অনিন্দ্য চৌধুরী অর্ণব
মোবাইল ফোন কিংবা কম্পিউটারের নানান গবেষণার মাঝেও বেশি গবেষণা করা হয় স্টোরেজ নিয়ে। মেগাবাইট থেকে টেরাবাইটের সময়ে দাঁড়িয়েও মনে হচ্ছে তথ্য বা ডেটা সংরক্ষণের জায়গা যেন কম পড়ছে, তথ্য রাখার জন্য আরও বেশি স্টোরেজ চাই। কিন্তু ১৯৯৫ সালে তথ্য বা ডেটা সংরক্ষণের নতুন যে আবিষ্কারের কথা শুনিয়েছিলেন রোমকে জ্যঁ বার্নহার্ড স্লুট, সেই আবিষ্কার হারিয়ে না গেলে প্রচলিত পদ্ধতির বাইরে বেরিয়ে হয়তো স্টোরেজ নিয়ে নতুন গল্প লেখা হতো।
তিন ভাইবোনের মধ্যে ছোট্ট স্লুট জন্মের পরপরই বাবাকে হারান। ডাচ টেকনিক্যাল স্কুলে পাঠরত অবস্থাতেই স্কুল ছেড়ে রেডিও স্টেশনে কাজ নেন। তারপর সেটা ছেড়ে ফিলিপস ইলেকট্রনিকস সংস্থায় কিছুদিন কাজ করে যোগ দেন একটি অডিও-ভিডিও স্টোরে। সেখানে কয়েক বছর কাজ করে অন্য এক শহরে গিয়ে খোলেন নিজস্ব একটি টিভি ও অন্যান্য যন্ত্রপাতি মেরামতের সংস্থা। ১৯৮৪ সালে কম্পিউটার প্রযুক্তিতে নিজেকে যুক্ত করেন স্লুট। শুরু করেন ফিলিপস পি ২০০০, কমোডর ৬৪, আইবিএম পিসি এক্সটির মতো কম্পিউটার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা। আর সেই সব করতে করতেই মেরামত পরিষেবার একটি অদ্ভুত নেটওয়ার্ক তৈরি করেন, যেখানে সমস্ত মেরামতি কাজের পুঙ্খানুপুঙ্খ তথ্য সংরক্ষণ করা হতো। স্লুট এই নেটওয়ার্কের নাম রেখেছিলেন রেপাবেস। দিনে দিনে রেপাবেসের পরিসর দীর্ঘ হচ্ছিল আর স্টোরেজ বলতে তখন ফ্লপি! স্লুট পাগলের মতো তথ্য সংরক্ষণের জন্য বিকল্প কিছু আবিষ্কারের সন্ধান করছিলেন। ১৯৯৫ সালে স্লুট একটি ডেটা এনকোডিং কৌশল তৈরি করে নাম দেন স্লুট ডিজিটাল কোডিং সিস্টেম বা এসডিসিএস।
আট কিলোবাইটের মধ্যে একটি আস্ত সিনেমা সংরক্ষণ করতে পারা স্লুট ডিজিটাল কোডিং সিস্টেম দ্রুত প্রযুক্তি দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করে। স্লটের সহকর্মী জস ভ্যান রসাম এতে বিনিয়োগ করতে এগিয়ে আসেন। ১৯৯৬ সালে আবিষ্কর্তা স্লুট আর মালিক রসাম ছয় বছরের স্বত্ব পান এসডিসিএসের।
প্রযুক্তি বিনিয়োগকারীরা এনকোডিং সিস্টেমে অপার সম্ভাবনা ও লাভের সম্ভাবনা দেখতে পেয়েছিলেন। অনেক বিনিয়োগকারী এই প্রযুক্তি কিনতেও চেয়েছিলেন। ফিলিপসের সাবেক কর্তা পিপার সেখানকার চাকরি বাদ দিয়ে স্লুটের সংস্থায় সিইও হিসেবে যোগ দেন। শুধু তাই নয়, তিনি প্রচুর বিনিয়োগও করতে চান স্লুটের ব্যবসায়। কিন্তু চুক্তির ঠিক এক দিন আগে ১৯৯৯ সালের ১১ জুলাই রহস্যজনকভাবে বাড়ির বাগানে স্লুটের মৃতদেহ পাওয়া যায়। ময়নাতদন্তে হার্টঅ্যাটাক বলা হলেও মনে করা হয় সেটা ছিল খুন। স্লুটের মৃত্যুর সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে হারিয়ে যায় তাঁর বিস্ময় আবিষ্কারটিও। যদিও পিপার ও পার্কিন্স চেয়েছিলেন স্লুট ডিজিটাল কোডিং সিস্টেম বা এসডিসিএস প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু বিশেষ ও গুরুত্বপূর্ণ তথ্য যে ফ্লপি ডিস্কটিতে ছিল, তা খুঁজে পাওয়া যায়নি। আর তাই এসডিসিএস কোনো সিনেমাকে কীভাবে সংকেতে পরিণত করে সংরক্ষণ করত বা নম্বর দিলে সেই সিনেমা কীভাবে চালু হতো, সেই প্রযুক্তি অপ্রকাশ্যই থেকে গেছে।
সূত্র: কিটাটিভি ডটকম, স্টিমিট
