ইউরোপের বাজারে এসেছে শাওমির নতুন ফোন রেডমি ১৩ ৪ জি। ফোনটিতে দুটি ক্যামেরা রয়েছে। যার মধ্যে একটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল সেন্সর। চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯১ আলট্রা চিপসেট।
ফোনটি ইউরোপের বাজারে পাওয়া গেলে বিশ্বের অন্যান্য বাজারে কবে উন্মোচন হবে তা জানায়নি কোম্পানিটি। ডিসপ্লেতে হোল পাঞ্চের মধ্যে সামনে ক্যামেরাটি রয়েছে। মাইক্রোএসডির মাধ্যমে ফোনটি স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
দাম ও রং
ফোনটি কালো, নীল ও গোলাপী রঙে পাওয়া যাবে।
রেডমি ১৩: ৫জি ও ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১৭৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ২২ হাজার ৮৩৪ টাকা।
রেডমি ১৩: ৫জি ও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১৯৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ২৫ হাজার ৩৭০ টাকা।
ফোনগুলো ইউরোপের কিছু অঞ্চলে অনলাইনে কেনা যাবে।
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা—১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এর সঙ্গে এলইডি ফ্ল্যাশ ইউনিটও রয়েছে।
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি
আয়তন: ১৬৮.৬ x৭৬.২৮ x ৮.১৭ এমএম
ওজন: ১৯৮.৫ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৭৯ ইঞ্চি ফুল এইচডি (২,৪০০ x ১.০৮০ পিক্সেল)
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৯১ আলট্রা চিপসেট।
আইপি রেটিং: আইপি ৫৩
মেমোরি: ৬ জিবি ও ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্লুটুথ: ৫.৩
এনএফসি: আছে
জিপিএস: আছে
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫,০৩০ এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট
তথ্যসূত্র:গ্যাজেটস ৩৬০
ইউরোপের বাজারে এসেছে শাওমির নতুন ফোন রেডমি ১৩ ৪ জি। ফোনটিতে দুটি ক্যামেরা রয়েছে। যার মধ্যে একটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল সেন্সর। চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯১ আলট্রা চিপসেট।
ফোনটি ইউরোপের বাজারে পাওয়া গেলে বিশ্বের অন্যান্য বাজারে কবে উন্মোচন হবে তা জানায়নি কোম্পানিটি। ডিসপ্লেতে হোল পাঞ্চের মধ্যে সামনে ক্যামেরাটি রয়েছে। মাইক্রোএসডির মাধ্যমে ফোনটি স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
দাম ও রং
ফোনটি কালো, নীল ও গোলাপী রঙে পাওয়া যাবে।
রেডমি ১৩: ৫জি ও ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১৭৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ২২ হাজার ৮৩৪ টাকা।
রেডমি ১৩: ৫জি ও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১৯৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ২৫ হাজার ৩৭০ টাকা।
ফোনগুলো ইউরোপের কিছু অঞ্চলে অনলাইনে কেনা যাবে।
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা—১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এর সঙ্গে এলইডি ফ্ল্যাশ ইউনিটও রয়েছে।
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি
আয়তন: ১৬৮.৬ x৭৬.২৮ x ৮.১৭ এমএম
ওজন: ১৯৮.৫ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৭৯ ইঞ্চি ফুল এইচডি (২,৪০০ x ১.০৮০ পিক্সেল)
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৯১ আলট্রা চিপসেট।
আইপি রেটিং: আইপি ৫৩
মেমোরি: ৬ জিবি ও ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্লুটুথ: ৫.৩
এনএফসি: আছে
জিপিএস: আছে
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫,০৩০ এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট
তথ্যসূত্র:গ্যাজেটস ৩৬০
দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
২ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৫ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৬ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১৯ ঘণ্টা আগে