প্রযুক্তি ডেস্ক
চলতি বছরের শেষ দিকে পিক্সেল ৮ সিরিজের স্মার্টফোন বাজারে আনতে পারে টেক জায়ান্ট গুগল। নতুন সিরিজের ফোন নিয়ে নানা গুঞ্জন থাকাই স্বাভাবিক। তবে গুগলের পিক্সেল ৮ প্রো নিয়ে শোনা যাচ্ছে ভিন্ন ধরনের এক ফিচারের কথা। অনলাইনে ফাঁস হওয়া তথ্যমতে, গুগলের নতুন এই ফোন ব্যবহার করা যাবে থার্মোমিটার হিসেবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি অনলাইনে ফোনটির একটি ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওতে পিক্সেল ৮ প্রো ফোনে বিল্ট-ইন থার্মোমিটার কীভাবে কাজ করবে তা দেখা গেছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের ঠিক নিচে একটি নতুন সেন্সর থাকবে। এটি মূলত একটি ইনফ্রারেড থার্মোমিটার, যেটি দিয়ে শরীরের তাপমাত্রা পরিমাপ করা যাবে।
শরীরের তাপ মাত্রা পরিমাপ করতে পিক্সেল ৮ প্রো ফোনটির সেন্সর কপালের কাছাকাছি আনতে হবে। তবে খেয়াল রাখতে হবে এটি যেন ত্বক স্পর্শ না করে। এরপর স্ক্রিনের 'ট্যাপ টু স্টার্ট' ট্যাপ করে কপালের এক পাশে নিতে হবে ফোনটি। তাপমাত্রা পরিমাপ করা শেষ হলে ফোনটি ভাইব্রেট করবে। বিল্ট-ইন থার্মোমিটারটি শুধু প্রো মডেলেই থাকছে। শরীরের তাপমাত্রার পাশাপাশি ফোনটি দিয়ে বিভিন্ন বস্তুর তাপমাত্রাও পরিমাপ করা যাবে।
এদিকে, আই/ও সম্মেলনে পিক্সেল ফোল্ড ও পিক্সেল ৭এ আনার ঘোষণা দিয়েছে গুগল। ফোন দুটির দামও জানিয়েছে প্রতিষ্ঠানটি। পিক্সেল ফোল্ড নিয়ে অনেক দিন ধরেই চলছিল গুঞ্জন। সম্প্রতি টুইটারে পিক্সেল ফোল্ডের ছবি প্রকাশ করে গুগল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, পিক্সেল ফোল্ডের দাম পড়বে ১ হাজার ৭৯৯ ডলার। এ ছাড়া, পিক্সেল সিরিজের নতুন ফোন ‘পিক্সেল ৭এ’–এর দাম পড়বে ৪৯৯ ডলার।
এদিকে, জানা গিয়েছে পিক্সেল ফোল্ডের সম্ভাব্য কনফিগারেশন। ইভান ব্লাস নামের এক টুইটার অ্যাকাউন্টের বরাতে দ্য ভার্জ জানিয়েছে, ফোল্ডের ডিসপ্লে লম্বায় ৫ দশমিক ৫ ইঞ্চির হবে, এবং ৩ দশমিক ১ ইঞ্চি চওড়া হবে। প্রসেরর হিসেবে থাকছে গুগলের টেনসর জি২ এসওসি।
ফোনে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকার পাশাপাশি এটিতে ফেস আনলকের সুবিধাও থাকবে। ব্যাটারি ২৪ ঘণ্টার বেশি প্লেব্যাক সময় এবং ৭২ ঘণ্টা স্ট্যান্ডবাই থাকবে বলে জানা যায়।
চলতি বছরের শেষ দিকে পিক্সেল ৮ সিরিজের স্মার্টফোন বাজারে আনতে পারে টেক জায়ান্ট গুগল। নতুন সিরিজের ফোন নিয়ে নানা গুঞ্জন থাকাই স্বাভাবিক। তবে গুগলের পিক্সেল ৮ প্রো নিয়ে শোনা যাচ্ছে ভিন্ন ধরনের এক ফিচারের কথা। অনলাইনে ফাঁস হওয়া তথ্যমতে, গুগলের নতুন এই ফোন ব্যবহার করা যাবে থার্মোমিটার হিসেবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি অনলাইনে ফোনটির একটি ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওতে পিক্সেল ৮ প্রো ফোনে বিল্ট-ইন থার্মোমিটার কীভাবে কাজ করবে তা দেখা গেছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের ঠিক নিচে একটি নতুন সেন্সর থাকবে। এটি মূলত একটি ইনফ্রারেড থার্মোমিটার, যেটি দিয়ে শরীরের তাপমাত্রা পরিমাপ করা যাবে।
শরীরের তাপ মাত্রা পরিমাপ করতে পিক্সেল ৮ প্রো ফোনটির সেন্সর কপালের কাছাকাছি আনতে হবে। তবে খেয়াল রাখতে হবে এটি যেন ত্বক স্পর্শ না করে। এরপর স্ক্রিনের 'ট্যাপ টু স্টার্ট' ট্যাপ করে কপালের এক পাশে নিতে হবে ফোনটি। তাপমাত্রা পরিমাপ করা শেষ হলে ফোনটি ভাইব্রেট করবে। বিল্ট-ইন থার্মোমিটারটি শুধু প্রো মডেলেই থাকছে। শরীরের তাপমাত্রার পাশাপাশি ফোনটি দিয়ে বিভিন্ন বস্তুর তাপমাত্রাও পরিমাপ করা যাবে।
এদিকে, আই/ও সম্মেলনে পিক্সেল ফোল্ড ও পিক্সেল ৭এ আনার ঘোষণা দিয়েছে গুগল। ফোন দুটির দামও জানিয়েছে প্রতিষ্ঠানটি। পিক্সেল ফোল্ড নিয়ে অনেক দিন ধরেই চলছিল গুঞ্জন। সম্প্রতি টুইটারে পিক্সেল ফোল্ডের ছবি প্রকাশ করে গুগল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, পিক্সেল ফোল্ডের দাম পড়বে ১ হাজার ৭৯৯ ডলার। এ ছাড়া, পিক্সেল সিরিজের নতুন ফোন ‘পিক্সেল ৭এ’–এর দাম পড়বে ৪৯৯ ডলার।
এদিকে, জানা গিয়েছে পিক্সেল ফোল্ডের সম্ভাব্য কনফিগারেশন। ইভান ব্লাস নামের এক টুইটার অ্যাকাউন্টের বরাতে দ্য ভার্জ জানিয়েছে, ফোল্ডের ডিসপ্লে লম্বায় ৫ দশমিক ৫ ইঞ্চির হবে, এবং ৩ দশমিক ১ ইঞ্চি চওড়া হবে। প্রসেরর হিসেবে থাকছে গুগলের টেনসর জি২ এসওসি।
ফোনে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকার পাশাপাশি এটিতে ফেস আনলকের সুবিধাও থাকবে। ব্যাটারি ২৪ ঘণ্টার বেশি প্লেব্যাক সময় এবং ৭২ ঘণ্টা স্ট্যান্ডবাই থাকবে বলে জানা যায়।
ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
১০ ঘণ্টা আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১ দিন আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১ দিন আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১ দিন আগে