মোবাইল ফোন কিংবা কম্পিউটারের নানান গবেষণার মাঝেও বেশি গবেষণা করা হয় স্টোরেজ নিয়ে। মেগাবাইট থেকে টেরাবাইটের সময়ে দাঁড়িয়েও মনে হচ্ছে তথ্য বা ডেটা সংরক্ষণের জায়গা যেন কম পড়ছে, তথ্য রাখার জন্য আরও বেশি স্টোরেজ চাই। কিন্তু ১৯৯৫ সালে তথ্য বা ডেটা সংরক্ষণের নতুন যে আবিষ্কারের কথা শুনিয়েছিলেন রোমকে জ্যঁ বার্নহার্ড স্লুট, সেই আবিষ্কার হারিয়ে না গেলে প্রচলিত পদ্ধতির বাইরে বেরিয়ে হয়তো স্টোরেজ নিয়ে নতুন গল্প লেখা হতো।
তিন ভাইবোনের মধ্যে ছোট্ট স্লুট জন্মের পরপরই বাবাকে হারান। ডাচ টেকনিক্যাল স্কুলে পাঠরত অবস্থাতেই স্কুল ছেড়ে রেডিও স্টেশনে কাজ নেন। তারপর সেটা ছেড়ে ফিলিপস ইলেকট্রনিকস সংস্থায় কিছুদিন কাজ করে যোগ দেন একটি অডিও-ভিডিও স্টোরে। সেখানে কয়েক বছর কাজ করে অন্য এক শহরে গিয়ে খোলেন নিজস্ব একটি টিভি ও অন্যান্য যন্ত্রপাতি মেরামতের সংস্থা। ১৯৮৪ সালে কম্পিউটার প্রযুক্তিতে নিজেকে যুক্ত করেন স্লুট। শুরু করেন ফিলিপস পি ২০০০, কমোডর ৬৪, আইবিএম পিসি এক্সটির মতো কম্পিউটার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা। আর সেই সব করতে করতেই মেরামত পরিষেবার একটি অদ্ভুত নেটওয়ার্ক তৈরি করেন, যেখানে সমস্ত মেরামতি কাজের পুঙ্খানুপুঙ্খ তথ্য সংরক্ষণ করা হতো। স্লুট এই নেটওয়ার্কের নাম রেখেছিলেন রেপাবেস। দিনে দিনে রেপাবেসের পরিসর দীর্ঘ হচ্ছিল আর স্টোরেজ বলতে তখন ফ্লপি! স্লুট পাগলের মতো তথ্য সংরক্ষণের জন্য বিকল্প কিছু আবিষ্কারের সন্ধান করছিলেন। ১৯৯৫ সালে স্লুট একটি ডেটা এনকোডিং কৌশল তৈরি করে নাম দেন স্লুট ডিজিটাল কোডিং সিস্টেম বা এসডিসিএস।
আট কিলোবাইটের মধ্যে একটি আস্ত সিনেমা সংরক্ষণ করতে পারা স্লুট ডিজিটাল কোডিং সিস্টেম দ্রুত প্রযুক্তি দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করে। স্লটের সহকর্মী জস ভ্যান রসাম এতে বিনিয়োগ করতে এগিয়ে আসেন। ১৯৯৬ সালে আবিষ্কর্তা স্লুট আর মালিক রসাম ছয় বছরের স্বত্ব পান এসডিসিএসের।
প্রযুক্তি বিনিয়োগকারীরা এনকোডিং সিস্টেমে অপার সম্ভাবনা ও লাভের সম্ভাবনা দেখতে পেয়েছিলেন। অনেক বিনিয়োগকারী এই প্রযুক্তি কিনতেও চেয়েছিলেন। ফিলিপসের সাবেক কর্তা পিপার সেখানকার চাকরি বাদ দিয়ে স্লুটের সংস্থায় সিইও হিসেবে যোগ দেন। শুধু তাই নয়, তিনি প্রচুর বিনিয়োগও করতে চান স্লুটের ব্যবসায়। কিন্তু চুক্তির ঠিক এক দিন আগে ১৯৯৯ সালের ১১ জুলাই রহস্যজনকভাবে বাড়ির বাগানে স্লুটের মৃতদেহ পাওয়া যায়। ময়নাতদন্তে হার্টঅ্যাটাক বলা হলেও মনে করা হয় সেটা ছিল খুন। স্লুটের মৃত্যুর সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে হারিয়ে যায় তাঁর বিস্ময় আবিষ্কারটিও। যদিও পিপার ও পার্কিন্স চেয়েছিলেন স্লুট ডিজিটাল কোডিং সিস্টেম বা এসডিসিএস প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু বিশেষ ও গুরুত্বপূর্ণ তথ্য যে ফ্লপি ডিস্কটিতে ছিল, তা খুঁজে পাওয়া যায়নি। আর তাই এসডিসিএস কোনো সিনেমাকে কীভাবে সংকেতে পরিণত করে সংরক্ষণ করত বা নম্বর দিলে সেই সিনেমা কীভাবে চালু হতো, সেই প্রযুক্তি অপ্রকাশ্যই থেকে গেছে।
সূত্র: কিটাটিভি ডটকম, স্টিমিট
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এই ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
২ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
৯ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১২ ঘণ্টা আগে