Ajker Patrika

ডুয়েল গ্লাস ব্যাক নকশায় এল শাওমির নতুন ফোন রেডমি নোট ১৩ আর

ডুয়েল গ্লাস ব্যাক নকশায় এল শাওমির নতুন ফোন রেডমি নোট ১৩ আর

চীনে রেডমি ১৩ সিরিজের নতুন মডেলরেডমি নোট ১৩ আর উন্মোচন করল শাওমি। ফোনটির পেছনে আকর্ষণীয় ডুয়েল গ্লাস প্যানেল ব্যবহার করা হয়েছে। এতে চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ২। ফোনটি তিনটি রং ও চারটি র‍্যামের সংস্করণে পাওয়া যাবে। 

গত বছর শাওমি ১২আর মডেল উন্মোচন করে। তারই উত্তরসূরি হলো এই ফোন। তবে এই মডেল এখন শুধু চীনের বাজারের জন্য ছাড়া হয়েছে। 

রেডমি নোট ১৩আর এর দাম ও রং
র‍্যামের ভিত্তিতে রেডমি নোট ১৩আর চারটি সংস্করণে পাওয়া যাবে। এগুলো দাম উল্লেখ করা হলো—

৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম–১ হাজার ৩৯৯ চীনা ইউয়ান বা প্রায় ২২ হাজার ৬৭৭ টাকা 
৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম–১ হাজার ৫৯৯ চীনা ইউয়ান বা প্রায় ২৫ হাজার ৯১৯ টাকা 
৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম–১ হাজার ৭৯৯ চীনা ইউয়ান বা প্রায় ২৯ হাজার ১৬১ টাকা
১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম–১ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৩২ হাজার ৪০২ টাকা

ক্রিস্টাল সিলভার (রুপালি), লাইট সি ব্লু (হালকা নীল) ও মিডনাইট ব্ল্যাক (কালো) –এই তিনটি রঙে ফোনটি পাওয়া যাবে। 

রেডমি নোট ১৩ আর স্পেসিফিকেশন 

পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা—৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল 
সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল 
আয়তন: ১৬৮ x ৬ দশমিক ২৮ x৮ দশমিক ৩২ এমএম 
ওজন: ২০৫ গ্রাম 
সিম: ডুয়েল সিম (ন্যানো) 
ডিসপ্লে: ৬ দশমিক ৭৯ ইঞ্চি 
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ 
টাচ স্যামপ্লিং রেট: ২৪০ হার্টজ
ব্রাইটনেস: ৫৫০ নিটস 
অপারেটিং সিস্টেম: হাইপারওএস 
চিপসেট: স্ন্যাপড্রাগন ৪ জেন ২ 
মেমোরি: ৬ জিবি, ৮ জিবি ও ১২ জিবি 
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি 
এনএফসি: আছে 
জিপিএস: আছে
ইউএসবি: সি 
ব্যাটারি: ৫০৩০ এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত