আজকের পত্রিকা ডেস্ক
আগামী কয়েক দিনের মধ্যেই আইফোন-প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ ও আইফোন ১৭ প্রো’র সঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মনকাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে। কারণ, ডিজাইনের দিক থেকে এগিয়ে থাকলেও ফিচার ও কার্যকারিতার দিক থেকে কিছুটা পিছিয়ে রয়েছে বলেই ধারণা করা হচ্ছে।
আইফোন এয়ার ডিজাইন
আইফোন এয়ারের নজরকাড়া ডিজাইন তৈরি করেছে অ্যাপল। চোখের জন্য যেমন দৃষ্টিনন্দন, হাতে নিলে তেমনি আরামদায়ক। কারণ এটি বেশ হালকা।
এই ফোন তৈরি হয়েছে গ্রেড ৫ টাইটানিয়াম দিয়ে—এটাই এবারের একমাত্র টাইটানিয়াম আইফোন। অন্য আইফোনগুলো এখন অ্যালুমিনিয়ামে তৈরি। মাত্র ৫ দশমিক ৬ মিলিমিটার পুরু এটি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন এবং ওজনও মাত্র ১৬৫ গ্রাম।
অর্থাৎ, যদি আপনি পাতলা ও হালকা আইফোন চান, তবে এ বছর আপনার পছন্দ হওয়ার কথা আইফোন এয়ার।
স্পেসিফিকেশন
আইফোন এয়ারের ভেতরের হার্ডওয়্যার অনেকটাই আইফোন ১৭ প্রোর মতো। এতে একই এ১৯ প্রো চিপসেট রয়েছে। তবে এর পাতলা গঠন এবং সীমিত কুলিং ব্যবস্থার কারণে দীর্ঘ সময় ফোন চালানো সময় পারফরম্যান্স প্রো মডেলগুলোর মতো না-ও হতে পারে।
ফোনটিতে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যার রেজল্যুশন ২৭৩৬ x ১২৬০ পিক্সেল, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং প্রো ফোনের মতোই ব্রাইটনেস।
বাকি ফিচারগুলোর মধ্যে আছে—
মডেলটি চারটি রঙে পাওয়া যাবে—স্পেস ব্ল্যাক (কালো), ক্লাউড হোয়াইট (সাদা), লাইট গোল্ড (হালকা সোনালি), স্কাই ব্লু (আকাশি)।
দুটি বড় কমতি: ক্যামেরা ও ব্যাটারি
তবে পাতলা ও হালকা নকশার কারণে দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ছাড় দিতে হয়েছে অ্যাপলকে।
প্রথমটি হলো পেছনের ক্যামেরা। অন্য আইফোন ১৭ সিরিজে দুই বা তিনটি ক্যামেরা থাকলেও, আইফোন এয়ারে মাত্র একটি রিয়ার ক্যামেরা রয়েছে। তবে এটি প্রো সিরিজের প্রধান ক্যামেরার মতোই, বড় সেন্সরসহ সব আধুনিক ফিচার আছে।
ক্যামেরা ফিচারে অ্যাপল সফটওয়্যার ও হার্ডওয়্যারের মিলিত ব্যবহারে অভিনব পদ্ধতি গ্রহণ করেছে। উদাহরণস্বরূপ, একটি লেন্স দিয়েই ২ এক্স অপটিক্যাল জুম সম্ভব করা হয়েছে, কারণ এই লেন্সে দুটি ফোকাল লেন্থ রয়েছে।
দ্বিতীয় বড় কমতি হল ব্যাটারি। পাতলা ডিজাইনের কারণে ব্যাটারি ছোট রাখা হয়েছে।
তবে তারা বলছে, আইফোন এয়ারে ভিডিও প্লেব্যাক টাইম হবে ২৭ ঘণ্টা পর্যন্ত। তুলনায় আইফোন ১৭ প্রোর ক্ষেত্রে ভিডিও প্লেব্যাক টাইম ৩১ ঘণ্টা, আর আইফোনের প্রো ম্যাক্সের ক্ষেত্রে তা ৩৭ ঘণ্টা।
মূল্য
আইফোন ১৭ এয়ার ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে।
আইফোন ১৭ এয়ারের ২৫৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরজ সংস্করণের দাম ৯৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২২ হাজার ১৫৮ টাকা)
৬০টির বেশি দেশে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে এটি খুচরা বাজারে বিক্রি শুরু হবে।
যাঁরা নিয়মিত অসংখ্য ছবি তোলেন, তাঁদের জন্য হয়তো এটি যথাযথ হবে না। তবে অনেকেই এমন আছেন, যাঁরা শুধু একটি সুন্দর, পাতলা, হালকা ও স্টাইলিশ ফোন চান, তাঁদের জন্য আইফোন এয়ার ভালো বিকল্প হতে পারে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও টেকক্রাঞ্চ
আগামী কয়েক দিনের মধ্যেই আইফোন-প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ ও আইফোন ১৭ প্রো’র সঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মনকাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে। কারণ, ডিজাইনের দিক থেকে এগিয়ে থাকলেও ফিচার ও কার্যকারিতার দিক থেকে কিছুটা পিছিয়ে রয়েছে বলেই ধারণা করা হচ্ছে।
আইফোন এয়ার ডিজাইন
আইফোন এয়ারের নজরকাড়া ডিজাইন তৈরি করেছে অ্যাপল। চোখের জন্য যেমন দৃষ্টিনন্দন, হাতে নিলে তেমনি আরামদায়ক। কারণ এটি বেশ হালকা।
