একই সঙ্গে মটোরোলা ৫০ আল্ট্রা ও এজ ৫০ ফিউশন নামে স্মার্টফোনের দুটি মডেল উন্মোচন করেছে মটোরোলা কোম্পানি। এসব মডেলের বিভিন্ন সংস্করণের স্মার্টফোনগুলোর পেছনে কৃত্রিম চামড়া বা কাঠের প্যাটার্ন ব্যবহার করা দেখা গেছে। মটোরোলা ৫০ আল্ট্রা ও এজ ৫০ ফিউশন মডেল দুটিতে স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হয়েছে।
মটোরোলা ৫০ আল্ট্রার ও এজ ৫০ ফিউশন মডেলের দাম
মটোরোলা ৫০ আল্ট্রার দাম ৯৯৯ ইউরো থেকে শুরু হয়েছে। আর এজ ৫০ ফিউশন মডেলের দাম শুরু হয়েছে ৩৯৯ ইউরো থেকে। প্রাথমিকভাবে এশিয়া, ইউরোপ, ল্যাটিন আমেরিকা ও ওশেনিয়ার নিদির্ষ্ট কিছু বাজারে ফোনগুলো ছাড়া হবে।
মটোরোলা ৫০ আল্ট্রার একটি সংস্করণ ফরেস্ট গ্রে (ধূসর) রঙে পাওয়া যাবে। আর একটি সংস্করণ কৃত্রিম চামড়ায় মোড়ানো পিচ ফাজ (হালকা কমলা) রং এবং তৃতীয় সংস্করণটি কাঠের প্যাটার্নে পাওয়া যাবে।
এজ ৫০ ফিউশন মডেলের হট পিংক, মার্শমেলো ব্লু ও ফরেস্ট ব্লু রঙে পাওয়া যাবে। মার্শমেলো ব্লু সংস্করণের ফোনটি পেছন কৃত্রিম চামড়ায় আবৃত থাকবে।
মটোরোলা ৫০ আল্ট্রার স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: তিনটি ক্যামেরা রয়েছে—অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ৫০ মেগাপিক্সেল সেন্সর, ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, ৬৪ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর।
সেলফি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫ জি,৪জি
আয়তন: ১৬১.০৯ এমএম x ৭২.৩৮ এমএম x ৮.৫৯ এমএম weighs 197 g.
ওজন: ১৯৭ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি ফুল এইচডি + পিওলেড ডিসপ্লে
রিফ্রেশ রেট: ১৪৪ হার্টজ
ব্রাইটনেস: ২,৫০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হেলো ইউআই
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এস জেন ৩
মেমোরি: ১৬ জিবি এলপিডিডিআর ৫ এক্স
ইন্টারনাল স্টোরেজ: ১ টিবি
ব্লুটুথ: ব্লুটুথ ৫.৪
এনএফসি: আছে
ইউএসবি: ইউএসবি সি পোর্ট
ব্যাটারি: ৪৫০০ এমএএইচ
চার্জিং: ১২৫ ওয়াট ওয়্যারড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জ
মটোরোলা এজ ৫০ ফিউশন মডেলের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: দুটি ক্যামেরা রয়েছে—৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ওয়াইড এঙ্গেল সেন্সরসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
সেল্ফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫ জি,৪জি
আয়তন: ১৬১.৯ এমএম x ৭৩.১ এমএম x ৭.৯ এমএম
ওজন: ১৭৪.৯ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি ফুল এইচডি ও পিওলেড ডিসপ্লে
ব্রাইটনেস: ১৬০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হেলো ইউআই
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ এজ জেন ২
মেমোরি: ১২ জিবি এলপিডিডিআর ৫
ইন্টারনাল স্টোরেজ: ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.২
এনএফসি: আছে
ইউএসবি: ইউএসবি টাইপ সি
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
একই সঙ্গে মটোরোলা ৫০ আল্ট্রা ও এজ ৫০ ফিউশন নামে স্মার্টফোনের দুটি মডেল উন্মোচন করেছে মটোরোলা কোম্পানি। এসব মডেলের বিভিন্ন সংস্করণের স্মার্টফোনগুলোর পেছনে কৃত্রিম চামড়া বা কাঠের প্যাটার্ন ব্যবহার করা দেখা গেছে। মটোরোলা ৫০ আল্ট্রা ও এজ ৫০ ফিউশন মডেল দুটিতে স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হয়েছে।
মটোরোলা ৫০ আল্ট্রার ও এজ ৫০ ফিউশন মডেলের দাম
মটোরোলা ৫০ আল্ট্রার দাম ৯৯৯ ইউরো থেকে শুরু হয়েছে। আর এজ ৫০ ফিউশন মডেলের দাম শুরু হয়েছে ৩৯৯ ইউরো থেকে। প্রাথমিকভাবে এশিয়া, ইউরোপ, ল্যাটিন আমেরিকা ও ওশেনিয়ার নিদির্ষ্ট কিছু বাজারে ফোনগুলো ছাড়া হবে।
মটোরোলা ৫০ আল্ট্রার একটি সংস্করণ ফরেস্ট গ্রে (ধূসর) রঙে পাওয়া যাবে। আর একটি সংস্করণ কৃত্রিম চামড়ায় মোড়ানো পিচ ফাজ (হালকা কমলা) রং এবং তৃতীয় সংস্করণটি কাঠের প্যাটার্নে পাওয়া যাবে।
এজ ৫০ ফিউশন মডেলের হট পিংক, মার্শমেলো ব্লু ও ফরেস্ট ব্লু রঙে পাওয়া যাবে। মার্শমেলো ব্লু সংস্করণের ফোনটি পেছন কৃত্রিম চামড়ায় আবৃত থাকবে।
মটোরোলা ৫০ আল্ট্রার স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: তিনটি ক্যামেরা রয়েছে—অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ৫০ মেগাপিক্সেল সেন্সর, ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, ৬৪ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর।
সেলফি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫ জি,৪জি
আয়তন: ১৬১.০৯ এমএম x ৭২.৩৮ এমএম x ৮.৫৯ এমএম weighs 197 g.
ওজন: ১৯৭ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি ফুল এইচডি + পিওলেড ডিসপ্লে
রিফ্রেশ রেট: ১৪৪ হার্টজ
ব্রাইটনেস: ২,৫০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হেলো ইউআই
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এস জেন ৩
মেমোরি: ১৬ জিবি এলপিডিডিআর ৫ এক্স
ইন্টারনাল স্টোরেজ: ১ টিবি
ব্লুটুথ: ব্লুটুথ ৫.৪
এনএফসি: আছে
ইউএসবি: ইউএসবি সি পোর্ট
ব্যাটারি: ৪৫০০ এমএএইচ
চার্জিং: ১২৫ ওয়াট ওয়্যারড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জ
মটোরোলা এজ ৫০ ফিউশন মডেলের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: দুটি ক্যামেরা রয়েছে—৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ওয়াইড এঙ্গেল সেন্সরসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
সেল্ফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫ জি,৪জি
আয়তন: ১৬১.৯ এমএম x ৭৩.১ এমএম x ৭.৯ এমএম
ওজন: ১৭৪.৯ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি ফুল এইচডি ও পিওলেড ডিসপ্লে
ব্রাইটনেস: ১৬০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হেলো ইউআই
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ এজ জেন ২
মেমোরি: ১২ জিবি এলপিডিডিআর ৫
ইন্টারনাল স্টোরেজ: ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.২
এনএফসি: আছে
ইউএসবি: ইউএসবি টাইপ সি
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
৩ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৪ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
৫ ঘণ্টা আগে