নিজেদের মিক্সড রিয়্যালিটি হেডসেট তৈরির পরিকল্পনা বাতিল করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। অ্যাপলের ভিশন প্রো–এর সঙ্গে প্রতিযোগিতা করতে নিজস্ব মিক্সড রিয়্যালিটি হেডসেট তৈরির কথা ঘোষণা করেছিল কোম্পানিটি। তবে এই প্রকল্প থেকে সরে এসেছে মেটা। গত শুক্রবার প্রকাশিত দ্য ইনফরমেশন এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
মেটার দু’জন কর্মীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যেই রিয়্যালিটি ল্যাবস ডিভিশনের কর্মীদের মিক্সড রিয়্যালিটি হেডসেট নিয়ে কাজ না করার নির্দেশ দিয়েছে মেটা। চলতি সপ্তাহে একটি প্রোডাক্ট রিভিউ মিটিংয়ের পর কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
মেটার পরিকল্পিত হেডসেটটি অভ্যন্তরীণভাবে ‘লা জোলা’ নামে (কোডনেম) পরিচিত ছিল এবং ২০২৭ সালে বাজারে ছাড়ার কথা ছিল। অ্যাপলের ভিশন প্রো এর মতো মেটার মিক্সড রিয়্যালিটি হেডসেটটিতে অতি-উচ্চ (আলট্রা-হাই) রেজল্যুশনের মাইক্রো ওলেড স্ক্রিন ব্যবহারের পরিকল্পনা ছিল।
গত বছর অ্যাপলের ভিশন প্রো বাজারে আসার মাধ্যমে ভার্চুয়াল ও মিক্সড রিয়্যালিটি হেডসেটের প্রযুক্তির গ্রাহকদের নজর কাড়ে। বাজারে ভিশন প্রো’র দাম সাড়ে ৩ হাজার মার্কিন ডলার বা প্রায় ৪ লাখ ১৪ হাজার টাকা।
এদিকে মেটার কোয়েস্ট হেডসেটের উন্নয়ন ও প্রচারে দায়িত্বে থাকা রিয়্যালিটি ল্যাবস ডিভিশন–এর ওপর হাজার কোটি টাকা লোকসানের বোঝা রয়েছে। এরপরও অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়্যালিটি প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশাবাদী মেটার সিইও মার্ক জাকারবার্গ।
ভিআর বা ভার্চুয়াল রিয়্যালিটি প্রযুক্তি ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে মেটার কোয়েস্ট সিরিজের হেডসেটগুলো। বর্তমানে বাজারে কোয়েস্ট ২ হেডসেটের দাম ২০০ ডলার ও কোয়েস্ট ৩ হেডসেটের দাম ৫০০ ডলার। আর কোয়েস্ট প্রো হেডসেট এর দাম ৯৯৯ ডলার। তবে খারাপ রিভিউ ও কম চাহিদার কারণে মেটা গত বছরই কোয়েস্ট প্রো হেডসেট তৈরি বন্ধ করে দেয় মেটা।
এখন কোয়েস্ট ৩ হেডসেটের উত্তরসূরি কোয়েস্ট ৪ তৈরি করছে মেটা। এটি ২০২৬ সালে বাজার ছাড়ার কথা রয়েছে।
তবে মিক্সড রিয়্যালিটি হেডসেট তৈরির পরিকল্পনা বাতিল প্রসঙ্গে মেটা কোনো প্রতিক্রিয়া জানায়নি।
নিজেদের মিক্সড রিয়্যালিটি হেডসেট তৈরির পরিকল্পনা বাতিল করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। অ্যাপলের ভিশন প্রো–এর সঙ্গে প্রতিযোগিতা করতে নিজস্ব মিক্সড রিয়্যালিটি হেডসেট তৈরির কথা ঘোষণা করেছিল কোম্পানিটি। তবে এই প্রকল্প থেকে সরে এসেছে মেটা। গত শুক্রবার প্রকাশিত দ্য ইনফরমেশন এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
মেটার দু’জন কর্মীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যেই রিয়্যালিটি ল্যাবস ডিভিশনের কর্মীদের মিক্সড রিয়্যালিটি হেডসেট নিয়ে কাজ না করার নির্দেশ দিয়েছে মেটা। চলতি সপ্তাহে একটি প্রোডাক্ট রিভিউ মিটিংয়ের পর কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
মেটার পরিকল্পিত হেডসেটটি অভ্যন্তরীণভাবে ‘লা জোলা’ নামে (কোডনেম) পরিচিত ছিল এবং ২০২৭ সালে বাজারে ছাড়ার কথা ছিল। অ্যাপলের ভিশন প্রো এর মতো মেটার মিক্সড রিয়্যালিটি হেডসেটটিতে অতি-উচ্চ (আলট্রা-হাই) রেজল্যুশনের মাইক্রো ওলেড স্ক্রিন ব্যবহারের পরিকল্পনা ছিল।
গত বছর অ্যাপলের ভিশন প্রো বাজারে আসার মাধ্যমে ভার্চুয়াল ও মিক্সড রিয়্যালিটি হেডসেটের প্রযুক্তির গ্রাহকদের নজর কাড়ে। বাজারে ভিশন প্রো’র দাম সাড়ে ৩ হাজার মার্কিন ডলার বা প্রায় ৪ লাখ ১৪ হাজার টাকা।
এদিকে মেটার কোয়েস্ট হেডসেটের উন্নয়ন ও প্রচারে দায়িত্বে থাকা রিয়্যালিটি ল্যাবস ডিভিশন–এর ওপর হাজার কোটি টাকা লোকসানের বোঝা রয়েছে। এরপরও অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়্যালিটি প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশাবাদী মেটার সিইও মার্ক জাকারবার্গ।
ভিআর বা ভার্চুয়াল রিয়্যালিটি প্রযুক্তি ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে মেটার কোয়েস্ট সিরিজের হেডসেটগুলো। বর্তমানে বাজারে কোয়েস্ট ২ হেডসেটের দাম ২০০ ডলার ও কোয়েস্ট ৩ হেডসেটের দাম ৫০০ ডলার। আর কোয়েস্ট প্রো হেডসেট এর দাম ৯৯৯ ডলার। তবে খারাপ রিভিউ ও কম চাহিদার কারণে মেটা গত বছরই কোয়েস্ট প্রো হেডসেট তৈরি বন্ধ করে দেয় মেটা।
এখন কোয়েস্ট ৩ হেডসেটের উত্তরসূরি কোয়েস্ট ৪ তৈরি করছে মেটা। এটি ২০২৬ সালে বাজার ছাড়ার কথা রয়েছে।
তবে মিক্সড রিয়্যালিটি হেডসেট তৈরির পরিকল্পনা বাতিল প্রসঙ্গে মেটা কোনো প্রতিক্রিয়া জানায়নি।
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
২ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
৩ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৪ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
৪ দিন আগে