Ajker Patrika

স্টারলিংক স্যাটেলাইট থেকে সরাসরি ইন্টারনেট

বাস্তবতা হলো, স্টারলিংকের প্রযুক্তিগত কাঠামো মূলত শহরকেন্দ্রিক জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ফিচার ডেস্ক
আপডেট : ২৭ মে ২০২৫, ১২: ১৯
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

২০১৫ সালের জানুয়ারিতে ইলন মাস্ক স্যাটেলাইট ইন্টারনেট সেবা শুরুর ঘোষণা দেন। এর নাম দেওয়া হয় স্টারলিংক। পৃথিবীর যেকোনো কোণে, এমনকি দুর্গম ও পাহাড়ি অঞ্চলেও উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছানোর লক্ষ্য নিয়ে শুরু হয় এই প্রকল্প। প্রথমে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেওয়া হয়। এরপর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুটি পরীক্ষামূলক স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় এবং ২০১৯ সালের মে মাসে ৬০টি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। এখন স্টারলিংকের স্যাটেলাইটের সংখ্যা প্রায় ৭ হাজার। ভবিষ্যতে এই সংখ্যা বাড়িয়ে ৪২ হাজারে পৌঁছানোর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

স্টারলিংক কীভাবে কাজ করে

স্টারলিংক ইন্টারনেট সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ডিভাইসে পৌঁছায়। এটি ডাইরেক্ট-টু-হোম সেবার মতো। একটি স্যাটেলাইট ডিশ বাড়ির ছাদে স্থাপন করতে হয়। সেই ডিভাইস স্মার্টফোন, ট্যাবলেট বা কম্পিউটারে ইন্টারনেট সরবরাহ করে। স্টারলিংকের ডাউনলোড গতি ২৫ থেকে ২২০ এমবিপিএস এবং আপলোড গতি ৫ থেকে ২০ এমবিপিএস। ভবিষ্যতে স্টারলিংক ১ জিবিপিএস স্পিড পর্যন্ত সরবরাহের পরিকল্পনা করেছে। স্টারলিংক অন্যান্য স্যাটেলাইট নেটওয়ার্কের তুলনায় অনেক দ্রুত কাজ করতে সক্ষম। কারণ, এটি লো-অরবিট স্যাটেলাইট ব্যবহার করে। এর ফলে সিগন্যালে ল্যাটেন্সি বা দেরি কম থাকে এবং ইন্টারনেটের গতি অনেক বেশি।

স্টারলিংকের ব্যবহার

  • দূরবর্তী এলাকায় ইন্টারনেট সেবা: শহর এবং গ্রামাঞ্চলের মধ্যে ইন্টারনেট সেবা নিয়ে অনেক বৈষম্য দেখা যায়; সেটি খরচ থেকে সেবার মান পর্যন্ত। স্টারলিংক ব্যবহারে এই ব্যবধান আর থাকবে না। কারণ, এটি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন স্থানেও ইন্টারনেট পৌঁছে দিতে সক্ষম।
  • প্রাকৃতিক বিপর্যয়ে সহায়তা: প্রাকৃতিক দুর্যোগ; যেমন ভূমিকম্প বা সাইক্লোনের সময় যোগাযোগ বিচ্ছিন্নতা তৈরি হয়। স্টারলিংক ব্যবহারে এমন সমস্যা থাকবে না। দুর্যোগের সময় স্টারলিংক ব্যবহার করে দ্রুত যোগাযোগব্যবস্থা স্থাপন করা সম্ভব।
  • জরুরি সংকেত: পাহাড় বা বনভূমিতে যাত্রা করার সময় স্টারলিংক মোবাইল কিট ব্যবহার করে ট্রেকাররা জরুরি সাহায্য পেতে এসওএস বার্তা পাঠাতে পারবেন।

বাংলাদেশে স্টারলিংকের থাকছে দুটি প্যাকেজ

প্রাথমিকভাবে দুটি ভিন্ন প্যাকেজ নিয়ে বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করছে স্টারলিংক। এই প্যাকেজ দুটি হলো, স্টারলিংক রেসিডেন্স এবং স্টারলিংক রেসিডেন্স লাইট। স্টারলিংক রেসিডেন্স প্যাকেজের‍ জন্য মাসিক খরচ নির্ধারণ করা হয়েছে ৬ হাজার