এই ফোন তৈরি হয়েছে গ্রেড ৫ টাইটানিয়াম দিয়ে—এটাই এবারের একমাত্র টাইটানিয়াম আইফোন। অন্য আইফোনগুলো এখন অ্যালুমিনিয়ামে তৈরি। মাত্র ৫ দশমিক ৬ মিলিমিটার পুরু এটি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন এবং ওজনও মাত্র ১৬৫ গ্রাম।
অর্থাৎ, যদি আপনি পাতলা ও হালকা আইফোন চান, তবে এ বছর আপনার পছন্দ হওয়ার কথা আইফোন এয়ার।
স্পেসিফিকেশন
আইফোন এয়ারের ভেতরের হার্ডওয়্যার অনেকটাই আইফোন ১৭ প্রোর মতো। এতে একই এ১৯ প্রো চিপসেট রয়েছে। তবে এর পাতলা গঠন এবং সীমিত কুলিং ব্যবস্থার কারণে দীর্ঘ সময় ফোন চালানো সময় পারফরম্যান্স প্রো মডেলগুলোর মতো না-ও হতে পারে।
ফোনটিতে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যার রেজল্যুশন ২৭৩৬ x ১২৬০ পিক্সেল, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং প্রো ফোনের মতোই ব্রাইটনেস।
বাকি ফিচারগুলোর মধ্যে আছে—
মডেলটি চারটি রঙে পাওয়া যাবে—স্পেস ব্ল্যাক (কালো), ক্লাউড হোয়াইট (সাদা), লাইট গোল্ড (হালকা সোনালি), স্কাই ব্লু (আকাশি)।
দুটি বড় কমতি: ক্যামেরা ও ব্যাটারি
তবে পাতলা ও হালকা নকশার কারণে দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ছাড় দিতে হয়েছে অ্যাপলকে।
প্রথমটি হলো পেছনের ক্যামেরা। অন্য আইফোন ১৭ সিরিজে দুই বা তিনটি ক্যামেরা থাকলেও, আইফোন এয়ারে মাত্র একটি রিয়ার ক্যামেরা রয়েছে। তবে এটি প্রো সিরিজের প্রধান ক্যামেরার মতোই, বড় সেন্সরসহ সব আধুনিক ফিচার আছে।
ক্যামেরা ফিচারে অ্যাপল সফটওয়্যার ও হার্ডওয়্যারের মিলিত ব্যবহারে অভিনব পদ্ধতি গ্রহণ করেছে। উদাহরণস্বরূপ, একটি লেন্স দিয়েই ২ এক্স অপটিক্যাল জুম সম্ভব করা হয়েছে, কারণ এই লেন্সে দুটি ফোকাল লেন্থ রয়েছে।
দ্বিতীয় বড় কমতি হল ব্যাটারি। পাতলা ডিজাইনের কারণে ব্যাটারি ছোট রাখা হয়েছে।
তবে তারা বলছে, আইফোন এয়ারে ভিডিও প্লেব্যাক টাইম হবে ২৭ ঘণ্টা পর্যন্ত। তুলনায় আইফোন ১৭ প্রোর ক্ষেত্রে ভিডিও প্লেব্যাক টাইম ৩১ ঘণ্টা, আর আইফোনের প্রো ম্যাক্সের ক্ষেত্রে তা ৩৭ ঘণ্টা।
মূল্য
আইফোন ১৭ এয়ার ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে।
আইফোন ১৭ এয়ারের ২৫৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরজ সংস্করণের দাম ৯৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২২ হাজার ১৫৮ টাকা)
৬০টির বেশি দেশে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে এটি খুচরা বাজারে বিক্রি শুরু হবে।
যাঁরা নিয়মিত অসংখ্য ছবি তোলেন, তাঁদের জন্য হয়তো এটি যথাযথ হবে না। তবে অনেকেই এমন আছেন, যাঁরা শুধু একটি সুন্দর, পাতলা, হালকা ও স্টাইলিশ ফোন চান, তাঁদের জন্য আইফোন এয়ার ভালো বিকল্প হতে পারে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও টেকক্রাঞ্চ
প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন, আইফোন এয়ার, উন্মোচন করেছে। এই নতুন ডিভাইসটিকে ‘ভবিষ্যতের একটি টুকরো’ হিসেবে বর্ণনা করেছেন এর প্রধান শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ
৩ ঘণ্টা আগেনতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের জনপ্রিয় অফিস ৩৬৫ অ্যাপগুলোতে (যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও পাওয়ার পয়েন্ট) এআই চালিত নতুন ফিচার আনতে ওপেনএআই-এর পাশাপাশি এবার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক-এর এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
৭ ঘণ্টা আগেবিশ্বখ্যাত চিপ ডিজাইন প্রতিষ্ঠান আর্ম হোল্ডিংস গতকাল মঙ্গলবার তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল চিপ ডিজাইনের সিরিজ উন্মোচন করেছে। ‘লুমেক্স’ নামের এই নতুন ডিজাইন সেট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে সামনে রেখেই তৈরি, যা স্মার্টফোন ও স্মার্টওয়াচের মতো মোবাইল ডিভাইসে ইন্টারনেট ছাড়াই কাজ করতে পারবে।
৯ ঘণ্টা আগে