বার্বি পুতুলের থিম সামনে রেখে নতুন ফোন ফ্লিপ নিয়ে আসছে নকিয়ার মূল কোম্পানি এইচএমডি। গত বছর বক্স অফিস মাতিয়ে রেখেছিল ‘বার্বি’ মুভিটি। বিশ্বজুড়ে ট্রেন্ডে পরিণত হয় গোলাপি রং। এবার সেই গোলাপি রঙে নতুন ফ্লিপ ফোন নিয়ে আসা হয়েছে। এতে নকিয়ার জনপ্রিয় স্নেক (সাপ) গেমের আরেকটি সংস্করণ রয়েছে। আর ফোনটির সঙ্গেই রয়েছে একটি আয়না।
চলতি বছরের শুরুর দিকের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফোনটি নিয়ে আসা হবে বলে ঘোষণা দেয় এইচএমডি। আগামী অক্টোবর মাসে এর বিক্রি শুরু হবে।
বার্বি ফোন একটি সাদামাটা ফ্লিপ ফোন। এতে কোনো অ্যাপস নেই। এই ফোনের মাধ্যমে শুধু কথা বলা এবং টেক্সট মেসেজ আদান প্রদান করা যাবে। এতে থাকা নকিয়ার জনপ্রিয় স্নেক (সাপ) গেমের নতুন সংস্করণের নাম ‘ম্যালাবু স্নেক গেম’ রাখা হয়েছে।
ফোনটির স্ক্রিন মাত্র ২ দশমিক ৮ ইঞ্চির। সেই সঙ্গে বার্তা লেখার জন্য একটি কিপ্যাড রয়েছে। অক্ষরের পাশাপাশি কিপ্যাডে লুকানো ইমোজি রয়েছে। যেমন: পাম গাছ, হার্ট চিহ্ন ও ফ্লেমিংগো পাখি। এগুলো অন্ধকারে জ্বলে উঠবে।
ফোনটিতে কোনো সেলফি ক্যামেরা নেই। তবে এর পেছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। আগের যুগের ডিজিটাল ক্যামেরার দিয়ে তোলা ছবিতে অন্যরকম ঝাপসা একটি বিষয় থাকত। সেটিই এখন আবার জনপ্রিয় হয়ে উঠেছে। এ ধরনের ছবি তোলার জন্য কম রেজল্যুশনের ক্যামেরা দেওয়ার দাবি করছে এইচএমডি।
ফোনটি চালু করলেই ‘হাই বার্বি’ কণ্ঠস্বর শোনা যাবে। সেই সঙ্গে স্নেক (সাপ) গেমের একটি সাপ স্ক্রিনে ভেসে উঠবে।
বার্বি ফোনটি সাধারণ হলেও এর সঙ্গে অনেকগুলো এক্সেসরিজ থাকবে। ফোনটির সঙ্গে দুটি অতিরিক্ত কভার দেওয়া থাকবে এবং পুঁতি দিয়ে তৈরি একটি স্ট্র্যাপ থাকবে, যা ফোনের সঙ্গে লাগিয়ে কবজিতে ঝুলিয়ে রাখা যাবে। সেই সঙ্গে কতগুলো পাথরের ও সাধারণ স্টিকারও (যেমন: ফুল, রংধনু) দেওয়া থাকবে। ফোনটি মনমতো সাজানোর জন্য স্টিকারগুলো দেওয়া হয়েছে। ফোনটি মোছার জন্য গোলাপি রঙ্গের মাইক্রোফাইবার কাপড়ও বক্সে দেওয়া থাকবে।
ফোনটিকে চার্জ দেওয়ার জন্য গোলাপি রঙের ইউএসবি সি চার্জার থাকবে।
ফোনটি কম বয়সী মেয়েদের ও তরুণীদের আকৃষ্ট করবে বলে ধারণা করা হচ্ছে। এই ফোনে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম নেই। তাই ফোনটি স্মার্টফোনের আসক্তি কমাবে বলে দাবি করছে ফোনটির প্রস্তুতকারক। এইচএমডি বলছে, এই ফোনের মাধ্যমে স্মার্টফোন থেকে বিরত থাকা যাবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের তিনটি ওয়্যারলেস নেটওয়ার্ক ফোনটিকে সমর্থন দেবে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ফোনটির প্রি অর্ডার দেওয়া যাবে এবং ১ অক্টোবর থেকে ফোনটি বিক্রি শুরু হবে। ফোনটির দাম ১২৯ ডলার বা প্রায় ১৫ হাজার ৪১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
তথ্যসূত্র: এনগ্যাজেট, দ্য ভার্জ
বার্বি পুতুলের থিম সামনে রেখে নতুন ফোন ফ্লিপ নিয়ে আসছে নকিয়ার মূল কোম্পানি এইচএমডি। গত বছর বক্স অফিস মাতিয়ে রেখেছিল ‘বার্বি’ মুভিটি। বিশ্বজুড়ে ট্রেন্ডে পরিণত হয় গোলাপি রং। এবার সেই গোলাপি রঙে নতুন ফ্লিপ ফোন নিয়ে আসা হয়েছে। এতে নকিয়ার জনপ্রিয় স্নেক (সাপ) গেমের আরেকটি সংস্করণ রয়েছে। আর ফোনটির সঙ্গেই রয়েছে একটি আয়না।
চলতি বছরের শুরুর দিকের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফোনটি নিয়ে আসা হবে বলে ঘোষণা দেয় এইচএমডি। আগামী অক্টোবর মাসে এর বিক্রি শুরু হবে।
বার্বি ফোন একটি সাদামাটা ফ্লিপ ফোন। এতে কোনো অ্যাপস নেই। এই ফোনের মাধ্যমে শুধু কথা বলা এবং টেক্সট মেসেজ আদান প্রদান করা যাবে। এতে থাকা নকিয়ার জনপ্রিয় স্নেক (সাপ) গেমের নতুন সংস্করণের নাম ‘ম্যালাবু স্নেক গেম’ রাখা হয়েছে।
ফোনটির স্ক্রিন মাত্র ২ দশমিক ৮ ইঞ্চির। সেই সঙ্গে বার্তা লেখার জন্য একটি কিপ্যাড রয়েছে। অক্ষরের পাশাপাশি কিপ্যাডে লুকানো ইমোজি রয়েছে। যেমন: পাম গাছ, হার্ট চিহ্ন ও ফ্লেমিংগো পাখি। এগুলো অন্ধকারে জ্বলে উঠবে।
ফোনটিতে কোনো সেলফি ক্যামেরা নেই। তবে এর পেছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। আগের যুগের ডিজিটাল ক্যামেরার দিয়ে তোলা ছবিতে অন্যরকম ঝাপসা একটি বিষয় থাকত। সেটিই এখন আবার জনপ্রিয় হয়ে উঠেছে। এ ধরনের ছবি তোলার জন্য কম রেজল্যুশনের ক্যামেরা দেওয়ার দাবি করছে এইচএমডি।
ফোনটি চালু করলেই ‘হাই বার্বি’ কণ্ঠস্বর শোনা যাবে। সেই সঙ্গে স্নেক (সাপ) গেমের একটি সাপ স্ক্রিনে ভেসে উঠবে।
বার্বি ফোনটি সাধারণ হলেও এর সঙ্গে অনেকগুলো এক্সেসরিজ থাকবে। ফোনটির সঙ্গে দুটি অতিরিক্ত কভার দেওয়া থাকবে এবং পুঁতি দিয়ে তৈরি একটি স্ট্র্যাপ থাকবে, যা ফোনের সঙ্গে লাগিয়ে কবজিতে ঝুলিয়ে রাখা যাবে। সেই সঙ্গে কতগুলো পাথরের ও সাধারণ স্টিকারও (যেমন: ফুল, রংধনু) দেওয়া থাকবে। ফোনটি মনমতো সাজানোর জন্য স্টিকারগুলো দেওয়া হয়েছে। ফোনটি মোছার জন্য গোলাপি রঙ্গের মাইক্রোফাইবার কাপড়ও বক্সে দেওয়া থাকবে।
ফোনটিকে চার্জ দেওয়ার জন্য গোলাপি রঙের ইউএসবি সি চার্জার থাকবে।
ফোনটি কম বয়সী মেয়েদের ও তরুণীদের আকৃষ্ট করবে বলে ধারণা করা হচ্ছে। এই ফোনে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম নেই। তাই ফোনটি স্মার্টফোনের আসক্তি কমাবে বলে দাবি করছে ফোনটির প্রস্তুতকারক। এইচএমডি বলছে, এই ফোনের মাধ্যমে স্মার্টফোন থেকে বিরত থাকা যাবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের তিনটি ওয়্যারলেস নেটওয়ার্ক ফোনটিকে সমর্থন দেবে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ফোনটির প্রি অর্ডার দেওয়া যাবে এবং ১ অক্টোবর থেকে ফোনটি বিক্রি শুরু হবে। ফোনটির দাম ১২৯ ডলার বা প্রায় ১৫ হাজার ৪১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
তথ্যসূত্র: এনগ্যাজেট, দ্য ভার্জ
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১৫ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৯ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১ দিন আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১ দিন আগে