টাকা এবং রেসিডেন্স লাইট প্যাকেজ যাঁরা ব্যবহার করবেন, তাঁদের প্রতি মাসে গুনতে হবে ৪ হাজার ২০০ টাকা। উভয় প্যাকেজেই ব্যবহারকারীদের ৪৭ হাজার টাকার এককালীন যন্ত্রপাতি ক্রয়মূল্য পরিশোধ করতে হবে, যা ডিশ, রাউটার ও প্রয়োজনীয় কেব্‌ল সংযোগের খরচ হিসেবে

ধরা হয়েছে। সেবাদাতারা জানিয়েছেন, এই প্যাকেজে কোনো ধরনের স্পিড ক্যাপ বা ডেটা লিমিট নেই। গ্রাহকেরা সর্বোচ্চ ৩০০ এমবিপিএস পর্যন্ত গতি এবং আনলিমিটেড

ডেটা উপভোগ করতে পারবেন। বাংলাদেশে স্টারলিংক প্যাকেজ নিতে আগ্রহী গ্রাহকেরা স্টারলিংকের ওয়েবসাইটে গিয়ে কিংবা নির্ধারিত প্ল্যাটফর্মের মাধ্যমে সংযোগের জন্য অর্ডার দিতে পারবেন।

স্টারলিংক ব্যবহারে বিভিন্ন সমস্যা

  • আবহাওয়া প্রভাবিত করতে পারে: স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা মেঘলা আকাশ অথবা ভারী বৃষ্টির সময় বিঘ্নিত হতে পারে।
  • গোপনীয়তা নিয়ে উদ্বেগ: স্টারলিংকের মাধ্যমে পাঠানো ডেটা মার্কিন যুক্তরাষ্ট্রের আওতাধীন। ফলে দেশের জন্য গোপনীয়তা সমস্যার সৃষ্টি করতে পারে।
  • প্রাথমিক খরচ: স্টারলিংক গ্রাহকদের জন্য প্রথম দিকে কিছুটা ব্যয়বহুল হতে পারে, যদিও স্পেসএক্সের পরিকল্পনা রয়েছে সেবার খরচ কমানোর।

স্টারলিংক কি দুর্ঘটনা ঘটাতে পারে

স্টারলিংকের স্যাটেলাইটগুলোর কার্যকাল ধরা হয়েছে ৫ থেকে ৭ বছর। এগুলো বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ডিজাইন করা হয়েছে। যদি কোনো স্যাটেলাইট অন্য কারও সঙ্গে সংঘর্ষের আশঙ্কা তৈরি করে, তবে তা স্বয়ংক্রিয়ভাবে নিরাপদে স্থান পরিবর্তন করতে পারে। এ ছাড়া স্যাটেলাইটগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসার সময় সম্পূর্ণরূপে পুড়ে যায়। এর কোনো ক্ষতিকর অংশ পৃথিবীতে পড়ে না।

স্টারলিংক শুধু একটি প্রযুক্তিগত উদ্ভাবন

নয়; এটি পৃথিবীজুড়ে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এক বিপ্লব। বাংলাদেশের জন্য এটি বড় সুযোগ হতে পারে। কারণ, গ্রামীণ ও উপকূলীয় অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেটের চাহিদা দিন দিন বাড়ছে। স্টারলিংকের মাধ্যমে সেখানে সবাই দ্রুত, সহজ এবং নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা পাবে। এতে শিক্ষা, ব্যবসা এবং সরকারের ডিজিটাল বিভিন্ন কার্যক্রমের আরও উন্নয়ন হবে।

সূত্র: ডেকান হেরাল্ড

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসক নিয়োগ: ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে কাল

দুই অধিদপ্তর পেল নতুন মহাপরিচালক

প্রসিকিউটর নিয়োগে আইন উপদেষ্টা কেন স্বার্থের দ্বন্দ্ব বিবেচনায় নিলেন না: ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া

ভারতীয় কোম্পানির ১৪০ কোটি ডলারের শেয়ার বিক্রি করে দিচ্ছে বিএটি

গাইবান্ধার তরুণীকে বিয়ে করে পাচারের চেষ্টা, দুই চীনা নাগরিক গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত