Ajker Patrika

থার্মোমিটারের কাজ করবে গুগল পিক্সেল ৮ প্রো

প্রযুক্তি ডেস্ক
থার্মোমিটারের কাজ করবে গুগল পিক্সেল ৮ প্রো

চলতি বছরের শেষ দিকে পিক্সেল ৮ সিরিজের স্মার্টফোন বাজারে আনতে পারে টেক জায়ান্ট গুগল। নতুন সিরিজের ফোন নিয়ে নানা গুঞ্জন থাকাই স্বাভাবিক। তবে গুগলের পিক্সেল ৮ প্রো নিয়ে শোনা যাচ্ছে ভিন্ন ধরনের এক ফিচারের কথা। অনলাইনে ফাঁস হওয়া তথ্যমতে, গুগলের নতুন এই ফোন ব্যবহার করা যাবে থার্মোমিটার হিসেবে। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি অনলাইনে ফোনটির একটি ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওতে পিক্সেল ৮ প্রো ফোনে বিল্ট-ইন থার্মোমিটার কীভাবে কাজ করবে তা দেখা গেছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের ঠিক নিচে একটি নতুন সেন্সর থাকবে। এটি মূলত একটি ইনফ্রারেড থার্মোমিটার, যেটি দিয়ে শরীরের তাপমাত্রা পরিমাপ করা যাবে।

শরীরের তাপ মাত্রা পরিমাপ করতে পিক্সেল ৮ প্রো ফোনটির সেন্সর কপালের কাছাকাছি আনতে হবে। তবে খেয়াল রাখতে হবে এটি যেন ত্বক স্পর্শ না করে। এরপর স্ক্রিনের 'ট্যাপ টু স্টার্ট' ট্যাপ করে কপালের এক পাশে নিতে হবে ফোনটি। তাপমাত্রা পরিমাপ করা শেষ হলে ফোনটি ভাইব্রেট করবে। বিল্ট-ইন থার্মোমিটারটি শুধু প্রো মডেলেই থাকছে। শরীরের তাপমাত্রার পাশাপাশি ফোনটি দিয়ে বিভিন্ন বস্তুর তাপমাত্রাও পরিমাপ করা যাবে।

এদিকে, আই/ও সম্মেলনে পিক্সেল ফোল্ড ও পিক্সেল ৭এ আনার ঘোষণা দিয়েছে গুগল। ফোন দুটির দামও জানিয়েছে প্রতিষ্ঠানটি। পিক্সেল ফোল্ড নিয়ে অনেক দিন ধরেই চলছিল গুঞ্জন। সম্প্রতি টুইটারে পিক্সেল ফোল্ডের ছবি প্রকাশ করে গুগল।   

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, পিক্সেল ফোল্ডের দাম পড়বে ১ হাজার ৭৯৯ ডলার। এ ছাড়া, পিক্সেল সিরিজের নতুন ফোন ‘পিক্সেল ৭এ’–এর দাম পড়বে ৪৯৯ ডলার।

এদিকে, জানা গিয়েছে পিক্সেল ফোল্ডের সম্ভাব্য কনফিগারেশন। ইভান ব্লাস নামের এক টুইটার অ্যাকাউন্টের বরাতে দ্য ভার্জ জানিয়েছে, ফোল্ডের ডিসপ্লে লম্বায় ৫ দশমিক ৫ ইঞ্চির হবে, এবং ৩ দশমিক ১ ইঞ্চি চওড়া হবে। প্রসেরর হিসেবে থাকছে গুগলের টেনসর জি২ এসওসি।

ফোনে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকার পাশাপাশি এটিতে ফেস আনলকের সুবিধাও থাকবে। ব্যাটারি ২৪ ঘণ্টার বেশি প্লেব্যাক সময় এবং ৭২ ঘণ্টা স্ট্যান্ডবাই থাকবে বলে জানা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