Ajker Patrika

স্মার্টফোন ভিজে গেলে কীভাবে সুরক্ষা করবেন

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ৩০ মে ২০২১, ১৩: ০৭
স্মার্টফোন ভিজে গেলে কীভাবে সুরক্ষা করবেন

ঢাকা: বৃষ্টিতে অথবা হঠাৎ পানিতে পড়াসহ নানা কারণে আপনার স্মার্টফোন ভিজে যেতে পারে। যখন স্মার্টফোন ভিজে যাবে তখন আপনি কী করবেন?

  •  আপনার ফোন পানিতে ভিজে গেলে প্রথমে সুন্দরভাবে পরিষ্কার করে মুছে ফেলুন ৷
  • মনে রাখবেন, যত বেশি তরল পদার্থ থাকবে ফোনটিতে তত তাড়াতাড়ি ফোনের বিভিন্ন পার্টস খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে ৷ আর বেশিক্ষণ তরল পদার্থ থাকলে শর্টসার্কিট হয়ে যেতে পারে ৷ এর ফলে ফোনে থাকা সমস্ত ডেটা নষ্ট হয়ে যায় ৷
  • যত দ্রুত সম্ভব ফোনের ভেতরের সবকিছু যেমন মেমোরি কার্ড, ব্যাটারি, সিম কার্ড ইত্যাদি খুলে ফেলুন।
  •  ফোনের খোলা অংশগুলো একটি শুকনো কাপড়ে মুছে কাপড়টি মুড়ে রেখে দিলে ফোনের কোনো ক্ষতি হবে না। ফোনের ভেতরের অংশ পাতলা কাপড় দিয়ে সাবধানে মুছতে পারলে ভালো ৷
  •  সিম কার্ড বের করে রাখুন ৷ এরপর ফোনের ভেতর ভালো করে মুছে ফেলার পর সিম কার্ড আবার লাগিয়ে নিন ৷
  • ফোনে স্ক্রিন গার্ড লাগানো থাকলে সেটা খুলে ফেলতে হবে ৷
  • ভুল করেও ফোন শুকানোর জন্য হেয়ার ড্রাইয়ারের সাহায্য নেবেন না ৷ হেয়ার ড্রাইয়ারের গরম বাতাসে ভেতরের পার্টসগুলো গলে যেতে পারে ৷
  • সবশেষে কিছুক্ষণ ফোনটিকে রোদে রাখুন ৷ যদি কোথাও কোনো পরিমাণে অল্প পানি থেকে যায় তাহলে রোদে রাখলে তা শুকিয়ে যাবে ৷

এভাবে আপনার ফোন কোনো কারণে ভিজে গেলে ফোনটির সুরক্ষা করতে পারবেন। তবে ফোন কোনো কারণে যাতে না ভিজে সেদিকে বেশি মনোযোগী হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত