আইফোনের নতুন সংস্করণের দাম বাড়াতে পারে অ্যাপল। বাজারে থাকা আইফোন ১৩-এর তুলনায় অ্যাপলের আসন্ন ফ্ল্যাগশিপ লাইনআপের মডেলগুলোর দাম গড়ে ১৫ শতাংশ করে বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা।
দ্য ভার্জের প্রতিবেদনে জানা যায়, আইফোনের দাম বাড়ার সম্ভাবনার কথা বলেছেন প্রযুক্তিপণ্যের বাজার বিশ্লেষক মিং-চি কুও। প্রযুক্তি খাতের, বিশেষ করে অ্যাপল পণ্য নিয়ে যথাযথ ভবিষ্যদ্বাণী করার জন্য পরিচিতি আছে এই বিশ্লেষকের।
মডেলভেদে আইফোন ১৩-এর দাম শুরু ৭৯৯ ডলার থেকে, প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলোর দাম শুরু যথাক্রমে ৯৯৯ ডলার এবং ১০৯৯ ডলার থেকে। আইফোনের পরবর্তী মডেলের দাম নিয়ে নির্দিষ্ট কোনো ভবিষ্যদ্বাণী না করলেও কুও ধারণা করছেন, ‘আইফোন ১৪’-এর দাম এক হাজার অথবা এক হাজার ৫০ ডলার থেকে শুরু হতে পারে।
উৎপাদন আর সরবরাহ খরচ বৃদ্ধি পাওয়ায় কুও মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
গত জুন মাসেই বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ওয়েডবুশ সিকিউরিটিজের কর্মী ডেভ আইভস ব্রিটিশ দৈনিক দ্য সানকে বলেছিলেন, বৈশ্বিক সরবরাহব্যবস্থায় অস্থিতিশীলতার জেরে আইফোন ১৩-এর চেয়ে আইফোন ১৪-এর দাম অন্তত ১০০ ডলার বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আগামী সেপ্টেম্বরে নতুন আইফোন বাজারে আনার বিষয়ে কাজ চলছে বলে ইঙ্গিত মিলেছে। যদিও শিপমেন্ট বিলম্বিত হওয়ার সম্ভাবনায় সেপ্টেম্বরে আইফোন ১৪ লঞ্চ ইভেন্ট স্থগিত হতে পারে বলে গুঞ্জন উঠেছে। জানা গেছে, তাইওয়ানে তৈরি অংশগুলোর সঠিকভাবে লেবেল করা উচিত এমন একটি নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা শুরু করেছে চীন। এই নীতির অধীনে চীনা কর্মকর্তারা বিলম্ব কিংবা চালান প্রত্যাখ্যান করতে পারে, যা আইফোন ১৪-এর শিপমেন্টে বিলম্ব ঘটাতে পারে।
আইফোনের নতুন সংস্করণের দাম বাড়াতে পারে অ্যাপল। বাজারে থাকা আইফোন ১৩-এর তুলনায় অ্যাপলের আসন্ন ফ্ল্যাগশিপ লাইনআপের মডেলগুলোর দাম গড়ে ১৫ শতাংশ করে বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা।
দ্য ভার্জের প্রতিবেদনে জানা যায়, আইফোনের দাম বাড়ার সম্ভাবনার কথা বলেছেন প্রযুক্তিপণ্যের বাজার বিশ্লেষক মিং-চি কুও। প্রযুক্তি খাতের, বিশেষ করে অ্যাপল পণ্য নিয়ে যথাযথ ভবিষ্যদ্বাণী করার জন্য পরিচিতি আছে এই বিশ্লেষকের।
মডেলভেদে আইফোন ১৩-এর দাম শুরু ৭৯৯ ডলার থেকে, প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলোর দাম শুরু যথাক্রমে ৯৯৯ ডলার এবং ১০৯৯ ডলার থেকে। আইফোনের পরবর্তী মডেলের দাম নিয়ে নির্দিষ্ট কোনো ভবিষ্যদ্বাণী না করলেও কুও ধারণা করছেন, ‘আইফোন ১৪’-এর দাম এক হাজার অথবা এক হাজার ৫০ ডলার থেকে শুরু হতে পারে।
উৎপাদন আর সরবরাহ খরচ বৃদ্ধি পাওয়ায় কুও মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
গত জুন মাসেই বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ওয়েডবুশ সিকিউরিটিজের কর্মী ডেভ আইভস ব্রিটিশ দৈনিক দ্য সানকে বলেছিলেন, বৈশ্বিক সরবরাহব্যবস্থায় অস্থিতিশীলতার জেরে আইফোন ১৩-এর চেয়ে আইফোন ১৪-এর দাম অন্তত ১০০ ডলার বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আগামী সেপ্টেম্বরে নতুন আইফোন বাজারে আনার বিষয়ে কাজ চলছে বলে ইঙ্গিত মিলেছে। যদিও শিপমেন্ট বিলম্বিত হওয়ার সম্ভাবনায় সেপ্টেম্বরে আইফোন ১৪ লঞ্চ ইভেন্ট স্থগিত হতে পারে বলে গুঞ্জন উঠেছে। জানা গেছে, তাইওয়ানে তৈরি অংশগুলোর সঠিকভাবে লেবেল করা উচিত এমন একটি নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা শুরু করেছে চীন। এই নীতির অধীনে চীনা কর্মকর্তারা বিলম্ব কিংবা চালান প্রত্যাখ্যান করতে পারে, যা আইফোন ১৪-এর শিপমেন্টে বিলম্ব ঘটাতে পারে।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
১ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
২ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
২ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৩ দিন আগে