক কোম্পানি বেশ কিছু আধুনিক ফিচারসহ টাচ ফোন বাজারে আনতে শুরু করে। এর মধ্যে এই দশকের শুরুর দিকে আইবিএমের ইঞ্জিনিয়ার ফ্রাঙ্ক ক্যানোভা প্রথম জোর দিয়ে বলেন, চিপ ও ওয়্যারলেস প্রযুক্তির উন্নয়ন এরই মধ্যে এতটা ঘটে গেছে যে ডিভাইসগুলো হাতের মুঠোয় ধরেই অপারেট করা যাবে।
সত্যিকারের স্মার্টফোন বলা যায় এমন একটি প্রোটোটাইপ প্রথম প্রকাশ করে আইবিএম। ১৯৯২ সালের নভেম্বরে কম্পিউটার শিল্পের মেলা কোডেক্স একটি প্রোটোটাইপ দেখান ক্যানোভা। ‘অ্যাঙ্গলার’ নামে ওই ডিভাইসটিতে অনেক কাজই করা যেত। পরে সেটির একটি সংস্করণ বাজারে আনে বেল সাউথ নামে এক কোম্পানি। সেটি ১৯৯৪ সালের ঘটনা। ডিভাইসটির নাম দেওয়া হয় সাইমন পারসোনাল কমিউনিকেটর। টাচস্ক্রিন যুক্ত এই ফোন দিয়ে কল করার পাশাপাশি ফ্যাক্স ও ই-মেইল করা যেত। এ ছাড়া অ্যাড্রেসবুক, ক্যালেন্ডার, অ্যাপয়েন্টমেন্ট শিডিউলার, ক্যালকুলেটর, ওয়ার্ল্ড টাইম ক্লক এবং নোটপ্যাড ছিল। এ ছাড়া তখনো পর্যন্ত কেউ কল্পনা করেনি এমন ফিচার যেমন—ম্যাপ, শেয়ারবাজারের আপডেট এবং খবর পড়ার মতো ব্যবস্থাও ছিল।
এত গেল আধুনিক স্মার্টফোনের মোটামুটি জন্ম ইতিহাস। তবে তারও অনেক আগে ১৯৬৩ সালে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল ম্যানসফিল্ড টেলিফোন কোম্পানি। এই কোম্পানির পত্রিকা ম্যানসফিল্ড নিউজ-জার্নালে ওই বছরের ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) সংখ্যায় একটি ফোনের ছবিসহ প্রতিবেদন ছাপা হয়। এটিকে ভবিষ্যৎ মোবাইল ফোন নিয়ে প্রাচীনতম সংবাদ প্রতিবেদন বলা যেতে পারে। সেখানে বলা হয়, কোম্পানিটি এমন একটি ফোন তৈরি করছে যেটি পকেটে বহন করা যাবে।
সেই প্রতিবেদনে বলা হয়, শিগগিরই এমন টেলিফোন আসবে যেটি মানুষ পকেটে বহন করতে পারবে। অবশ্য এটি কালই বাজারে এসে পড়বে এমনটি ভাবা ঠিক হবে না।
কোম্পানির কমার্শিয়াল ব্যবস্থাপক ফ্রেডেরিক হান্টসম্যান বলেন, অদূর ভবিষ্যতে এই টেলিফোনের বাণিজ্যিক উৎপাদন সম্ভব হবে। এখন পর্যন্ত এটি গবেষণাগার পর্যায়ে রয়েছে। এই টেলিফোনের বাহক যে কোনো স্থান থেকে কল করতে বা রিসিভ করতে পারবেন। এ ছাড়া ভবিষ্যতে এর সঙ্গে যুক্ত হবে লাউডস্পিকার, সঙ্গে থাকবে ছবি দেখার ব্যবস্থা। গৃহিণীরা এটিকে ইন্টারকম স্টেশন হিসেবেও ব্যবহার করতে পারবেন।
ছবি দেখার ফিচারযুক্ত টেলিফোনে মাইক্রোফোনের মাধ্যমে আলাপ করা যাবে এবং লাউডস্পিকার চালু করে ছোট্ট টেলিভিশন ক্যামেরার মাধ্যমে দুইপাশে পরস্পরের ছবি দেখা যাবে। এ ছাড়া টেপ রেকর্ডারও যুক্ত হবে যাতে উভয় পক্ষের আলাপ রেকর্ড করা যাবে। তখন যেহেতু মোবাইল ক্যামেরা, ভিডিও কলের ধারণা ছিল না সে কারণে হান্টসম্যান সম্ভবত এসব ফিচার বলতে ভিডিও চ্যাটকেই বোঝাতে চেয়েছেন।
যুক্তরাষ্ট্রের ম্যানসফিল্ড, ওহাইও নিউজ জার্নালে ১৯৬৩ সালের ১৮ এপ্রিল এই সংবাদ প্রকাশ করা হলেও এ ধরনের সেলফোনের ভবিষ্যদ্বাণী অবশ্য একাধিকজন এর বহু আগেই করে ফেলেছিলেন।
১৯২৬ সালে কিংবদন্তি প্রযুক্তিবিদ নিকোলা টেসলা বলেছিলেন, ভবিষ্যতে এমন ডিভাইস আসবে যেটি দিয়ে মানুষ দুনিয়ার সব খান থেকে যোগাযোগ রক্ষা করতে পারবেন। সেই ডিভাইস পোশাকের পকেটেই আঁটবে।
তথ্যসূত্র: নিউজপেপারস ডটকম, এবিসি নিউজ, স্নোপস ডটকম
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
২ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
২ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৩ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৩ দিন আগে