নিজেদের মিক্সড রিয়্যালিটি হেডসেট তৈরির পরিকল্পনা বাতিল করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। অ্যাপলের ভিশন প্রো–এর সঙ্গে প্রতিযোগিতা করতে নিজস্ব মিক্সড রিয়্যালিটি হেডসেট তৈরির কথা ঘোষণা করেছিল কোম্পানিটি। তবে এই প্রকল্প থেকে সরে এসেছে মেটা। গত শুক্রবার প্রকাশিত দ্য ইনফরমেশন এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
মেটার দু’জন কর্মীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যেই রিয়্যালিটি ল্যাবস ডিভিশনের কর্মীদের মিক্সড রিয়্যালিটি হেডসেট নিয়ে কাজ না করার নির্দেশ দিয়েছে মেটা। চলতি সপ্তাহে একটি প্রোডাক্ট রিভিউ মিটিংয়ের পর কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
মেটার পরিকল্পিত হেডসেটটি অভ্যন্তরীণভাবে ‘লা জোলা’ নামে (কোডনেম) পরিচিত ছিল এবং ২০২৭ সালে বাজারে ছাড়ার কথা ছিল। অ্যাপলের ভিশন প্রো এর মতো মেটার মিক্সড রিয়্যালিটি হেডসেটটিতে অতি-উচ্চ (আলট্রা-হাই) রেজল্যুশনের মাইক্রো ওলেড স্ক্রিন ব্যবহারের পরিকল্পনা ছিল।
গত বছর অ্যাপলের ভিশন প্রো বাজারে আসার মাধ্যমে ভার্চুয়াল ও মিক্সড রিয়্যালিটি হেডসেটের প্রযুক্তির গ্রাহকদের নজর কাড়ে। বাজারে ভিশন প্রো’র দাম সাড়ে ৩ হাজার মার্কিন ডলার বা প্রায় ৪ লাখ ১৪ হাজার টাকা।
এদিকে মেটার কোয়েস্ট হেডসেটের উন্নয়ন ও প্রচারে দায়িত্বে থাকা রিয়্যালিটি ল্যাবস ডিভিশন–এর ওপর হাজার কোটি টাকা লোকসানের বোঝা রয়েছে। এরপরও অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়্যালিটি প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশাবাদী মেটার সিইও মার্ক জাকারবার্গ।
ভিআর বা ভার্চুয়াল রিয়্যালিটি প্রযুক্তি ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে মেটার কোয়েস্ট সিরিজের হেডসেটগুলো। বর্তমানে বাজারে কোয়েস্ট ২ হেডসেটের দাম ২০০ ডলার ও কোয়েস্ট ৩ হেডসেটের দাম ৫০০ ডলার। আর কোয়েস্ট প্রো হেডসেট এর দাম ৯৯৯ ডলার। তবে খারাপ রিভিউ ও কম চাহিদার কারণে মেটা গত বছরই কোয়েস্ট প্রো হেডসেট তৈরি বন্ধ করে দেয় মেটা।
এখন কোয়েস্ট ৩ হেডসেটের উত্তরসূরি কোয়েস্ট ৪ তৈরি করছে মেটা। এটি ২০২৬ সালে বাজার ছাড়ার কথা রয়েছে।
তবে মিক্সড রিয়্যালিটি হেডসেট তৈরির পরিকল্পনা বাতিল প্রসঙ্গে মেটা কোনো প্রতিক্রিয়া জানায়নি।
নিজেদের মিক্সড রিয়্যালিটি হেডসেট তৈরির পরিকল্পনা বাতিল করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। অ্যাপলের ভিশন প্রো–এর সঙ্গে প্রতিযোগিতা করতে নিজস্ব মিক্সড রিয়্যালিটি হেডসেট তৈরির কথা ঘোষণা করেছিল কোম্পানিটি। তবে এই প্রকল্প থেকে সরে এসেছে মেটা। গত শুক্রবার প্রকাশিত দ্য ইনফরমেশন এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
মেটার দু’জন কর্মীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যেই রিয়্যালিটি ল্যাবস ডিভিশনের কর্মীদের মিক্সড রিয়্যালিটি হেডসেট নিয়ে কাজ না করার নির্দেশ দিয়েছে মেটা। চলতি সপ্তাহে একটি প্রোডাক্ট রিভিউ মিটিংয়ের পর কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
মেটার পরিকল্পিত হেডসেটটি অভ্যন্তরীণভাবে ‘লা জোলা’ নামে (কোডনেম) পরিচিত ছিল এবং ২০২৭ সালে বাজারে ছাড়ার কথা ছিল। অ্যাপলের ভিশন প্রো এর মতো মেটার মিক্সড রিয়্যালিটি হেডসেটটিতে অতি-উচ্চ (আলট্রা-হাই) রেজল্যুশনের মাইক্রো ওলেড স্ক্রিন ব্যবহারের পরিকল্পনা ছিল।
গত বছর অ্যাপলের ভিশন প্রো বাজারে আসার মাধ্যমে ভার্চুয়াল ও মিক্সড রিয়্যালিটি হেডসেটের প্রযুক্তির গ্রাহকদের নজর কাড়ে। বাজারে ভিশন প্রো’র দাম সাড়ে ৩ হাজার মার্কিন ডলার বা প্রায় ৪ লাখ ১৪ হাজার টাকা।
এদিকে মেটার কোয়েস্ট হেডসেটের উন্নয়ন ও প্রচারে দায়িত্বে থাকা রিয়্যালিটি ল্যাবস ডিভিশন–এর ওপর হাজার কোটি টাকা লোকসানের বোঝা রয়েছে। এরপরও অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়্যালিটি প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশাবাদী মেটার সিইও মার্ক জাকারবার্গ।
ভিআর বা ভার্চুয়াল রিয়্যালিটি প্রযুক্তি ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে মেটার কোয়েস্ট সিরিজের হেডসেটগুলো। বর্তমানে বাজারে কোয়েস্ট ২ হেডসেটের দাম ২০০ ডলার ও কোয়েস্ট ৩ হেডসেটের দাম ৫০০ ডলার। আর কোয়েস্ট প্রো হেডসেট এর দাম ৯৯৯ ডলার। তবে খারাপ রিভিউ ও কম চাহিদার কারণে মেটা গত বছরই কোয়েস্ট প্রো হেডসেট তৈরি বন্ধ করে দেয় মেটা।
এখন কোয়েস্ট ৩ হেডসেটের উত্তরসূরি কোয়েস্ট ৪ তৈরি করছে মেটা। এটি ২০২৬ সালে বাজার ছাড়ার কথা রয়েছে।
তবে মিক্সড রিয়্যালিটি হেডসেট তৈরির পরিকল্পনা বাতিল প্রসঙ্গে মেটা কোনো প্রতিক্রিয়া জানায়নি।
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১২ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৩ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১৫ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১৬ ঘণ্টা আগে